একঝলক (৩০ জুলাই ২০২২)

১ / ২১
নিজের তৈরি পটেটো চিপস বিক্রি করতে বেরিয়েছেন ইমামুল। আলু কেটে শুকানোর পর ভেজে প্যাকেটজাত করে নিজেই বিক্রি করেন তিনি। প্রতি প্যাকেটের দাম নেন ১০ টাকা। গল্লামারি, খুলনা, ৩০ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২১
খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাওয়ার আগে টোকেন নিয়ে মুঠোফোন জমা দিচ্ছেন। খুলনা বিশ্ববিদ্যালয়, ৩০ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২১
নগরের আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ‘বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা’। মেলার প্রথম দিন সিলেট বন বিভাগের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। জিন্দাবাজার, সিলেট, ৩০ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৪ / ২১
জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং প্রতিবাদে আজ শনিবার বিএনপি কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি ধর্মসাগরপাড় থেকে বের হয়ে কান্দিরপাড় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বাদুরতলা, কুমিল্লা, ৩০ জুলাই
ছবি: এম সাদেক
৫ / ২১
লোডশেডিংয়ের কারণে বেড়েছে চার্জার লাইটের চাহিদা। বিক্রেতা বিভিন্ন রকমের চার্জার লাইটের পসরা সাজিয়ে বসেছেন ফুটপাতে। মানভেদে ৩০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করছেন এসব চার্জার লাইট। দুই নম্বর রেলগেট, নারায়ণগঞ্জ, ২৯ জুলাই
ছবি: দিনার মাহমুদ
৬ / ২১
পেয়ারার ভাসমান হাট বসেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা খালে। আটঘরের আড়তে বিক্রির জন্য চাষিরা নৌকায় করে পেয়ারা নিয়ে এসেছেন। প্রতি কেজি পেয়ারা ২০ টাকায় বিক্রি হচ্ছে। আটঘর বাজার, নেছারাবাদ, পিরোজপুর, ২৯ জুলাই
ছবি: এ কে এম ফয়সাল
৭ / ২১
অনেক দিন পর সিনেমা হলের প্রতিটি শো হাউসফুল। গতকাল শুক্রবার একযোগে ‘হাওয়া’ সিনেমাটি ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির প্রথম দিনেই অনেক দর্শক টিকিট না পেয়ে ফিরে যান। শো ভাঙতেই সিনেপ্লেক্সের সামনে উপচেপড়া ভিড় সিনেমাপ্রেমীদের। মধুবন সিনেপ্লেক্স, চেলোপাড়া, বগুড়া, ২৯ জুলাই
ছবি: সোয়েল রানা
৮ / ২১
বৃষ্টির জমেছে পানি। এই কাদাপানিতেই ফুটবল খেলছে দুরন্ত কিশোরের দল। জিলা স্কুল মাঠ, রংপুর ২৯ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
খেত থেকে তোলা ধনেপাতা বাছাই করে আঁটি বাঁধছেন নারী শ্রমিকেরা। বাজারে পাইকারদের কাছে প্রতি কেজি ধনেপাতা বিক্রি হয় ৪০ টাকায়। দেওয়ানপাড়া, কাউখালী, রাঙামাটির, ২৯ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২১
চট্টগ্রামের মিরসরাই বড়তাকিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা আহত তকির ইমন শাওনের মা জাহেদা বেগম ছেলের পাশে বসে আছেন। নিউরোসার্জারি ওয়ার্ড, মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম, ৩০ জুলাই
ছবি: জুয়েল শীল
১১ / ২১
মিরসরাই বড়তাকিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তিদের জানাজা। হাটহাজারীর খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। হাটহাজারী, চট্টগ্রাম, ৩০ জুলাই
ছবি: সৌরভ দাশ
১২ / ২১
নারায়ণগঞ্জের নন্দলালপুর এলাকার রেলক্রসিংয়ে গেটম্যান ও গেটবারের ব্যবস্থা নেই। অরক্ষিত এ রেলক্রসিংয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, গত আড়াই বছরে দেশে রেলক্রসিংয়ে দুর্ঘটনায় মারা গেছেন ২১৯ জন। ফতুল্লা, নারায়ণগঞ্জ, ৩০ জুলাই
ছবি: দীপু মালাকার
১৩ / ২১
রাজধানীর শ্যামপুর এলাকায় সড়কে ধুলাবালুতে অতিষ্ঠ পথচারীরা। কদমতলী, ৩০ জুলাই
ছবি: দীপু মালাকার
১৪ / ২১
সারা দেশে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ মহানগর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ। হরি কিশোর রায় রোড, ময়মনসিংহ, ৩০ জুলাই
ছবি: আনোয়ার হোসেন
১৫ / ২১
সাতসকালে নৌকা ও জাল নিয়ে মাছ ধরতে বেরিয়েছেন মৎস্যজীবীরা। মনু নদ, শান্তিবাগ, মৌলভীবাজার, ৩০ জুলাই
ছবি: প্রথম আলো
১৬ / ২১
সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ‘বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা’। মেলায় আগত শিক্ষার্থীদের গাছ উপহার দেওয়া হয়। মাদ্রাসা মাঠ, সিলেট,৩০ জুলাই
১৭ / ২১
২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষে বের হচ্ছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ৩০ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২১
রাঙামাটি শহরের বনরুপার সাপ্তাহিক হাট জুম ফসলে ভরপুর। এসব শাকসবজির বেশ চাহিদা রয়েছে। শহর থেকেও পাইকাররা কেনার জন্য আসেন। বনরুপা, রাঙামাটি,৩০ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ২১
সারা দেশে লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ। প্রেসক্লাব, ঢাকা, ৩০ জুলাই
ছবি: সাজিদ হোসেন
২০ / ২১
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি রেলস্টেশনে দোলনচাঁপা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গণ–অনশন করেন এলাকাবাসী। রেলস্টেশন, গাইবান্ধা, ৩০ জুলাই
ছবি:প্রথম আলো
২১ / ২১
টিফিনের ফাঁকে বিদ্যালয়ের মাঠে ইচিং বিচিং খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। পূর্ব আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর, ৩০ জুলাই
ছবি: আলীমুজ্জামান