একঝলক (২০ মার্চ ২০২৪)

১ / ১৬
পথের পাশে ফুটেছে ঔষধি গাছ দাদ মর্দন ফুল। এ গাছের পাতা চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহার হয়। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ২০ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৬
ঈদ সামনে রেখে বাটিক শিল্পের কর্মীদের ব্যস্ততা বেড়েছে। খদ্দর বাটিক শাড়ি ও থ্রিপিস তৈরি শেষে রোদে শুকাতে দিচ্ছেন শ্রমিকেরা। কমলপুর এলাকা, কুমিল্লা, ২০ মার্চ
ছবি: এম সাদেক
৩ / ১৬
গ্রামে গ্রামে ঘুরে সজনে সংগ্রহ করে আঁটি করে বাঁধছেন কয়েকজন। প্রতি কেজি সজনে ১৫০ টাকায় বিক্রি করেন ব্যবসায়ীরা। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ২০ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৬
মুকুল থেকে আমের গুটি দিন দিন বড় হচ্ছে। স্টেশন সড়ক, বগুড়া, ২০ মার্চ
ছবি: সোয়েল রানা
৫ / ১৬
নর্দমা পরিষ্কার করে সড়কেই তুলে রাখা হয়েছে ময়লা-আবর্জনা। এর পাশ দিয়ে ভোগান্তি নিয়ে পথ চলেছেন মানুষজন। বারুতখানা এলাকা, সিলেট, ২০ মার্চ
ছবি:  আনিস মাহমুদ
৬ / ১৬
আবদুল খালেক মিয়া বাঁশের তৈরি ঝুড়ি, খাঁচা, ওড়া ও কুলা তৈরি করেন। দীর্ঘ ৩৭ বছর ধরে এই পেশায় নিয়োজিত তিনি। ১০০-১৬০ টাকার মধ্যে প্রতিটি পণ্য বিক্রি করে থাকেন। চাঁপাপুর এলাকা, কুমিল্লা, ২০ মার্চ
ছবি: এম সাদেক
৭ / ১৬
সড়কের পাশের ফুটপাতে পুরোনো কাপড় বিক্রির জন্য সাজিয়ে রাখছেন বিক্রেতা। সেখানে কাপড় পছন্দ করছেন নিম্ন আয়ের এক ব্যক্তি। তোপখানা এলাকা, সিলেট, ২০ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৬
বাড়ির আঙিনায় গাছে ধরে আছে রঙিন মালবেরি ফল। এই ফল তুঁত ফল নামেও পরিচিত। শ্রীপুর, গাজীপুর, ২০ মার্চ
ছবি: সাদিক মৃধা
৯ / ১৬
সকালের বাতাসে গাছের ঝরাপাতায় ছেয়ে গেছে সড়ক। ঝরাপাতা মাড়িয়ে সড়কে চলছে যানবাহন ও মানুষ। বসন্তের এই সময় পথ-ঘাটে দেখা মেলে এমন ঝরা পাতার পড়ে থাকার দৃশ্য। পূর্ব শিবগঞ্জ এলাকা, সিলেট, ২০ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৬
পুকুরের অল্প পানিতে খাবারের খোঁজে সাদা বক। বরমী, শ্রীপুর, গাজীপুর, ২০ মার্চ
ছবি: সাদিক মৃধা
১১ / ১৬
বেতের তৈরি মোড়া, চেয়ার নিয়ে যাওয়া হচ্ছে রিকশায় করে। সিলেটে এখনো বেতের তৈরি আসবাবের চাহিদা রয়েছে বেশ। পূর্ব শিবগঞ্জ এলাকা, সিলেট, ২০ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৬
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাথায় পলিথিন মুড়িয়ে জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত কৃষিশ্রমিকেরা। কাইমাগিলি এলাকা, রংপুর, ২০ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
আগাম জাতের তরমুজ বাজারে এলেও এখন দেশীয় জাতের তরমুজ খেতে আসতে শুরু করেছে। সেই খেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। এপ্রিলে এই তরমুজ বাজারে বিক্রি করতে পারবেন বলে তরমুজচাষিদের আশা। দেবীতলা, বটিয়াঘাটা , খুলনা, ২০ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৬
রাত থেকেই টিপ টিপ বৃষ্টি ঝরছে। বাইরে বের হয়ে বৃষ্টির ভোগান্তিতে পথচারীরা। স্টেশন সড়ক, বগুড়া, ২০ মার্চ
ছবি: সোয়েল রানা
১৫ / ১৬
চারদিকে সবুজ ধানখেত। খেতের আলে খাবারের খোঁজে একঝাঁক সাদা বক। কৃষ্ণপুর গ্রাম, কুমিল্লা, ২০ মার্চ
ছবি: এম সাদেক
১৬ / ১৬
শিম পাকার পর শিমের বিচি সংরক্ষণ করতে আলাদা করছেন কয়েকজন পাহাড়ি নারী। আমতলী মারমাপাড়া, সুয়ালক, বান্দরবান, ২০ মার্চ
ছবি: প্রথম আলো