চোখ গেল বা পাতি চোখ গেল পাখি। অনেকে আবার এটিকে ব্রেনফিভার বার্ড বলেও ডাকে। ছাইরঙা ধূসর পাখিটি উচ্চ স্বরে একটানা ডাকতে পারে। বাচ্চা উৎপাদনে এদের স্বভাব কোকিলের মতো। গ্রীষ্মে এদের দেখা মিলে। এ সময় এদের ডাক শোনা যায়। কাপাসিয়া, গাজীপুর, ২৭ এপ্রিলছবি: সাদিক মৃধা
২ / ২০
চন্দ্রপ্রভা ফুলের পাশে এসে বসেছে একটি মৌটুসি পাখি। রাধামাধবপুর, দিঘলিয়া, খুলনা, ২৭ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
৩ / ২০
গরমে হাঁসফাঁস অবস্থা পাখিরও। রোদের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ির বারান্দায় ছায়ায় বসেছে শালিকটি। কাটাছড়ি, রাঙামাটি, ২৭ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
গত রাতে বৃষ্টি হয়েছে। পানি জমেছে মানাস নদে। সেখানে কচুরিপানার নিচে লুকিয়ে থাকা মাছ ধরছেন গ্রামবাসী। দরজিপাড়া, গঙ্গাচড়া, রংপুর, ২৭ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছয় দফার দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসন ভবনে তালা মেরে ছাত্ররা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী, ২৭ এপ্রিলছবি: শহীদুল ইসলাম
১৮ / ২০
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক। এলডি হল, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ২৭ এপ্রিলছবি: সাজিদ হোসেন
১৯ / ২০
আসছে বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদে বাড়বে পানি। তাই নতুন নৌকা বানানো ও পুরোনো নৌকা মেরামতের কাজ চলছে। কাছারিঘাট, ময়মনসিংহ, ২৭ এপ্রিলছবি: মোস্তাফিজুর রহমান
২০ / ২০
খেতে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক দম্পতি সেলিম মিয়া ও নাজমা বেগম। সুখীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী