একঝলক (৭ অক্টোবর ২০২৫)

১ / ২৩
শোভা ছড়াচ্ছে বুনোফুল। দীঘলছড়ি মুখ, বরকল, রাঙামাটি, ৭ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৩
শরতের কুয়াশাঢাকা সকালে অনুশীলনে ব্যস্ত ফুটবলাররা। আলতাফুন্নেছা মাঠ, বগুড়া, ৭ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৩ / ২৩
কাপ্তাই হ্রদের ডুবো দ্বীপে বাঁশের খুঁটি গেড়ে বেড়াজালের স্থায়ী ডিপো তৈরি করে মাছ আহরণ করছেন জেলেরা। লংগদু কাট্টলি, রাঙামাটি, ৭ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৩
কুয়াশায় মোড়ানো সকালে পার্কে ব্যায়াম করছেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা। এডওয়ার্ড পার্ক, বগুড়া, ৭ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৫ / ২৩
সিলেটের গোলাবাজারে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হলে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়; পরে চালু হয়। দক্ষিণ সুরমা, মোগলাবাজার, সিলেট, ৭ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৬ / ২৩
পাট যাচাই-বাছাই শেষে রপ্তানিযোগ্য করে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। রেলগেট, খুলনা, ৭ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২৩
ধানের কচি পাতায় বসেছে একটি ফড়িং। কয়ড়া, মানিকগঞ্জ, ৭ অক্টোবর
ছবি: আবদুল মোমিন
৮ / ২৩
গাছের শুকনো ছাল ঠুকছে কাঠঠোকরা পাখি। শিরোমনি, খুলনা, ৭ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৩
খাবারের খোঁজে বক। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ৭ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১০ / ২৩
ছাদবাগানের গাছে ফুটেছে বকফুল। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ৭ অক্টোবর।
ছবি: আলীমুজ্জামান
১১ / ২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেন সাংবাদিকেরা। প্রেসক্লাব, ময়মনসিংহ, ৭ অক্টোবর
ছবি: মোস্তাফিজুর রহমান
১২ / ২৩
ছাদবাগানে রক্তজবা ফুটেছে। এই ফুলের অনেক ঔষধি গুণও আছে। আয়ুর্বেদিক চিকিৎসায় এর ব্যবহার হয়ে আসছে। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ৭ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১৩ / ২৩
কুমারবাড়ি থেকে ভ্যানে করে দইয়ের পাত্র সাজিয়ে নিচ্ছেন একজন ব্যবসায়ী। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
১৪ / ২৩
বনে খাবারের অভাবে লোকালয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খেতের ফসল খাচ্ছে হনুমান। আজলবেড়া, ফরিদপুর, ৭ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১৫ / ২৩
চরের খেত থেকে ক্যাপসিকাম তুলছেন চাষীরা। মাঝের চর, ভোলা, ৭ অক্টোবর
ছবি: নেয়ামতউল্যাহ
১৬ / ২৩
হাওরের বুক চিড়ে ছুটে চলছে নৌকা। ইটনা হাওর, কিশোরগঞ্জ, ৬ অক্টোবর
ছবি: তাফসিলুল আজিজ
১৭ / ২৩
বাতাসে দোলা দিচ্ছে শরতের কাশফুল। এর ভেতর খাবারের সন্ধানে মুনিয়া পাখি। বিসিক শিল্পনগরী, পাবনা, ৭ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২৩
শিম উৎপাদনের জন্য পাবনার আটঘরিয়া উপজেলা শিমসাগর হিসেবে পরিচিতি পেয়েছে। বাগান থেকে আগাম জাতের শিম তুলছেন এক নারী। খিদিরপুর, আটঘরিয়া, পাবনা, ৭ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২৩
কিশোর আলোর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির খুদে খেলোয়াড়দের উপহার দিচ্ছেন কিশোর আলোর সম্পাদক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। রানীশংকৈল, ঠাকুরগাঁও, ৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৩
দিঘিতে প্যাডেল নৌকা চালাচ্ছে দুই কিশোর। রাণীসাগর, ঠাকুরগাঁও, ৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৩
ভোটারদের কাছে নিজের ব্যালট তুলে ধরছেন রাকসু নির্বাচনের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজশাহী, ৭ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
২২ / ২৩
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে। সেই ফাঁকে সন্তানকে নিয়ে ইলিশ ধরার জাল গুছিয়ে নিচ্ছেন এক জেলে। শায়েস্তাবাদ বাজার, বরিশাল, ৭ অক্টোবর
ছবি: সাইয়ান
২৩ / ২৩
অতিরিক্ত ইজিবাইকের কারণে খুলনা শহরে প্রতিদিন দুর্ঘটনা ও যানজট বাড়ছে। গল্লামারী, খুলনা, ৭ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন