একঝলক (১৪ মার্চ, ২০২৩)

১ / ১৯
বাগানে ফুলগাছের পরিচর্যা করছেন ছাইফুল ভান্ডারী। গণকবরের ফুলবাগান, শাহ মোস্তফা সড়ক, মৌলভীবাজার, ১৩ মার্চ
ছবি: প্রথম আলো
২ / ১৯
জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। জগ্ননাথপুর, সদর উপজেলা, কুমিল্লা, ১৪ মার্চ
ছবি: এম সাদেক
৩ / ১৯
ঠোঁটে খাবার নিয়ে মরা ডালে বসে আছে একটি পাখি। নারায়ণখালী, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১৪ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৯
দুষ্টুমির ছলে মুখে মুখোশ পরেছে এক তরুণ। নৈয়ার-কাটারাপাড়া সড়ক, কয়রাপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ মার্চ
ছবি: আবদুর রহমান
৫ / ১৯
রেললাইন ধরে হাঁটছে দুই কিশোর। একজন ব্যস্ত হাতে থাকা মুঠোফোন নিয়ে। রেললাইন দিয়ে এমন চলাচলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। মোমিনখলা এলাকা, সিলেট, ১৪ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৯
মাছ ধরার চাঁই বিক্রির জন্য হাটে নেওয়া হচ্ছে। আলিপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৪ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ট্রাকে করে আনা আনারস বিক্রির জন্য রাখা হচ্ছে সিলেট নগরের কদমতলী এলাকায়। আকারভেদে এক হালি আনারস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। কদমতলী, সিলেট, ১৩ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৯
বীজ তৈরির জন্য অনেক কৃষক পেঁয়াজ ফুল সংরক্ষণ করেন। এই বীজ থেকে পরের বছর চারা তৈরি করে বিক্রি করা হবে। পুন্ডুরিয়া, করমজা, সাঁথিয়া, পাবনা, ১৪ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৯
‘কৃষি প্রযুক্তি মেলার’ আয়োজন করেছে পাবনা সদর উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলায় ছয়টি স্টলে বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি কৃষকদের মধ্যে ৫৭ লাখ ৪০ হাজার টাকার সার ও বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা চত্বর, পাবনা, ১৪ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৯
চলছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। এ উপলক্ষে শিক্ষা মেলা ও উপকরণ প্রদর্শনীর আয়োজন করেছে বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালকের কার্যালয়। মেলায় বিভিন্ন উপজেলা থেকে শিক্ষা উপকরণ প্রদর্শন করা হয়। নব আদর্শ বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল নগর, ১৪ মার্চ
ছবি: সাইয়ান
১১ / ১৯
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড়ে শিক্ষার্থীরা। ১৪ মার্চ
ছবি: প্রথম আলো
১২ / ১৯
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে কীর্তনখোলা নদীতীরের ত্রিশ গোডাউন এলাকায় মানববন্ধন করে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদ্‌যাপন সম্মিলিত উদ্যোগ। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার নিয়ে নদীর তীরে অবস্থান নেন। বরিশাল নগর, ১৪ মার্চ
ছবি: সাইয়ান
১৩ / ১৯
স্কুলে টিফিনের বিরতিতে দুরন্তপনায় শিক্ষার্থীরা। উত্তর কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, সদর উপজেলা, রাঙামাটি, ১৪ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৯
বর্ষায় নদী, হাওর ও খাল-বিলে চলাচলে কদর থাকে নৌকার। তবে শুষ্ক মৌসুমে পানি কম থাকায় অনেক স্থানে এখন আর নৌকা চলছে না। হাওরে অলস পড়ে থাকা নৌকা মেরামতের জন্য ভ্যানে করে বাড়ি নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। আসছে বর্ষায় নতুন পানিতে আবার চলবে এই নৌকা। লালাবাজার এলাকা, দক্ষিণ সুরমা উপজেলা, সিলেট, ১৪ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৯
নদীপথে নৌকায় করে তুষের বস্তা আনা হয়েছে সিলেট নগরে। বস্তাগুলো নামাচ্ছেন শ্রমিকেরা। চালকলে ধান সেদ্ধ করতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে এসব তুষ। শেখঘাট এলাকা, সুরমা নদী, সিলেট, ১৪ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৯
ট্রাকভর্তি তুষের বস্তা। সামনে ঝুঁকি নিয়ে বসে গন্তব্যে যাচ্ছেন দুই শ্রমিক। এমন যাতায়াতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকা, সিলেট-টাকা-মহাসড়ক, সিলেট, ১৪ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৯
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের কর্মীরা লোহার রড, কাঠের টুকরা নিয়ে পুলিশের সামনেই প্রতিপক্ষকে ধাওয়া করতে থাকেন। বেলা দেড়টা, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম, ১৪ মার্চ
ছবি: জুয়েল শীল
১৮ / ১৯
ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা মেট্রোরেলের পিলারে পোস্টার-ব্যানার লাগাচ্ছেন হরদম। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ১৪ মার্চ
ছবি: সাজিদ হোসেন
১৯ / ১৯
খেত থেকে নতুন আলু তুলে স্তূপ করে রাখা হচ্ছে। পরে তা বস্তায় ভরে বিক্রির জন্য পাঠানো হবে। সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ১৪ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ