১ / ১৪
খাবারের খোঁজে গাছে বসে আছে কাঠঠোকরা পাখিটি। যশোদল, সদর উপজেলা, কিশোরগঞ্জ, ১৯ অক্টোবর
ছবি: তাফসিলুল আজিজ
২ / ১৪
টিসিবির পণ্য বিক্রি শুরু হয় সকাল ৯টায়। কিন্তু সেই পণ্য কিনতে ভোরবেলা থেকে পৌরসভার তিনটি ওয়ার্ডের কার্ডধারী পরিবারের সদস্যদের ভিড়। পণ্য পাবেন কি না সে সংশয়ে সৃষ্টি হয় এই জটলা। ঢাকা রোড, দিলালপুর, পাবনা, ১৯ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৪
দীপাবলি উৎসবের আগে ব্যস্ত সময় কাটছে পাল সম্প্রদায়ের মানুষদের। মাটির প্রদীপ ও ঘট তৈরির পর তা রোদে শুকাচ্ছেন নারায়ণ চন্দ্র পাল ও তাঁর পরিবারের সদস্যরা। লক্ষ্মীপুর পালপাড়া, সদর উপজেলা, ফরিদপুর, ১৯ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৪
ওএমএসের দোকান খুলতে এখনো অনেক দেরি। কিন্তু একটু কম দামে চাল-আটা পাওয়ার আশায় সকালের আলো ফুটতে না ফুটতেই নিম্ন আয়ের মানুষেরা রাস্তায় এসে সারিবদ্ধ হয়ে বসে আছেন। মালগুদাম, ময়মনসিংহ, ১৯ অক্টোবর
ছবি: আনোয়ার হোসেন
৫ / ১৪
হেমন্তের শুরুতেই শীতের আমেজ। খেজুরগাছ থেকে রসও পাওয়া যাচ্ছে। সেই রস বিক্রি করতে গ্রামের পথে বেরিয়েছেন আবুল কাশেম। প্রতি গ্লাস বিক্রি করেন ১০ টাকায়। রস বিক্রি করে প্রতিদিন তাঁর আয় হয় ৫০০ থেকে ৬০০ টাকা। আমাশু, রংপুর, ১৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৪
বিলের পানি শুকিয়ে যাচ্ছে। সেই বিলে জাল ফেলে মাছ ধরছেন স্থানীয় এক ব্যক্তি। শিংগিমারী বিল, রংপুর, ১৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৪
ঠাকুরগাঁও সদর উপজেলার সুক নদীর বুড়ির বাঁধ (জলকপাট) অংশে মাছ ধরছেন স্থানীয় মানুষজন। ১৯ অক্টোবর
ছবি: মজিবর রহমান খান
৮ / ১৪
আগামী ২০ নভেম্বর শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যে বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে। আকর্ষণীয় ছাড়ে বিভিন্ন দেশের পতাকা বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন দরজি পান্না সরদার। একটি কিনলে আরেকটি পতাকা বিনা মূল্যে দিচ্ছেন তিনি। পতাকা কিনলে লাকি কুপন আর ফুটবল খেলার সময়সূচিসহ লোভনীয় সব ছাড়ও দিচ্ছেন। বিসিক এলাকা, বগুড়া শহর, ১৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৯ / ১৪
সকালবেলা টিকা বহন করার বক্স নিয়ে সাইকেলে চেপে গ্রামের বিভিন্ন ওয়ার্ডের টিকাকেন্দ্রে পোঁছে দিচ্ছেন স্বাস্থ্যকর্মী মোজাফফর ও রায়হানুল ইসলাম। মাটিডালি এলাকা, বগুড়া শহর, ১৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১০ / ১৪
শিশুটি রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে। খানজাহান আলী সেতু এলাকা, খুলনা, ১৯ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৪
খাবারের খোঁজে ফসলের মাঠে একঝাঁক বকপাখির ওড়াউড়ি। মহিষবাথান গ্রামের মাঠ, বগুড়া সদর, ১৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১২ / ১৪
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কমলপুর গ্রামে বেশ কয়েকটি বাটিকের শাড়ির কারখানা আছে। বাটিক শাড়ি এবং থ্রি–পিস কুমিল্লাসহ সারা দেশে সরবরাহ করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারেরা এসে এসব শাড়ি ও থ্রি-পিস নিয়ে যান। প্রতিটি শাড়ি বিক্রি হয় ৬০০ থকে ৭০০ টাকায়। প্রিন্ট করা শেষে বাটিকের এসব শাড়ি রোদে শুকাচ্ছেন কারিগরেরা। কমলপুর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১৯ অক্টোবর
ছবি: এম সাদেক
১৩ / ১৪
১০ তলা ভবনে রঙের কাজ করার জন্য দড়ি ঝুলিয়ে কোনো প্রকার নিরাপত্তা পোশাক ছাড়াই কাজ করছেন কয়েকজন শ্রমিক। দৈনিক ৮০০ টাকা মজুরির বিনিময়ে ঝুঁকিপূর্ণ এ কাজ করেন তাঁরা। এ কাজে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। রহমতগঞ্জ, চট্টগ্রাম, ১৯ অক্টোবর
ছবি: সৌরভ দাশ
১৪ / ১৪
গত সোমবার মাসুদ নামের এক শ্রমিককে ছুরিকাঘাত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে পণ্য ওঠানামা বন্ধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকেরা। খাতুনগঞ্জ, চট্টগ্রাম, ১৯ অক্টোবর
ছবি: জুয়েল শীল