একঝলক (২ মার্চ ২০২৫)

১ / ১০
শাপলা ফুলের ওপর বসে আছে ফড়িং। হানসামা, বান্দরবান, ২ মার্চ
ছবি: মংহাইসিং মারমা
২ / ১০
এখন গরমের মৌসুম শুরু হচ্ছে। তাই প্লাস্টিকের তৈরি মাদুর বিক্রি করতে গ্রামের দিকে যাচ্ছেন এই মৌসুমি ব্যবসায়ী। গঙ্গাচড়া, রংপুর, ২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১০
বসন্তে গাছপালায় নতুন পাতা গজায়। তবে পাকুড়গাছটি এখনো পত্রপল্লবহীন। সাজেক, রাঙামাটি, ২ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১০
সপ্তম জাতীয় ভোটার দিবস উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা। দাউদকান্দি, কুমিল্লা, ২ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১০
তিস্তা নদীতে বালুর নিচে লুকিয়ে থাকা মাছ ধরছে একদল শিশু কিশোর। গঙ্গাচড়া, রংপুর, ২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
ভৈরব নদে ভাটার পানিতে জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। ৫ নম্বর ঘাট, খুলনা, ২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১০
রমজানে কলার চাহিদা বেড়েছে। পাইকারি চাপা কলা সাড়ে তিন টাকা আর সাগর কলা সাড়ে চার টাকা প্রতিটি বিক্রি হচ্ছে। ফেরিঘাট, খুলনা, ২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১০
সাদা বকের সারি। বড় হাওর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
৯ / ১০
প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে ও আন্তক্যাডার বৈষম্য নিয়ন্ত্রণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শিক্ষা ভবন প্রাঙ্গণ, ঢাকা, ২ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১০
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি করছে। ভ্রাম্যমাণ গাড়িতে এসব পণ্য কিনতে ভিড় করেছেন ক্রেতারা। খামারবাড়ি, ঢাকা ২ মার্চ
ছবি: আশরাফুল আলম