একঝলক (৪ মার্চ, ২০২৪)

১ / ১৮
গাছের কচি পাতা খাচ্ছে বানর। বালুখালী মধ্যগ্রাম, রাঙামাটি, ৪ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৮
জমি থেকে হলুদ তোলার পর চলছে বাছাইয়ের কাজ। কটকবাজার এলাকা, কুমিল্লা, ৪ মার্চ
ছবি: এম সাদেক
৩ / ১৮
জমি থেকে মুলা তুলে বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছে। অরণ্যপুর এলাকা, কুমিল্লা, ৪ মার্চ
ছবি: এম সাদেক
৪ / ১৮
লোকালয় থেকে একটু দূরে নদীর ধারে নৌকায় বসবাস করে বেদেরা। তালতলী সেতু এলাকা, চরবাড়িয়া, বরিশাল, ৪ মার্চ
ছবি: সাইয়ান
৫ / ১৮
শুকনা মৌসুমে পানি শুকিয়ে যায় চলনবিলে। তাই নৌকাগুলোও অলস পড়ে আছে। চলনবিল, বোয়ালমারী, চাটমোহর, পাবনা, ৪ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৮
শর্ষে ঘরে তোলায় ব্যস্ত কৃষান-কৃষানি। হান্ডিয়াল, চাটমোহর, পাবনা, ৪ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৮
ঘেরের আইলে চাষ করা টমেটো তোলা হচ্ছে বিক্রির জন্য। আড়ংঘাটা, খুলনা, ৪ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৮
কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সাদ্দামবাজার এলাকা, কুষ্টিয়া, ৪ মার্চ
ছবি: তৌহিদী হাসান
৯ / ১৮
বাড়ির পাশের সড়ক ধরে আইসক্রিম নিয়ে আইসক্রিম বিক্রেতা। তা দেখে আইসক্রিম খেতে ছুটে আসে শিশুটি। গোপীনাথপুর এলাকা, রংপুর, ৪ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৮
পাট বপনের জন্য জমি তৈরি করছেন কৃষক। পালিচড়া এলাকা, রংপুর, ৪ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৮
পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষার তরমুজের খেতে কীটনাশক ছিটাচ্ছেন এক চাষি। এই চাষিরা ভোলা থেকে এসে ছয় কানি জমি বর্গা নিয়ে তরমুজের চাষাবাদ করেছেন। আর কিছুদিন পরই খেতে তরমুজের ফলন হবে। পূর্ব হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ৪ মার্চ
ছবি: সাইয়ান
১২ / ১৮
প্রায় ৪০ শতাংশ জমিতে শসার আবাদ করেছেন রঞ্জন চন্দ্র শীল। বাড়ন্ত শসাখেতে ফুল ও ফল ধরা শুরু হয়েছে। সেখানে মাচা তৈরি করছেন তিনি। তেলিহারা গ্রাম, বগুড়া, ৪ মার্চ
ছবি: সোয়েল রানা
১৩ / ১৮
খাবারের সন্ধানে নদীর ওপর উড়ে বেড়াচ্ছে চিল। কোটপার এলাকা, ভাঙ্গা, ফরিদপুর, ৪ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৮
জাল নিয়ে কুমার নদে মাছ ধরতে যাচ্ছেন পেশাদার জেলে। কোটপার, ভাঙ্গা, ফরিদপুর, ৪ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৮
নিজেদের বোরো ধানের খেতে আগাছা পরিষ্কার করতে নিড়ানি দিচ্ছেন এক কিষানি। মানিকনগর এলাকা, তালমা, নগরকান্দা, ফরিদপুর, ৪ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৮
পুকুর থেকে হাত দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। কেশবনগর এলাকা, গেরদা, ফরিদপুর, ৪ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৭ / ১৮
সকালের বাজারে কৃষকের কাছ থেকে টাটকা শাক নিয়ে বাড়ি যাচ্ছেন এক ব্যক্তি। বাখুন্ডা এলাকা, গেরদা, ফরিদপুর, ৪ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৮ / ১৮
যমুনার চরাঞ্চলে গরু-মহিষ লালন পালন করে অনেকে স্বাবলম্বী হচ্ছেন। পড়ন্ত বেলায় চরাঞ্চলে গরু-মহিষ চরাচ্ছেন অনেকে। দীঘলকান্দি ঘাট এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৪ মার্চ
ছবি: সোয়েল রানা