একঝলক (২৬ জানুয়ারি,২০২৪)

১ / ১১
কাছাকাছি নেই কোনো পদচারী–সেতু। এ অবস্থায় ঢাকা-আরিচা মহাসড়কে থাকা বিভাজকের ফাঁক গলিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা। গাবতলী, ঢাকা, ২৬ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম
২ / ১১
ঢাকা-আরিচা মহাসড়কে ব্যাটারিচালিত যান চলাচল নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে, এমনকি উল্টো পথেও চলছে ব্যাটারিচালিত যানবাহন। শালিপুর, আমিনবাজার, ২৬ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম
৩ / ১১
দূষণে তুরাগ নদের পানি কালো রং ধারণ করেছে। পানি থেকে আসছে দুর্গন্ধ। এর মধ্যে চলছে নৌযান। আমিনবাজার, ঢাকা, ২৬ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম
৪ / ১১
ধানের চারা রোপণের জন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন কৃষক সুজন শেখ। পিয়ারপুর, কৈজুরী, ফরিদপুর, ২৬ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৫ / ১১
রস আহরণে খেজুরগাছে হাঁড়ি বাঁধতে উঠেছেন গাছি শওকত শেখ। আলালপুর, কৈজুরী, ফরিদপুর, ২৬ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৬ / ১১
মাছ ধরার পলো তৈরি করছেন রেহেনা বেগম। তিনি প্রতিটি পলো ২০০ টাকায় বিক্রি করেন। বোকাই, গেরদা, ফরিদপুর, ২৫ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৭ / ১১
বাগান থেকে ফুল তুলে তা পলিথিনভর্তি করছেন এক নারীশ্রমিক। এই ফুল শহরে বিক্রির জন্য নেওয়া হবে। ভান্ডারপাইকা, শাজাহানপুর, বগুড়া, ২৬ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৮ / ১১
পোষা প্রাণী বিক্রির হাটে একটি বিড়াল তোলা হয়েছে। দাম চাওয়া হচ্ছে ১৫ হাজার টাকা। বিড়ালটি দেখতে ভিড় জমেছে। নয়াবাটি, খুলনা, ২৫ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১১
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ শুক্রবার সর্বনিম্ন ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড়কাঁপানো ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যে গন্তব্যে যাচ্ছেন লোকজন। জালাসী, পঞ্চগড়, ২৬ জানুয়ারি
ছবি: রাজিউর রহমান
১০ / ১১
আলুখেতে কীটনাশক দিচ্ছেন কৃষক মো. মহসিন। আবিদপুর, বুড়িচং, কুমিল্লা, ২৬ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১১ / ১১
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের উদ্বোধনী। পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়। কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া, ২৬ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ