বাজারে বিক্রির জন্য ট্রাক ভরে কাঁঠাল আনা হয়েছে। কদমতলী, সিলেট, ৬ মে।ছবি: আনিস মাহমুদ
৭ / ২০
খেত থেকে কেটে আনা ধান বাড়ির উঠানে যন্ত্রে মাড়াই করছেন কৃষক দম্পতি। বদরপুর, কৈজুরী, ফরিদপুর, ৬ মেছবি: আলীমুজ্জামান
৮ / ২০
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছেন দলটির নেতা-কর্মীরা। বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা, ৬ মে। ছবি: তানভীর আহাম্মেদছবি: আলীমুজ্জামান
৯ / ২০
৯গুড় তৈরির জন্য তালের রস জ্বাল দিচ্ছেন এক নারী। পারচর, কৃষ্ণনগর, ফরিদপুর, ৬ মেছবি: আলীমুজ্জামান
১০ / ২০
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ৬ মেছবি: সাজিদ হোসেন
১১ / ২০
বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে থাকা একটি বড় মেহগনিগাছ। এরপর গাছটি দেখতে ও ছবি তুলতে ভিড় করেন অনেকে। কলেজ ক্যাম্পাস, পাবনা, ৬ মেছবি: হাসান মাহমুদ
১২ / ২০
কিছুদিন পরই পানিতে টইটম্বুর হয়ে যাবে হাওরের এসব জায়গা। তবে শুষ্ক মৌসুমে এসব জায়গা গবাদিপশুর চারণভূমি হয়ে ওঠে। মিঠামইন, কিশোরগঞ্জ, ৫ মেছবি: তাফসিলুল আজিজ
১৩ / ২০
ঘরে তুলে রাখা শর্ষে ধুয়ে পরিষ্কার করে বাড়ির উঠানে রোদে শুকাচ্ছেন এক গৃহবধূ। এরপর ভাঙানোর জন্য সেগুলো পাঠানো হবে মিলে। জয়নগর, বোয়ালমারী, ফরিদপুর, ৬ মেছবি: আলীমুজ্জামান
১৪ / ২০
বান্দরবানের থানচিতে এক নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল। আদালত সড়ক, খাগড়াছড়ি, ৬ মেছবি: জয়ন্তী দেওয়ান
১৫ / ২০
৪৩তম বিসিএসের গেজেট–বঞ্চিতদের গেজেটভুক্ত করার দাবিতে অনশনরতদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ। রাজু ভাস্কর্য, ঢাকা, ৬মেছবি: প্রথম আলো
১৬ / ২০
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য ও সহ–উপাচার্যকে অপসারণ করা হলেও শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ক্লাস নিচ্ছেন না শিক্ষকেরা। ফাঁকা শ্রেণিকক্ষের আসবাবে জমেছে ধুলা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৬ মেছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২০
ঝরে পড়া কনকচূড়া ফুলে সড়কে তৈরি হয়েছে ফুলেল গালিচা। মনিপুরিপাড়া, ঢাকা, ৬ মেছবি: জাহিদুল করিম
১৮ / ২০
বছরের প্রায় পুরোটাজুড়েই নিজের বাড়ির সামনের দোকানে আখের রস বিক্রি করেন আবদুল মোতালেব। জানান, সারা বছরই তাঁর জমিতে আখের চাষ হয়। গাজীপুর খেয়াঘাট, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ৬ মেছবি: আবদুর রহমান
১৯ / ২০
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কিন্তু তাতেও থেমে থাকে না জীবিকার লড়াই। পলিথিন দিয়ে মাথার ওপর ছাউনি তৈরি করে ইট ভাঙছেন এক দিনমজুর। খটখটিয়া, রংপুর, ৬ মেছবি: মঈনুল ইসলাম
২০ / ২০
এবার কিছুটা আগেই বৃষ্টি হচ্ছে। নানা রকমের গাছের চারা রোপণও শুরু করেছেন অনেকেই। সাইকেলে করে গাছের চারা বিক্রি করতে গ্রামের পথে ঘুরছেন এই মৌসুমি ব্যবসায়ী। পান্ডারদীঘি, রংপুর, ৬ মেছবি: মঈনুল ইসলাম