কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ যানবাহন এবং শত শত যাত্রী। দৌলতদিয়া ফেরিঘাট সড়ক। গোয়ালন্দ, রাজবাড়ী। ৩১ ডিসেম্বরছবি: এম রাশেদুল হক
৪ / ১৭
কুয়াশার কারণে দশম দিনের মতো দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ। এ সময় উভয় ঘাটে আটকা পড়া কয়েক শ যানবাহনের যাত্রী চরম দুর্ভোগের শিকার হন। অনেক যানবাহনের চালক ও যাত্রী ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েন। দৌলতদিয়া ফেরিঘাট সড়ক। গোয়ালন্দ, রাজবাড়ী, ৩১ ডিসেম্বরছবি: এম রাশেদুল হক
৫ / ১৭
সড়কে ঘুরে ঘুরে ফোমের তৈরি পাখি বিক্রি করেন আনোয়ার শেখ। প্রতিটি পাখি বিক্রি করেন ২০ টাকা করে। বানাশুয়া, কুমিল্লা, ৩১ ডিসেম্বরছবি: এম সাদেক
৬ / ১৭
ঘন কুয়াশার মধ্যে কাজে বের হয়েছেন মানুষ। সকাল সাড়ে আটটায় খুলনার মুজগুন্নী থেকে তোলা। ৩১ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৭
চাষ শুরু হয়েছে পাহাড়ের সমতল জমিতে। আমন ধান কেটে নেওয়ার পর সেই জমিতে শুরু হয়েছে সূর্যমুখীর বীজ বোনা। রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলছড়ি এলাকা থেকে সকালে তোলা ছবি। ৩১ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৭
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কালিগঙ্গা নদীর মধ্যে বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করেছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। এতে নদীতে নৌযান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। উপজেলার তরা, মানিকগঞ্জ, ৩০ ডিসেম্বরছবি: আবদুল মোমিন
৯ / ১৭
রংপুরে আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে। প্রতি কেজি আলু জমিতেই পাইকারি বিক্রি হচ্ছে ১৩ টাকা। রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদি পুকুর এলাকা থেকে তোলা। ৩০ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১০ / ১৭
একদিকে ধান কাটার মৌসুম শেষ, অন্যদিকে গত কয়েক দিনের শীতের তীব্রতায় কাজ নেই দিনমজুর এই শ্রমিকদের। প্রতিদিন ভোরে সাইকেল চালিয়ে দূরদূরান্ত থেকে এখানে কাজের জন্য এসে অপেক্ষা করেও প্রায় এক সপ্তাহ ধরে মিলছে না কোনো কাজ। লাইব্রেরি বাজার, পাবনা, ৩১ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
১১ / ১৭
ঘন কুয়াশা আর তীব্র শীতে কাহিল মানুষ। তবু কাজের জন্য সাইকেলে শীত উপেক্ষা করে ছুটছেন তাঁরা। সকাল ৯টার দিকে। বুড়িরহাট সড়ক, রংপুর, ৩১ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১২ / ১৭
নতুন আলু তুলতে শুরু করেছেন কৃষক। ভান্তী, গোমতী নদীর চর, বুড়িচং, কুমিল্লা, ৩১ ডিসেম্বরছবি: এম সাদেক
১৩ / ১৭
ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বাণিজ্য মেলায় বেলুনের তৈরি নৌকা পানিতে ভাসিয়ে আনন্দ উপভোগ করছে শিশুরা। ময়মনসিংহ নগরের কাচারিঘাট এলাকায়। ৩০ ডিসেম্বরছবি: আনোয়ার হোসেন
১৪ / ১৭
চিলমারীর দ্বীপচরে ছোটদের বিজ্ঞান উৎসব শুরু। চিলমারী, কুড়িগ্রাম, ৩১ ডিসেম্বরছবি: প্রথম আলো
১৫ / ১৭
আনারসের ফলন হয় মূলত বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে। কিন্তু রিপন চাকমার আনারসের ফলন হচ্ছে শীত মৌসুমে। পাকার আগেই পাইকাররা বাগানে গিয়ে আগাম কেনার আগ্রহ প্রকাশ করছেন। জুড়াছড়ি গ্রাম, নানিয়ারচর, রাঙামাটি, ৩১ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৭
আগামীকাল ১ জানুয়ারি। দেশব্যাপী বই উৎসব। তাই শিক্ষকেরা বিদ্যালয়ে বই নিয়ে যাচ্ছেন। শিক্ষা অফিস, রংপুর, ৩১ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৭
কুয়াশাঢাকা সকালের শীত উপেক্ষা করে বের হয়েছেন ফেরিওয়ালা। সাইকেল নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে সংসারের টুকিটাকি পণ্য বিক্রি করেন তিনি। বালিয়াহালট, পাবনা, ৩১ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ