১ / ২০
ধানখেতের আল ধরে পাকা আউশ ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। হরিরামপুর, শিবগঞ্জ, বগুড়া, ৫ অক্টোবর
ছবি: সোয়েল রানা
২ / ২০
গ্রামের মাঠে কাজ করছেন একদল কৃষক। সেখানে ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছে বক। বড় নারায়ণপুর, শিবগঞ্জ, বগুড়া, ৫ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৩ / ২০
কাক বা চড়ুইজাতীয় পাখিকে ভয় দেখানোর জন্য মাঠের মধ্যে পুঁতে রাখা হয় কাকতাড়ুয়া। খেতের ফসলের জন্য ক্ষতিকর পাখি তাড়ানোর জন্য মূলত কাকতাড়ুয়া দাঁড় করিয়ে রাখা হয়। সেখানে বসে আছে এক ফিঙে। হরিরামপুর, শিবগঞ্জ, বগুড়া, ৫ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৪ / ২০
বাড়ন্ত ফুলকপি খেতে পরিচর্যায় ব্যস্ত একদল কৃষক। হরিরামপুর, শিবগঞ্জ, বগুড়া, ৫ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৫ / ২০
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী-কাশিমপুর সড়ক বেহাল। সড়কের বেশির ভাগ অংশে বড় বড় খানাখন্দ, জমে আছে বৃষ্টির পানি। কোনাবাড়ী থানা এলাকার সামনের চিত্র। ৫ অক্টোবর
ছবি: মাসুদ রানা
৬ / ২০
বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা। চেলোপাড়া কালীমন্দির, বগুড়া, ৫ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৭ / ২০
সংস্কারকাজের কারণে বারপাড়া থেকে জিংলাতলী পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৫ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ২০
চাতালে ধান শুকাচ্ছেন শ্রমিকেরা, অন্যদিকে একঝাঁক কবুতর খাবার খেতে ব্যস্ত। সিমলা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
৯ / ২০
কুমিল্লা আদর্শ সদর উপজেলার চৌয়ারা বাজারের সড়কের পাশে আন্তা, ওরা, খাছিসহ বাঁশ–বেতের সামগ্রী নিয়ে বসেছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। এখন চাহিদা কম, তারপরও জীবিকার জন্য বসতে হচ্ছে এ সড়কের পাশে। চৌয়ারা বাজার, কুমিল্লা, ৫ অক্টোবর
ছবি: এম সাদেক
১০ / ২০
সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার প্রধান সড়ক এটি। দীর্ঘদিন ধরে রেলওয়ে স্টেশনে প্রবেশমুখ অংশের সড়ক ভাঙাচোরা অবস্থায় রয়েছে। সংস্কার না করা সড়কে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। পানি জমে থাকায় ভাঙাচোরা গর্তে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। অনেক সময় যানবাহন উল্টে যায়। স্টেশন রোড, সিলেট, ৫ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১১ / ২০
খামার থেকে পাইকারি দরে বাসের ছাদে ডিম আনা হয়েছে। আড়তে পাইকারি ও খুচরা দরে বিক্রি হবে ডিম। বাসের ছাদ থেকে ডিম নামাচ্ছেন শ্রমিক। ভার্থখলা, সিলেট, চলছে। ৫ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১২ / ২০
উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেল চালু হওয়ার কথা ডিসেম্বরে, রাজধানীর আগারগাঁও-তালতলা এলাকায় মেট্রোরেলের নিচের সড়ক বিভাজনে ফুলের গাছ লাগিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। ৫ অক্টোবর
ছবি: খালেদ সরকার
১৩ / ২০
দুর্গা দেবীর বিসর্জনের আগে নেচেগেয়ে দেবীকে বিদায় দিচ্ছেন ভক্তরা। করুণাময়ী কালীবাড়ি মন্দির, তালতলা, রংপুর, ৫ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২০
কাশফুল দেখতে এসেছিল দুই ভাইবোন। ঘোরাঘুরি শেষে ফেরার পথে কিছু কাশফুল বাড়িতে নিয়ে যাচ্ছে। সবুজবাগ, খুলনা, ৫ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২০
যুবলীগের সম্মেলন উপলক্ষে সড়কজুড়ে তোরণ নির্মাণ করা হয়েছে। সৈয়দ মুজতবা আলী সড়ক, মৌলভীবাজার, ৫ অক্টোবর
ছবি: প্রথম আলো
১৬ / ২০
প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বছিলা, তুরাগ নদ, ৫ অক্টোবর
ছবি: সাজিদ হোসেন
১৭ / ২০
কারখানায় তৈরি কাগজের বোর্ড রোদে শুকাচ্ছেন দুই নারী শ্রমিক। বেতিলা, মানিকগঞ্জ, ৫ অক্টোবর
ছবি: আব্দুল মোমিন
১৮ / ২০
মাঠে দল বেঁধে ফুটবল খেলেছে শিশু-কিশোরের দল। ক্লান্ত শরীরে স্বস্তির জন্য মাঠ থেকে বাড়ি ফেরার পথে পুকুরে গোসল করতে নেমেছে। সেখানেও ফুটবল নিয়ে দুরন্তপনায় মেতেছে তারা। উপরপাড়া, সিলেট, ৫ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২০
বাজারে গাড়ির চাকার রিমের চাহিদা আছে। আকার ও মানভেদে প্রতি সেট নতুন রিম (৪টা) ২৩ হাজার থেকে ৪৫ হাজার এবং রিকন্ডিশনড ১২ হাজার থেকে ২০ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে। বিজয়নগর, ঢাকা, ৫ অক্টোবর
ছবি: আশরাফুল আলম
২০ / ২০
ফুটবলপ্রেমী মাসুদ রানা বল নিয়ে রাজধানীর মাঠ ও সড়কে খেলা দেখান। ছোটবেলা থেকেই কসরতের মধ্য দিয়ে এই খেলা রপ্ত করেছেন। আর্জেন্টিনার সমর্থক হওয়ায় দলীয় জার্সি পরে খেলা দেখাচ্ছেন তিনি। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা ৫ অক্টোবর
ছবি: আশরাফুল আলম