কুমিল্লা আদর্শ সদর উপজেলার কমলপুর গ্রামে বেশ কয়েকটি বাটিকের শাড়ির কারখানা আছে। বাটিক শাড়ি এবং থ্রি–পিস কুমিল্লাসহ সারা দেশে সরবরাহ করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারেরা এসে এসব শাড়ি ও থ্রি-পিস নিয়ে যান। প্রতিটি শাড়ি বিক্রি হয় ৬০০ থকে ৭০০ টাকায়। প্রিন্ট করা শেষে বাটিকের এসব শাড়ি রোদে শুকাচ্ছেন কারিগরেরা। কমলপুর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১৯ অক্টোবরছবি: এম সাদেক