ঝোপে ফুটেছে সাদা রঙের বিষকাটালি ফুল। বিবির বাজার, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ৪ জানুয়ারিছবি: জিয়া ইসলাম
২ / ২০
স্ল্যাবের ওপর জমে থাকা পানিতে গোসলে মগ্ন চড়ুইয়ের দল। শিববাড়ী মোড়, খুলনা, ৪ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৩ / ২০
সবজিখেতে পানি দিচ্ছেন এক কৃষক। কুন্ডারচর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ৪ জানুয়ারিছবি: জিয়া ইসলাম
৪ / ২০
কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা। কোমরপুর, ফরিদপুর, ৪ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
৫ / ২০
খেত থেকে গাজর তোলার পর তা আড়তে পাঠাতে বস্তায় ভরে রাখা হয়েছে। ভাড়ইমারি, ঈশ্বরদী, পাবনা, ৪ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
৬ / ২০
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) খামারে সূর্যমুখী ফুল। ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। অনেকে স্মৃতি ধরে রাখছেন মুঠোফোনে। ডোমরাকান্দি, ফরিদপুর, ৪ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
৭ / ২০
খেত থেকে হলুদ তুলে তা শুকানোর আগে সেদ্ধ করার কাজে ব্যস্ত কয়েকজন। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৪ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
৮ / ২০
সিলেট-সুনামগঞ্জ সড়কের এক পাশ দখল করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন খুচরা বিক্রেতারা। ফলে ব্যস্ততম সড়কটিতে লেগে থাকে যানজট। ভোগান্তি নিয়ে পথ চলতে হয় পথচারীদের। মদিনা মার্কেট, সিলেট, ৪ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
৯ / ২০
মাছ ধরতে জলাশয়ে বয়া বাঁধা জাল ফেলা হয়েছে। কাবুক্কে, রাঙামাটি, ৪ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২০
টানা কয়েক দিন পর ঝলমলে রোদ উঠেছে। শীতও কম। বাড়ির উঠানে মনের আনন্দে খেলছে তিন শিশু। আমাশু, রংপুর, ৪ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১১ / ২০
শীতের শেষ দিকে ঝরতে শুরু করেছে গাছের পাতা। আগমনী বার্তা দিচ্ছে ঋতুরাজ বসন্ত। দলদলি রবারবাগান, সিলেট, ৪ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
১২ / ২০
মনু নদের পানি কমে গেছে। জেগেছে বালুর চর। সেখানে বালু নিয়ে খেলায় ব্যস্ত একদল শিশু। গজভাগ, কুলাউড়া, মৌলভীবাজার, ৪ ফেব্রুয়ারিছবি: কল্যাণ প্রসূন
১৩ / ২০
খেতে ফুটে রয়েছে হলুদ সর্ষে ফুল। কেরানীগঞ্জ, ঢাকা, ৪ ফেব্রুয়ারিছবি: জিয়া ইসলাম
১৪ / ২০
সড়ক বিভাজক হিসেবে ব্যবহারের জন্য সিমেন্টের তৈরি ব্লক ফেলে রাখা হয়েছে ফুটপাতে। এতে পথচারী চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা, ৪ ফেব্রুয়ারিছবি: আশরাফুল আলম
১৫ / ২০
ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে মুড়ির ওপর বোম্বাই মরিচ সাজিয়ে রেখেছেন ঝালমুড়িওয়ালা। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ, ৪ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
১৬ / ২০
ছয় মাসের বেশি সময় ধরে চলছে পয়োনালা সংস্কারের কাজ। বিশালাকার গর্তে নেই কোনো নিরাপত্তাবেষ্টনী। পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীসহ পথচারীরা। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। উত্তর মুগদাপাড়া, ঢাকা, ৪ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
১৭ / ২০
রঙিন ফুলের ওপর বসেছে বাহারি প্রজাপতি। কুমিল্লা জেলা পরিষদ বাগান, ৪ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
১৮ / ২০
প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার তিন মাস পরও চালু হয়নি টিটিপাড়ায় আন্ডারপাস। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় থাকা নির্মাণাধীন এই আন্ডারপাসের কারণে টিটিপাড়া-কমলাপুরগামী সড়ক বন্ধ রয়েছে। ফলে এ সড়ক দিয়ে চলাচলকারীদের কয়েক কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। কমলাপুর, ঢাকা, ৪ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
১৯ / ২০
খেত থেকে তুলে আড়তে নেওয়ার জন্য গাড়িতে সাজিয়ে রাখা হচ্ছে ফুলকপি। ফাগইল, সিলেট, ৪ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
২০ / ২০
দীর্ঘদিন ধরে মিরপুরের ৬০ ফিট সড়কের বিভিন্ন জায়গায় চলছে খোঁড়াখুঁড়ির কাজ। ফলে সব সময়ই ধুলায় আচ্ছন্ন হয়ে থাকে চারপাশ। এর মধ্য দিয়েই প্রতিদিন ভোগান্তি নিয়ে চলাচল করেন পথচারীরা। দক্ষিণ পীরেরবাগ, মিরপুর, ঢাকা, ৪ ফেব্রুয়ারিছবি: আশরাফুল আলম