মাছ ধরার পলো তৈরি করছেন রেহেনা বেগম। তিনি প্রতিটি পলো ২০০ টাকায় বিক্রি করেন। বোকাই, গেরদা, ফরিদপুর, ২৫ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
৭ / ১১
বাগান থেকে ফুল তুলে তা পলিথিনভর্তি করছেন এক নারীশ্রমিক। এই ফুল শহরে বিক্রির জন্য নেওয়া হবে। ভান্ডারপাইকা, শাজাহানপুর, বগুড়া, ২৬ জানুয়ারিছবি: সোয়েল রানা
৮ / ১১
পোষা প্রাণী বিক্রির হাটে একটি বিড়াল তোলা হয়েছে। দাম চাওয়া হচ্ছে ১৫ হাজার টাকা। বিড়ালটি দেখতে ভিড় জমেছে। নয়াবাটি, খুলনা, ২৫ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৯ / ১১
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ শুক্রবার সর্বনিম্ন ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড়কাঁপানো ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যে গন্তব্যে যাচ্ছেন লোকজন। জালাসী, পঞ্চগড়, ২৬ জানুয়ারিছবি: রাজিউর রহমান