একঝলক (৩০ জুন ২০২৫)

১ / ২৪
বিক্রির জন্য বাজারে আনা হয়েছে তাল। বনরূপা, রাঙামাটি, ৩০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৪
পথের ধারে লাগানো চারা গাছ রক্ষার জন্য বাঁশের খাঁচা বানাচ্ছেন একজন। দৌলতপুর, খুলনা, ৩০ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২৪
ভ্যানে করে বিভিন্ন ধরনের গাছ বিক্রি করছেন এক বিক্রেতা। ৫ নম্বর ঘাট, খুলনা, ৩০ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২৪
ফেরি করে বিক্রি করা হচ্ছে নকশিকাঁথা। পর্যটনপাড়া, রংপুর, ৩০ জুন
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২৪
কচু ও লতি বিক্রি করতে বাজারে যাচ্ছেন চাষি। মডার্ন মোড়, রংপুর, ৩০ জুন।
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২৪
প্রাকৃতিক বন থেকে বাঁশ কেটে ট্রাকে করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কুতুকছড়ি, রাঙামাটি, ৩০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৪
পেঁপে ও কলার পসরা সাজিয়ে বসেছেন পাইকারেরা। দেওয়ানপাড়া, রাঙামাটি, ৩০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২৪
তারের ওপর বসে আছে একটি পাখি। গোবরচাকা, খুলনা, ৩০ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৪
বাসের লকারে করে আনা ডাব নামানো হচ্ছে। মডার্ন মোড়, রংপুর, ৩০ জুন
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২৪
নৌকা বেয়ে চলছেন এক তরুণ। কাপাসিয়া, গাজীপুর, ৩০ জুন
ছবি: সাদিক মৃধা
১১ / ২৪
সড়কে উল্টো পথে মোটরসাইকেল ও অটোরিকশার বিশৃঙ্খল চলাচল। রামপুরা, ঢাকা, ৩০ জুন
ছবি: মীর হোসেন
১২ / ২৪
মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে পশু পালন করেন অনেকে। এসব স্থানে ছাগল, ভেড়া ও গাড়ল পালন করা হয়। বলরামপুর, পাবনা, ৩০ জুন
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২৪
বাজারে বিক্রির জন্য পিকআপ ভ্যানে থাকা ড্রাম থেকে অন্য ড্রামে পাঙাশ মাছ রাখছেন ব্যবসায়ীরা। লালমাই বাজার, কুমিল্লা, ৩০ জুন
ছবি: আবদুর রহমান
১৪ / ২৪
বিদ্যুতের তারে বসে আছে একঝাঁক কবুতর। তেরোপাখি, গাবতলী, বগুড়া, ৩০ জুন
ছবি: সোয়েল রানা
১৫ / ২৪
মাঠে আউশ ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সারা দিন চারা রোপণ করে একেকজন মজুরি পাবেন পাঁচ শ টাকা। তেরোপাখি, গাবতলী, বগুড়া, ৩০ জুন
ছবি: সোয়েল রানা
১৬ / ২৪
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সড়ক বিভাজকে শোভা ছড়াচ্ছে জারুল। ত্রিশাল, ময়মনসিংহ, ৩০ জুন
ছবি: মোস্তাফিজুর রহমান
১৭ / ২৪
প্রচণ্ড গরমে মাথায় ছাতা দিয়ে পরীক্ষা শেষে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। বেতছড়া, বান্দরবান, ৩০ জুন
ছবি: মংহাইসিং মারমা
১৮ / ২৪
আকাশে সাদা মেঘের ভেলা। নিচে হাওরের জলে নৌকায় ভেসে মাছ শিকার করছেন এক ব্যক্তি। মেদি বিল, দক্ষিণ সুরমা, সিলেট, ৩০ জুন
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২৪
বসানো হচ্ছে ডিপ টিউবওয়েল। চলছে তারই প্রস্তুতি। বাঁশ বেয়ে ওপরে উঠেছেন এক নির্মাণশ্রমিক। শাহ পরান বাইপাস, দক্ষিণ সুরমা, সিলেট, ৩০ জুন
ছবি: আনিস মাহমুদ
২০ / ২৪
তীক্ষ্ণ দৃষ্টিতে মাছ শিকারের অপেক্ষায় পুকুর পাড়ে বসে আছে এক মেছো ইগল। এরা মেটে মাথা কুরাইগল নামেও পরিচিত। বলরামপুর, পাবনা, ৩০ জুন
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৪
সময় এখন বর্ষাকাল, গাছের চারা রোপণের উপযুক্ত সময়। তাই এ সময় চাহিদা বেড়ে যায় রোপিত চারা রক্ষায় ব্যবহৃত বাঁশের তৈরি খাঁচার। প্রতিটি খাঁচা মানভেদে বিক্রি হয় ১০০ থেকে ২৫০ টাকায়। রেলবাজার, চাটমোহর, পাবনা, ৩০ জুন
ছবি: হাসান মাহমুদ
২২ / ২৪
সবুজ পাতার ফাঁকে উঁচু হয়ে ফুটে আছে দৃষ্টিনন্দন ধুন্দুল ফুল। লস্করকান্দি, ফরিদপুর, ৩০ জুন
ছবি: আলীমুজ্জামান
২৩ / ২৪
গৃহকর্তা কৃষক জামশেদ শেখ খুব ভোরে গেছেন মাঠে পাট কাটতে। বেলা গড়িয়ে যাওয়ায় বাড়ি থেকে তাঁর জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছেন গৃহবধূ আয়েশা বেগম। আকন ভাটপাড়া, কৈজুরী, ফরিদপুর, ৩০ জুন
ছবি: আলীমুজ্জামান
২৪ / ২৪
ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে ওষুধ নিচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। নিউ এভারকেয়ার হসপিটাল, সৈয়দপুর, নীলফামারী, ৩০ জুন
ছবি: প্রথম আলো