বিদ্যুৎ সাশ্রয়ে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৮টায় অফিস শুরু হয়েছে। সময়মতো অফিসে যেতে যাত্রীবাহী বাসের অপেক্ষায় সাধারণ মানুষ। তালতলা, মিরপুর, ঢাকা, ২৪ আগস্টছবি: তানভীর আহাম্মেদ
২ / ১০
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ দেশের সব ব্যাংকে কার্যক্রম শুরু হয়েছে সকাল ৯টায়। প্রথম দিন সকালে গ্রাহকের উপস্থিতি ছিল কম। মতিঝিল, ঢাকা, ২৪ আগস্টছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১০
কাছেই পদচারী–সেতু। তবু ভাঙা সড়ক বিভাজকের ফাঁক ব্যবহার করে সড়ক পার হচ্ছেন এক পথচারী। শ্যামলী, ঢাকা, ২৪ আগস্টছবি: আশরাফুল আলম
৪ / ১০
দোলনা সেচনি দিয়ে ধানখেতে সেচ দিচ্ছেন দুই কৃষক। মেন্দিপুর গ্রাম, গাবতলী, বগুড়া, ২৪ আগস্টছবি: সোয়েল রানা
৫ / ১০
অল্প বৃষ্টিতে এই সড়কে পানি জমে। বৃষ্টিতে পানি জমার কারণে নর্দমার ওপর বসানো স্ল্যাবের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে শিক্ষার্থীরা। পলিটেকনিক কলেজ রোড, বরিশাল নগর, ২৪ আগস্টছবি: সাইয়ান
৬ / ১০
ঝুঁকি জেনেও রেলওয়ে সেতুর ওপর দিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা। সোন্দাবাড়ী গ্রাম, গাবতলী, বগুড়া, ২৪ আগস্টছবি: সোয়েল রানা
৭ / ১০
সাতসকালেই খাবারের খোঁজে টোপাপানার ওপর ঘুরছে ডাহুক পাখি। বাওইটোনা গ্রাম, গাবতলী, বগুড়া, ২৪ আগস্টছবি: সোয়েল রানা