একঝলক (১৮ এপ্রিল ২০২৪)

১ / ২৫
ধানখেতের সরু আলপথ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক যুবক। কামদেবপুর এলাকা, রংপুর, ১৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
২ / ২৫
মাছের ঘেরের অল্প পানিতে শিকারে নেমেছে বক। ভিটিপাড়া, শ্রীপুর, গাজীপুর, ১৮ এপ্রিল
ছবি: সাদিক মৃধা
৩ / ২৫
উচ্চফলনশীল নেপিয়ার জাতের ঘাস কেটে বিক্রির জন্য ঘোড়ার গাড়িতে করে বাজারে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। গঙ্গাদাস এলাকা, রংপুর, ১৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২৫
টাউন হল মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে নানা জাতের পশু, পাখি। কুমিল্লা, ১৮ এপ্রিল
ছবি: এম সাদেক
৫ / ২৫
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। গরমের মধ্যে ব্যাটারিচালিত ছোট ফ্যানের বাতাস নিচ্ছে শিশুরা। সোনারগাঁ জাদুঘর এলাকা, নারায়ণগঞ্জ, ১৮ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
৬ / ২৫
হাওরের পাশে খালে ডুবে আছে নৌকা। সেখানে খাবারের খোঁজে হাঁসের ঝাঁক। জিলকার হাওর, সিলেট, ১৮ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৭ / ২৫
ওএমএসের চাল-আটা সংগ্রহ করতে ভোর থেকে সারিতে দাঁড়িয়েছেন নারীরা। শোভারামপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ১৮ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৮ / ২৫
প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে মাথায় পাতলা দিয়ে পাটখেত পরিচর্যা করছেন একদল কৃষক। পাট গবেষণা কেন্দ্র মাঠ, চান্দিনা, কুমিল্লা, ১৮ এপ্রিল
ছবি: এম সাদেক
৯ / ২৫
শজনে সংগ্রহ করে বাজারে বিক্রির জন্য আঁটি তৈরি করছেন দুই ব্যক্তি। প্রতি কেজি শজনে ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করবেন তাঁরা। ফুলতলা মঠ এলাকা, বটিয়াঘাটা, খুলনা, ১৮ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৫
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এক তরুণ দেশি ফাইটার মুরগি নিয়ে এসেছেন প্রদর্শনী স্টলে। দাম হাঁকছেন আট হাজার টাকা। রাঙাপানি গ্রাম এলাকা, রাঙামাটি, ১৮ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২৫
বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে ধানখেতে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বয়স্ক কৃষক দম্পতি। পানবাজার এলাকা, রংপুর, ১৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২৫
সারা দেশে চলছে দাবদাহ। প্রচণ্ড গরমে জাহাজ মেরামতের ডকইয়ার্ডে কাজের ফাঁকে তৃষ্ণা মেটাচ্ছেন এক শ্রমিক। ২ নম্বর কাস্টমস ঘাট, খুলনা, ১৮ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২৫
চরাঞ্চলে রোপণ করা বোরো ধান কেটে এনে খেয়াঘাটে মাড়াই করা হয়েছে। এখন তা বিক্রির আশায় বসে আছেন কিষান-কিষানিরা। কালীতলা গ্রোয়েন এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১৮ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৪ / ২৫
প্রকৃতিতে অপরূপ শোভা ছড়িয়ে ফুটেছে নাগলিঙ্গম ফুল। রেলস্টেশন এলাকা, নারায়ণগঞ্জ, ১৮ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
১৫ / ২৫
মাটির গৃহস্থালি তৈজসপত্র তৈরি করে তা পোড়ানো হয়েছে। এখন তা মেলায় বিক্রির জন্য পাঠানো হবে। পালপাড়া এলাকা, রংপুর, ১৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৫
রেলস্টেশন চত্বরে প্রতি বৃহস্পতিবার বসে কবুতরের হাট। বিভিন্ন এলাকার খামারিরা দেশি-বিদেশি কবুতর নিয়ে জড়ো হন এই হাটে। লক্ষ্মীপুর এলাকা, ফরিদপুর, ১৮ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২৫
প্রখর রোদ ও গরম উপেক্ষা করে ইটভাটায় কাজ করছেন শ্রমিকেরা। মমিনপুর এলাকা, রংপুর, ১৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৫
ভালো দামে বিক্রির আশায় কৃষক বাবর আলী মোল্লা মৌসুমে ঘরে তুলে রেখেছিলেন পাট। তাঁর সে আশা পূরণ হয়েছে। বাজারে এখন প্রতি মণ পাট ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আবদুল মোল্লারডাঙ্গী এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ১৮ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২৫
প্রখর রোদ ও গরমে জমিতে কাজ করে তৃষ্ণার্ত কৃষক পানি পান করছেন। পালিচড়া এলাকা, রংপুর, ১৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৫
দাবদাহে একটুখানি তেষ্টা মেটাতে পাইপসহ কলটাই মুখে পুরেছেন এই নির্মাণশ্রমিক। দোসর মণ্ডল মোড় এলাকা, রাজশাহী, ১৮ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
২১ / ২৫
উজানের ঢলের পানিতে যমুনা নদীতে নাব্যতা ফিরেছে। বেড়েছে মাছের আনাগোনা। তাই নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন জেলে। পারতিত পাল এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১৮ এপ্রিল
ছবি: সোয়েল রানা
২২ / ২৫
চাতালজুড়ে শুকনা মরিচ বাছাইয়ে ব্যস্ত একদল নারী। হাট ফুলবাড়ী এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১৮ এপ্রিল
ছবি: সোয়েল রানা
২৩ / ২৫
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে দ্রুত গন্তব্যে পৌঁছাতে বেপরোয়া গতিতে ছুটছে এসব যানবাহন। সেনাপল্লি এলাকা, বরিশাল, ১৮ এপ্রিল
ছবি: সাইয়ান
২৪ / ২৫
প্রচণ্ড গরমে সড়কের পাশে রিকশা থামিয়ে শরবত পান করছেন এই রিকশাচালক। এডওয়ার্ড কলেজ গেট, পাবনা, ১৮ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২৫ / ২৫
হাওরে উৎপাদিত ধান কেনাবেচার ভৈরব মোকামের পরিচিতি ব্রিটিশ আমল থেকে। এখন জৌলুশ কমলেও শেষ হয়ে যায়নি। হাওর থেকে বোরো ধান আসা শুরু হয়েছে কয়েক দিন ধরে। এ কারণে মোকামের ব্যস্ততা বাড়ছে। ভৈরব মোকাম, ১৮ এপ্রিল
ছবি: সুমন মোল্লা