ধানখেতের পাশের রাস্তায় বৈদ্যুতিক তারে বসে আছে ঝাঁকে ঝাঁকে ঘুঘু পাখি। সঞ্জয়পুর, দুপচাঁচিয়া, বগুড়া, ২০ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
২ / ২১
স্বচ্ছ জলে ছাড়া হয়েছে নানা রঙের বিদেশি মাছ। পাশেই হাঁসের দল। ব্লু ওয়াটার পার্ক, কোটবাড়ি, কুমিল্লা, ২০ সেপ্টেম্বরছবি: এম সাদেক
৩ / ২১
ভ্যাপসা গরমে কদর রয়েছে হাতপাখার। রাজশাহীর চারঘাট এলাকা থেকে তৈরি তালপাতার পাখা নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করেন এই বিক্রেতা। টেবুনিয়া, পাবনা, ২০ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
৪ / ২১
ভাঙনে নদীতে বিলীন হচ্ছে বাঁধ ও সংলগ্ন সড়ক। ঝুঁকিতে লঞ্চঘাট। পানপট্টি লঞ্চঘাট, গলাচিপা, পটুয়াখালী, ১৯ সেপ্টেম্বরছবি: শংকর দাস
৫ / ২১
দুর্গাপূজার আর মাত্র ১০ দিন বাকি। চলছে প্রতিমা গড়ার কাজ। মা প্রতিমালয়, মহান্ত আস্তানা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বরছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৬ / ২১
করোনার সংক্রমণ বেড়েছে আবার। বিক্রির জন্য ফুটপাতে নানা মাস্ক সাজিয়ে রাখা হয়েছে। জিন্দাবাজার, সিলেট, ২০ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
৭ / ২১
ফলের আড়ত থেকে পাইকারি দরে আখ কিনে বিক্রির জন্য বের হয়েছেন জফির মিয়া। কাজীরবাজার, সিলেট, ২০ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
৮ / ২১
কয়েক দিনের বৃষ্টিতে সিলেটের সুরমা নদীর পানি কিছুটা বেড়েছে। চলছে মাছ ধরা। কুমারগাঁও, সিলেট, ২০ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
৯ / ২১
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ জেলা পর্যায়ের খেলা। প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ১০-০ গোলে জয়ী হয়েছে। জেলা স্টেডিয়াম, খুলনা, ২০ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
১০ / ২১
সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় গাছের আদলে তৈরি করা হয় সড়ক বিভাজক। তবে সংস্কারের অভাবে সেগুলো ভেঙে পড়েছে। মুক্তিযোদ্ধা চত্বর, কদমতলি, সিলেট, ২০ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
১১ / ২১
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হার্ট কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে গাংচর এলাকার দারুল ইনসান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী ও আশপাশের মানুষকে বিনামূল্যে হৃদ্রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। গাংচর, কুমিল্লা, ২০ সেপ্টেম্বরছবি: এম সাদেক
শারদীয় দুর্গোৎসবের দিন ঘনিয়ে আসছে। তাই দম ফেলার ফুরসত নেই ঢোল তৈরির কারিগরদের। চাহিদা থাকায় বাড়িতেই ঢোল তৈরি করছেন চৈতন্য চন্দ্র দাস ও ফুলমালা রানী। প্রতিটি ঢোল ২০০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি করেন। পূজা উপলক্ষে ২০টি ঢোল তৈরির অর্ডার পেয়েছেন তাঁরা। পূর্ব বোরাই, দুপচাঁচিয়া, বগুড়া, ২০ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
১৪ / ২১
নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় কলসিন্দুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দমিছিল। কলসিন্দুর উচ্চবিদ্যালয়, ধোবাউড়া, ময়মনসিংহ, ২০ সেপ্টেম্বরছবি: আনোয়ার হোসেন
১৫ / ২১
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরিসহ নানা মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মুখরোচক হলেও এ ধরনের খাবার খেলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। মোহাম্মদপুর, ঢাকা, ২০ সেপ্টেম্বরছবি: দীপু মালাকার
১৬ / ২১
বাড়ির পাশে খালের পানিতে উচা জাল দিয়ে মাছ ধরছে দুই শিশু। শোভারামপুর, ফরিদপুর, ২০ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
১৭ / ২১
নালা সংস্কারকাজ শেষ হলেও ফুটপাতে স্ল্যাব বসানো হয়নি। এতে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে পথচারীরা। বন্দরটিলা, চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বরছবি: জুয়েল শীল
১৮ / ২১
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কলেজের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় দুই পক্ষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বরছবি: সৌরভ দাশ
১৯ / ২১
বাজারে বিক্রির জন্য ড্রাগন ফল ক্যারেটে সাজিয়ে রাখছেন শ্রমিকেরা। প্রতি কেজি ড্রাগন পাইকারি বিক্রি হবে ৪০০ টাকা দরে। চৈতন্যপুর, গোদাগাড়ী, রাজশাহী, ২০ সেপ্টেম্বরছবি: শহীদুল ইসলাম
২০ / ২১
খেত থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। চৈতন্যপুর, গোদাগাড়ী, রাজশাহী, ২০ সেপ্টেম্বরছবি: শহীদুল ইসলাম
২১ / ২১
বাজারে আমন ধানের চারা বিক্রি করতে নিয়ে এসেছেন কৃষক। তবে আমন রোপণের সময় শেষ হয়ে আসায় তেমন ক্রেতা নেই। গোয়াতলা বাজার, ধোবাউড়া, ময়মনসিংহ, ২০ সেপ্টেম্বরছবি: আনোয়ার হোসেন