বনের স্যাঁতসেঁতে জায়গায় জন্মায় এই বুনো ফুল। কাপ্তাই, রাঙামাটি, ৩০ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
নার্সারিতে টবের চাহিদা বেড়েছে। তাই টব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুমারেরা। দক্ষিণ মমিনপুর, রংপুর, ৩০ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৩ / ২১
বাজারে মুড়ির চাহিদা থাকে সব সময়। বরিশাল থেকে ট্রাকে করে ফরিদপুরে মুড়ি এনেছেন এক ব্যবসায়ী। গোয়ালচামট, ফরিদপুর, ৩০ এপ্রিলছবি: আলীমুজ্জামান
৪ / ২১
আকাশে একঝাঁক পানকৌড়ির ওড়াউড়ি। বানিয়াপাড়া, রংপুর, ৩০ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৫ / ২১
নদীতে শিকারের জন্য ওড়াউড়ি করছে চিল। সুরমা নদী, কিনব্রিজ, সিলেট, ৩০ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৬ / ২১
বাগানে ফুটে আছে রঙিন ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩০ এপ্রিলছবি: সাজেদুল আলম
৭ / ২১
প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশে রয়েছে অনেকগুলো কৃষ্ণচূড়াগাছ। বছরের এই সময়ে কৃষ্ণচূড়াগাছে ফুল ফোটে। এতে সড়কের সৌন্দর্য বেড়ে যায়। ভাগলপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ, ৩০ এপ্রিলছবি: তাফসিলুল আজিজ
৮ / ২১
সবুজের মধ্যে ফুটে আছে শুভ্র কুরচি ফুল। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ৩০ এপ্রিলছবি: হাসান মাহমুদ
৯ / ২১
ভ্যানে করে ঘুরে ঘুরে পাটকাঠি বিক্রি করছেন এই বিক্রেতা। আফুরিয়া, পাবনা, ৩০ এপ্রিলছবি: হাসান মাহমুদ
১০ / ২১
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদাপাথরে ঘুরতে আসেন পর্যটকেরা। শুষ্ক মৌসুমে পানি কম থাকায় প্রায় আধা কিলোমিটার হাঁটতে হয় পর্যটকদের। অনেকে এ পথটুকু ঘোড়ায় চড়ে যাওয়া-আসা করেন। সেখানে ঘোড়া নিয়ে পর্যটকদের অপেক্ষায় ঘোড়ার মালিক। কোম্পানীগঞ্জ, সিলেট, ৩০ এপ্রিলছবি: আনিস মাহমুদ
১১ / ২১
বাজারে এসেছে গ্রীষ্মের ফল লিচু ও জামরুল। প্রতি ১০০ লিচু ৪০০ টাকায় এবং জামরুল ৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন বিক্রেতা। সদর রোড, বরিশাল, ৩০ এপ্রিলছবি: সাইয়ান
১২ / ২১
পটুয়াখালীর দুমকী উপজেলায় জুলাই আন্দোলনের এক শহীদের কলেজছাত্রী মেয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার প্ররোচনা ও তাঁকে ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল, ৩০ এপ্রিলছবি: সাইয়ান
১৩ / ২১
ধু–ধু বালুচরের মধ্যে ঘোড়ার গাড়িতে চড়ে গন্তব্যে যাচ্ছেন এলাকাবাসী। পালডাংগি, ফরিদপুর, ৩০ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১৪ / ২১
গাছে ঝুলছে পরিপক্ব খেজুরের ছড়া। আর কদিন পরেই পাকতে শুরু করবে খেজুর। বাখরা, কাহালু, বগুড়া, ৩০ এপ্রিলছবি: সোয়েল রানা
১৫ / ২১
গৃহস্থের উঠানে বাঁশের ওপর আয়েশ করে বসে আছে মুরগি। প্রতাপপুর, কাহালু, বগুড়া, ৩০ এপ্রিলছবি: সোয়েল রানা
১৬ / ২১
সকালের আলোয় রূপ মেলে ধরেছে লাল শাপলা। বাংলাবাজার, পাবনা, ৩০ এপ্রিলছবি: হাসান মাহমুদ
১৭ / ২১
পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধ ও ময়লা পোড়ানোর ধোয়ায় দূষিত পরিবেশে ভোগান্তিতে পড়েন চলতি পথের যাত্রীরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল, লস্করপুর, পাবনা, ৩০ এপ্রিলছবি: হাসান মাহমুদ
১৮ / ২১
বাজারে পাটের দাম বেশ ভালো। মজুত করে রাখা পাট হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি মণ পাট প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ৮০০ টাকায়। ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, লস্করপুর, পাবনা, ৩০ এপ্রিলছবি: হাসান মাহমুদ
১৯ / ২১
বাইরে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলছেন বাসচালক। এতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার পাঠানীপুল এলাকা, চট্টগ্রাম, ৩০ এপ্রিলছবি: মামুন মুহাম্মদ
২০ / ২১
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সম্মান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নার্সিংয়ের শিক্ষার্থীরা। শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর (রেলগেট ), রাজশাহী, ৩০ এপ্রিলছবি:শহীদুল ইসলাম
২১ / ২১
হঠাৎ ঝুম বৃষ্টি নেমেছে। এর মধ্যে রিকশায় চড়ে বৃষ্টি উপভোগ করছেন তিন তরুণী। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩০ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ