একঝলক (১৮ অক্টোবর ২০২৪)

১ / ১০
বৌদ্ধধর্মাবলম্বীদের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ মঙ্গল রথযাত্রায় ফানুস ওড়ানো হচ্ছে। মারমা বাজার, বান্দরবান, ১৮ অক্টোবর
ছবি: মংহাইসিং মারমা
২ / ১০
আউশ ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা। গোসাইবাড়ী, সোনাতলা, বগুড়া, ১৮ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৩ / ১০
প্লাস্টিকের জারে পানি ভরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও চায়ের দোকানে সরবরাহ করেন খোকন শেখ। প্রতিটি জারের পানি ২০ টাকা দরে বিক্রি করেন। এভাবে দিনে ৭০০ থেকে ৮০০ টাকা আয় করেন তিনি। কোমরপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ১৮ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৪ / ১০
টিকিট কেটে পুকুরে মাছ শিকারে নেমেছেন শৌখিন মৎস্যশিকারিরা। বদরপুর, কৈজুরী, ফরিদপুর, ১৮ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৫ / ১০
ছোট তিন বোনের বায়না—ভাইয়ের সাইকেলে চড়বে। তাই তাদের সাইকেলে নিয়ে গ্রামের পথে ঘুরছেন এই তরুণ। কুটিরপাড়, রংপুর, ১৮ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
বাগানের কলা বিক্রির জন্য পাইকারি আড়তে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। পালিচড়া, রংপুর, ১৮ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১০
নিজের জমি থেকে লাউ তুলে সাজিয়ে রাখছেন কৃষক মিজানুর রহমান। বিক্রির জন্য নিয়ে যাবেন বাজারে। প্রতিটি লাউ পাইকারিতে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। জমিদারপাড়া, রংপুর, ১৮ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১০
আলু রোপণে ব্যস্ত কৃষকেরা। ঈশ্বরপুর, রংপুর, ১৮ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১০
কাপ্তাই হ্রদে জাল ফেলে চলছে মাছ শিকার। নতুন পাড়া, রাঙামাটি, ১৮ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১০
নিজের বাগানের কলা বিক্রির আশায় বাজারে নিয়ে যাচ্ছেন এক পাহাড়ি নারী। সাপছড়ি ফুরমোনপাড়া, রাঙামাটি, ১৮ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা