একঝলক (১৫ অক্টোবর ২০২৫)

১ / ২০
জাল বুনে শিকারের অপেক্ষায় মাকড়সাটি। শিরোমনি, খুলনা, ১৫ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২০
রবিশস্য রোপণের জন্য মাঠে চাষাবাদে ব্যস্ত এক কৃষক। গাবতলী, বগুড়া, ১৫ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৩ / ২০
খাবারের আশায় লোকালয়ে ছাদে ছাদে ঘুরে বেড়াচ্ছে বনের পথভোলা বানর। রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৫ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৪ / ২০
তিস্তার চরে আগাম আমন ধান কাটা চলছে একদিকে, অন্যদিকে চলছে ধান মাড়াই। গঙ্গাচড়া, রংপুর, ১৫ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২০
লেগুনায় ঝুঁকি নিয়ে গন্তব্যের দিকে যাত্রা। মানিক মিয়া অ্যাভিনিউ, ১৫ অক্টোবর
ছবি: শামসুল হক টেংকু
৬ / ২০
শিশুপার্কের ভেতরে কেন্দ্রীয় শহীদ মিনার। সেখানে প্রায়ই সভা-সমাবেশ হয়। অথচ, স্থানটি ময়লার ভাগাড় হয়ে গেছে। ছাত্রদলের উপজেলা শাখার একাংশের নেতা-কর্মীরা সেখানে পরিচ্ছন্নতা কর্মসূচি চালান। শিশুপার্ক, জুড়ী, মৌলভীবাজার, ১৫ অক্টোবর
ছবি: কল্যাণ প্রসূন
৭ / ২০
নিজের খেত থেকে মিষ্টি কুমড়ার ফুল তুলছেন চাষি। পাহাড়ে বিক্রি হয় কুমড়ার ফুল থেকে শুরু করে ডগা আর ডাঁটাও। বোদিপুর, রাঙামাটি, ১৫ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২০
বাড়ির আঙিনায় সবজিবাগানের বাঁশের খুঁটিতে বসে আছে ঘুঘু পাখি। সাতখামাইর, শ্রীপুর, গাজীপুর। ১৫ অক্টোবর
ছবি: সাদিক মৃধা
৯ / ২০
বড়শি দিয়ে ফুলজোড় নদে মাছ শিকার করছেন মৎস্যপ্রেমীরা। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
১০ / ২০
বাড়ির পাশের জমি থেকে পুঁইশাক তুলছেন এক কৃষক। অরণ্যপুর, কুমিল্লা, ১৫ অক্টোবর
ছবি: আবদুর রহমান
১১ / ২০
মরা কাশফুলের ডগায় নিঃশব্দে বসে আছে রোদ পোহানো ফড়িং। ভুলিরপাড়, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
১২ / ২০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কেন্দ্রগুলোয় বুথ প্রস্তুত করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্যাম্পাসের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে। জামাল নজরুল ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৫ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
১৩ / ২০
শীতের প্রস্তুতি হিসেবে চাদর, পোশাক ও বিভিন্ন পণ্য সাজিয়ে পাহাড়ি নারী বিক্রির জন্য পসরা গুছিয়েছেন। রাজবাড়ী এলাকা, রাঙামাটি, ১৫ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২০
নৌকা তৈরি করছেন কাঠমিস্ত্রি দীপক চন্দ্র বিশ্বাস। এই আয় দিয়ে চলে তাঁর সংসার। ভাটিপাড়া, তিতাস, কুমিল্লা, ১৫ অক্টোবর
ছবি: আবদুর রহমান
১৫ / ২০
নয়নতারা ফুলের মধু আহরণে ব্যস্ত প্রজাপতি। শিরোমনি, খুলনা, ১৫ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২০
সকালের আলোয় ধানখেতে খাবারের খোঁজে বের হয়েছে এক শিয়াল। চালিতাবাড়ি, বগুড়া, ১৫ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১৭ / ২০
পাহাড়ি কৃষক ঝুড়িভর্তি কলা মাথায় বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন। নোয়াপাড়া, বান্দরবান, ১৫ অক্টোবর
ছবি: মংহাইসিং মারমা
১৮ / ২০
শরৎ শেষে হেমন্তকাল দুয়ারে কড়া নাড়ছে। হেমন্ত মানে উত্তরজুড়ে ঠান্ডা শুরু হয়ে যাওয়া। তাই লেপ-তোশক বিক্রি করতে এখন মৌসুমি ব্যবসায়ীরা ছুটছেন গ্রামের দিকে। গঙ্গাচড়া, রংপুর, ১৫ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২০
শজনেগাছের ডালে বসে আছে ঘুঘু পাখি। হানসামাপাড়া, বান্দরবান, ১৫ অক্টোবর
ছবি: মংহাইসিং মারমা
২০ / ২০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ১৫ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম