বৃষ্টিতে পাকা ধানখেতে পানি জমেছে। পানিতে নেমে ধান কাটছেন কৃষক। নাজিরদিগর, রংপুর, ২৮ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
২ / ২০
বাঁশের ওপর একটি শালিক পাখি। মানরা, মানিকগঞ্জ, ২৮ এপ্রিলছবি: আবদুল মোমিন
৩ / ২০
লিচু খেতে গাছের মগডালে এসে বসেছে একটি বুলবুলি পাখি। রাঙাদ্বীপ রিসোর্ট, রাঙামাটি, ২৮ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
কণ্ঠীনালা নদীর বাঁধের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে নির্মিত পাকা সড়ক দিয়ে গ্রামের কয়েক হাজার লোক উপজেলা সদরে চলাচল করে। ওই সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানে হাকালুকি হাওরের বোরো ফসল পরিবহন করা হয়। সড়কের একাংশ ধসে পড়ায় লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। পশ্চিম বেলাগাঁও, জুড়ী, মৌলভীবাজার, ২৮ এপ্রিলছবি: কল্যাণ প্রসূন
আইসক্রিম বিক্রির জন্য বের হয়েছেন বিক্রেতা, বৈশাখের তপ্ত দুপুরে বেশ ভালো বিক্রি হয় এসব আইসক্রিম। বালিয়াহালট, পাবনা, ২৮ এপ্রিলছবি: হাসান মাহমুদ
১৩ / ২০
নদীপথে ট্রলারে করে বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে। পানখালী, দাকোপ, খুলনা, ২৮ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২০
খেত থেকে ধান কেটে মাথায় করে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। সড়কপথ না থাকায় ধানের আঁটিগুলো নৌকায় তোলা হচ্ছে পানিপথে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য। বহরমপুর, ঝালকাঠি, বরিশাল, ২৮ এপ্রিলছবি: সাইয়ান