আর্জেন্টিনার সমর্থক দম্পতি আফজাল মুন্সি ও আঞ্জুমান আরা মুন্নি তাঁদের একতলা বাড়ির ভেতর, বাহির ও মূল ফটকের প্রাচীর আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন করে তুলেছেন। ফুল গাছের টবেও প্রিয় দলের পতাকা ফুটিয়ে তুলেছেন এই দম্পতি। কলেজ রোড, গলাচিপা, নারায়ণগঞ্জ। ২১ নভেম্বরছবি: দিনার মাহমুদ