ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে সকাল ৮টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা সংঘর্ষ চলে। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২৫ জুলাইছবি: প্রথম আলো
২ / ২৩
বর্ষার ফুল কদম। গাছে ফুটে থাকা কদম ফুল প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে। সেউজগাড়ী কৃষিফার্ম এলাকা, বগুড়া, ২৫ জুলাইছবি: সোয়েল রানা
৩ / ২৩
সড়কে ও সড়ক বিভাজকে লাগানো গাছে পানি ছিটাচ্ছেন সিটি করপোরেশনের কর্মীরা। চাষাঢ়া এলাকা, নারায়ণগঞ্জ, ২৫ জুলাইছবি: দিনার মাহমুদ
৪ / ২৩
মাসের শেষদিকে বাসাবদলের এমন দৃশ্য প্রায়ই চোখে পড়ে। সেউজগাড়ী আমতলা, বগুড়া, ২৫ জুলাইছবি: সোয়েল রানা
৫ / ২৩
আবদুল হাকিম প্লাস্টিকের তৈজসপত্র, খেলনা, মেয়েদের সাজার সামগ্রী সাইকেলে চাপিয়ে মহল্লায় মহল্লায় বিক্রি করতে নেমেছেন। এ কাজে প্রতিদিন তাঁর আয় ৩৫০ টাকার মতো। বাদমতলা, খুলনা, ২৫ জুলাইছবি: সাদ্দাম হোসেন
৬ / ২৩
পদ্মার বুকে রোদের ছটা। চর বরাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ জুলাইছবি: এম রাশেদুল হক
৭ / ২৩
পিরোজপুরের স্বরূপকাঠি থেকে রেইনট্রি, আম, কাঁঠালসহ নানা ধরনের গাছ কেটে ট্রলারে করে খুলনায় আনা হয়েছে। ট্রলার থেকে এসব গাছ ওপরে তুলছেন শ্রমিকেরা। এ শ্রমিকেরা মাসে ১৬ হাজার টাকা বেতন পান। আসবাব তৈরির জন্য প্রথমেই খুলনার বিভিন্ন স মিলে নিয়ে যাওয়া হবে গাছগুলো। কেবলঘাট, খুলনা, ২৫ জুলাইছবি: সাদ্দাম হোসেন
৮ / ২৩
সাতসকালে গবাদিপশুর জন্য নেপিয়ার ধঞ্চেসহ বিভিন্ন ধরনের ঘাস বিক্রি করতে আনা হয় এখানে। পৌর জামতলা বাজার, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ জুলাইছবি: এম রাশেদুল হক
৯ / ২৩
স্কুল ছুটি শেষে বাড়ির আঙিনায় মাটিতে বসে ক্যারম খেলায় মেতে উঠেছে তিন শিশু। ডুমুরিয়া চানপুর এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ২৫ জুলাইছবি: এম সাদেক
১০ / ২৩
জমিতে কাজ করতে এসে গরমে ক্লান্ত হয়ে সেতুর নিচে ঘুমিয়ে পড়েছেন এই কৃষক। গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু, রংপুর, ২৫ জুলাইছবি: মঈনুল ইসলাম
১১ / ২৩
শ্রাবণের প্রখর রোদে অতিষ্ঠ জনজীবন। খেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে রোদ থেকে রক্ষা পেতে কলাপাতা মাথায় দিয়ে চলেছেন এক কৃষক। জালুয়াপাড়া এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ২৫ জুলাইছবি: এম সাদেক
১২ / ২৩
তীব্র রোদে ছাতা মাথায় ধানের চারা নিয়ে জমিতে যাচ্ছেন এই চাষি। বুড়াইল এলাকা, রংপুর, ২৫ জুলাইছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৩
নারকেলগাছে বাঁধা বাসার ওপরে বসে আছে বাবুই পাখি। পশ্চিম থানাপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৫ জুলাইছবি: পলাশ বড়ুয়া
১৪ / ২৩
এক স্কুল শিক্ষার্থীসহ দুই শিশুকে নিয়ে গন্তব্যে যাচ্ছেন অভিভাবক। কারও মাথায় নেই হেলমেট। সিলেট-তামাবিল মহাসড়ক, শাহপরান গেট এলাকা, সিলেট, ২৫ জুলাইছবি: আনিস মাহমুদ
১৫ / ২৩
শিশু দিবাযত্ন কেন্দ্র। এখানে নিম্নবিত্ত কর্মজীবী পরিবারের ছেলেমেয়েদের রাখা হয়। শিশুদের পড়ালেখা করান ও খাওয়ান এখানকার শিক্ষকেরা। মোমেনবাগ আবাসিক এলাকা, চট্টগ্রামছবি: জুয়েল শীল
১৬ / ২৩
বাগানের মেঠো পথ ধরে চা-বাগানে যাচ্ছেন একদল নারী চা-শ্রমিক। খাদিম চা-বাগান, সিলেট, ২৫ জুলাইছবি: আনিস মাহমুদ
১৭ / ২৩
নালার ময়লা-আবর্জনার পাশে স্থাপন করা হয়েছে ওয়াসার পানির পাইপ। সেখান থেকে পানি নিয়ে জীবন যাপন করে অন্তত ৫০টি পরিবার। চাপ না থাকায় পানি নিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বাসিন্দাদের। বেলা ১টা, আগ্রাবাদ রঙ্গিপাড়া, চট্টগ্রাম, ২৫ জুলাইছবি: জুয়েল শীল
১৮ / ২৩
বাজারে নতুন পাট আসায় গুদামে মজুত করে রাখা গত বছরের পাট এখন মিলে পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। ৩ হাজার টাকা মণ ধরে কেনা পাট এখন ২ হাজার ৭০০ টাকায় মিলে সরবরাহ করছেন বলে জানিয়েছেন তাঁরা। কৃষ্ণপুর এলাকা, সদরপুর, ফরিদপুর, ২৫ জুলাইছবি: আলীমুজ্জামান
১৯ / ২৩
পানির অভাবে আমন ধানের খেতের মাটি ফেটে যাওয়া জমি দেখছেন কিষানি সোনালি মারডি। ডহললাঙ্গী গ্রাম, গোদাগাড়ী, রাজশাহী, ২৫ জুলাইছবি: প্রথম আলো
২০ / ২৩
পড়ন্ত বেলায় গ্রামীণ মাঠে কানামাছি খেলায় মেতেছে একদল শিশু-কিশোর। পদ্মপাড়া গ্রাম, গাবতলী, বগুড়া, ২৫ জুলাইছবি: সোয়েল রানা
২১ / ২৩
চলছে পাট কাটার মৌসুম। খেত থেকে পাট কেটে এনেছেন কৃষক। বাঁকপুড়া এলাকা, ভাঙ্গা, ফরিদপুর, ২৫ জুলাইছবি: আলীমুজ্জামান
২২ / ২৩
শিকারের অপেক্ষায় তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ঠায় দাঁড়িয়ে আছে কানিবকটি। মাছ প্রধান খাবার হলেও ছোট ব্যাঙ, সাপ, জলজ পোকামাকড়ও শিকার করে খায় এরা। ইসলামপুর, হিমাইতপুর, পাবনা, ২৫ জুলাইছবি: হাসান মাহমুদ
২৩ / ২৩
ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন বাড়ছে নতুন রোগীর সংখ্যা। আর আক্রান্তের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অলস সময় কাটছে মুঠোফোন দেখে। বেলা সাড়ে ১১টা, মা ও শিশু হাসপাতাল, আগ্রাবাদ, চট্টগ্রাম, ২৫ জুলাইছবি: সৌরভ দাশ