এক ঝলক (১০ জানুয়ারি’২০২৬)

১ / ২৪
গ্রামের মেঠো পথ ধরে শর্ষেখেতের পাশ দিয়ে ভ্যানে মা ও শিশুকে নিয়ে যাচ্ছেন। আলতাপোল, কেশবপুর, যশোর, ১০ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২৪
ডিঙিনৌকা মেরামত শেষে তেল ও পুডিং দেওয়া হচ্ছে। হ্রদবেষ্টিত রাঙামাটিতে ডিঙিনৌকা ছাড়া চলাচল করা প্রায় অসম্ভব। কাপ্তাই, রাঙামাটি, ১০ জানুযারি
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২৪
ধান চাষের জন্য জমি তৈরি করছেন কৃষক। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১০ জানুয়ারি
ছবি: সাজেদুল আলম
৪ / ২৪
নিজের খেতের আদা, কচু, কাঁচা হলুদ ও কাঁচা কলা বিক্রি করতে পসরা সাজিয়ে বসেছেন পাহাড় থেকে আসা গ্রামীণ মানুষ। দেবাশীষনগর, রাঙামাটি, ১০ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২৪
ঘেরের মাছ সংরক্ষণের জন্য নসিমনে বরফ নিয়ে যাওয়া হচ্ছে। মজিদপুর, যশোর, ১০ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২৪
খাঁচায় বসে আছে আফ্রিকান বানর। গাজীপুর সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর। ১০ জানুয়ারি
ছবি: সাদিক মৃধা
৭ / ২৪
খেতে রোপণের জন্য বীজতলা থেকে বোরো ধরনের চারা নিয়ে যাচ্ছেন দুই কৃষক। কইজুরী, ফরিদপুর, ১০ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৮ / ২৪
ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে অনেকেই ঘুরতে বেরিয়েছেন বিএডিসির বীজ উৎপাদন খামারের দৃষ্টিনন্দন সারি সারি নারকেলবাগানের সড়কে। তাম্বুলখানা, ফরিদপুর, ১০ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৯ / ২৪
পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, কুয়াশা কমে গেলেও হিমেল বাতাসে কাবু সর্ব উত্তরের এই জনপদের মানুষ। মাহানপাড়া, পঞ্চগড়, ১০ জানুয়ারি
ছবি: রাজিউর রহমান
১০ / ২৪
চাষের জমির আলে খাবারের জন্য পাখিগুলোর অবস্থান। আলতাপোল, কেশবপুর, যশোর, ১০ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৪
বোরো ধান রোপণের জন্য গরু দিয়ে হালচাষ করে জমি প্রস্তুত করছেন কৃষকেরা। আলতাপোল, কেশবপুর, যশোর, ১০ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৪
ভালো ফলন পেতে নিড়ানি দিয়ে পেঁয়াজগাছের গোড়ার মাটি আলগা করে দিচ্ছেন দুই কৃষক। গোবিন্দপুর, ফরিদপুর, ১০ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৩ / ২৪
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের আয়োজনে পৌষের সকালে তালপাতায় ‘অ আ ক খ’ লিখে হাতেখড়ি নিয়েছে ২২৪ শিশু। পৌর উদ্যান, যশোর, ১০ জানুয়ারি
ছবি: প্রথম আলো
১৪ / ২৪
পানি শুকিয়ে যাওয়া পুকুরের কাদামাটিতে মই দিয়ে তৈরি করা হচ্ছে বীজতলা। ধান ছিটিয়ে এখানেই তৈরি করা হবে রোপণের উপযোগী চারা। আতাইকুলা, পাবনা, ১০ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২৪
ধর্মঘট প্রত্যাহার হলেও সংকটের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। ১২ কেজি ওজনের সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। ধোপাদীঘির পাড়, সিলেট, ১০ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২৪
দেশজুড়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ উপেক্ষা করে কাজের জন্য বের হয়েছেন শ্রমজীবী মানুষ। চর ঘোষপুর, হিমাইতপুর, পাবনা, ১০ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২৪
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দুর্গম হাওরাঞ্চলে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে প্রথম আলো ট্রাস্ট। ধলিয়ারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১০ জানুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
১৮ / ২৪
বাড়ির উঠানে সেদ্ধ ধান শুকাতে ব্যস্ত এক গৃহিণী। শুকানোর পর এই ধান থেকে চাল তৈরি করা হবে। উত্তর চরাইল, বরিশাল, ১০ জানুয়ারি
ছবি: সাইয়ান
১৯ / ২৪
খালের ওপর নতুন সেতুর নির্মাণকাজ চলায় পাশে তৈরি করা হয়েছে কাঠের বিকল্প সাঁকো। ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়েই প্রতিদিন চলাচল করছে মানুষ ও যানবাহন। শায়েস্তাবাদ বাজার, বরিশাল, ১০ জানুয়ারি
ছবি: সাইয়ান
২০ / ২৪
ঘন কুয়াশায় হলুদ হয়ে যাওয়া বোরো বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন দুই কৃষক। কালেশ্বর, মাগুরা, ১০ জানুয়ারি
ছবি: রাজিউর রহমান
২১ / ২৪
পানি শুকিয়ে যাওয়ায় পদ্মা নদীতে জেগে উঠেছে বিশাল বালুচর। বরাট অন্তারমোড়, রাজবাড়ী, ১০ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
২২ / ২৪
ধান মাড়াই শেষে বাড়ির পাশের মাঠে বাতাসে উড়িয়ে খড়কুটো পরিষ্কার করছেন এক গৃহবধূ। ইজার দুর্গাপুর, ফরিদপুর, ১০ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৩ / ২৪
সড়কের ধারে ভ্রাম্যমাণ দোকান থেকে প্লাস্টিকের তৈরি ঘর সাজানোর জিনিস কিনছেন দুই নারী। সুরভি উদ্যানের সামনে, রংপুর, ১০ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২৪ / ২৪
চা-বাগানে সারা দিনের কাজ শেষে গবাদিপশু ও রান্নার কাজের জন্য লাকড়ি নিয়ে বাড়ি ফিরছেন এক শ্রমিক। দলদলি চা-বাগান, সিলেট, ১০ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ