একঝলক (২ জুন ২০২৪)

১ / ২৮
ঘূর্ণিঝড়ে দোকান ক্ষতিগ্রস্ত হয়ে ভিজে যাওয়া লেপ–তোশক রোদে শুকাতে দিচ্ছেন এক বিক্রেতা। বটিয়াঘাটা বাজার, বটিয়াঘাটা, খুলনা, ২ মে
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২৮
খেজুরগাছে বাসা বেঁধেছে বাবুই পাখির দল। লক্ষ্মীপুর গ্রাম, সদর দক্ষিণ, কুমিল্লা, ২ জুন
ছবি: এম সাদেক
৩ / ২৮
গবাদিপশুর জন্য ঘাস–পাতা সংগ্রহ করে পানি পেরিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। ছালাপাক এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২ জুন
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২৮
ঘূর্ণিঝড় রিমালের সময় আসবাব অন্যের বাড়িতে রেখেছিলেন। কলাগাছ দিয়ে তৈরি ভেলায় সেগুলো আবার বাড়িতে নিয়ে আসছেন এক ব্যক্তি। মাঝেরচর, বরগুনা, ২ জুন
ছবি: মোহাম্মদ রফিক
৫ / ২৮
সড়কের পাশে গাছে থোকায় থোকায় ঝুলছে লটকন। টিটিসি সড়ক, রাঙামাটি, ২ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৮
লাকড়িবোঝাই ব্যাটারিচালিত রিকশাভ্যানটি রেলক্রসিং পার হতে গিয়ে উল্টে যায়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, তেমুহনী রেলক্রসিং, সাতকানিয়া, চট্টগ্রাম, ২ জুন
ছবি: মামুন মুহাম্মদ
৭ / ২৮
ঝাঁকি দিলে যেন আম পানিতে না পড়ে এ জন্য গাছের নিচে জাল পেতে ধরেছেন তাঁরা। জ্ঞান দিয়া এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২ জুন
ছবি: আলীমুজ্জামান
৮ / ২৮
ভ্যানে কাঁঠাল সাজিয়ে রেখেছেন এক খুচরা বিক্রেতা। কয়েকজন ক্রেতা কাঁঠালের দরদাম করছেন। জিন্দাবাজার এলাকা, সিলেট, ২ জুন
ছবি: আনিস মাহমুদ
৯ / ২৮
লিচুর থোকা উঁচিয়ে ধরে ক্রেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন এক বিক্রেতা। স্টেশন সড়ক, বগুড়া, ২ জুন
ছবি: সোয়েল রানা
১০ / ২৮
সুরমা নদীর পানি উপচে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নালা-নর্দমায় ভাসছে ময়লা-আবর্জনা। শাহজালাল উপশহর এলাকা, সিলেট, ২ জুন
ছবি: আনিস মাহমুদ
১১ / ২৮
সংস্কারকাজ চলায় খালের পানির ওপর দেওয়া হয়েছে লোহার পাত। পানিতে পড়ার ঝুঁকি নিয়ে এর ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। চকবাজার ফুলতলা, চট্টগ্রাম, ২ জুন
ছবি: জুয়েল শীল
১২ / ২৮
ফুলের ওপর বসেছে বাহারি রঙের একটি প্রজাপতি। মহিপুর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৮
প্রচণ্ড গরমে গাছের ছায়ায় বসে আছে একটি বানর। ঘিলাছড়ি মোনপাড়া, নানিয়ারচর, রাঙামাটি, ২ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২৮
সুরমা নদীর পানি বেড়ে নগরের অনেক সড়ক তিন দিন ধরে জলমগ্ন। সেই পানি মাড়িয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন এক ব্যক্তি। শাহজালাল উপশহর এলাকা, সিলেট, ২ জুন
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৮
বাহারি রঙের হাতপাখার পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। চাঁদনি বাজার এলাকা, বগুড়া, ২ জুন
ছবি: সোয়েল রানা
১৬ / ২৮
খেত থেকে তুলে গাছ থেকে বাদাম আলাদা করে রাখছেন দিনমজুরেরা। কলাগাছি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২৮
পার্বত্য এলাকা থেকে আসা কাঁঠাল কিনছেন খুচরা বিক্রেতারা। কদমতলী এলাকা, চট্টগ্রাম, ২ জুন
ছবি: সৌরভ দাশ
১৮ / ২৮
নদীতে গলদা চিংড়ির রেণু আহরণ করছেন স্থানীয় লোকজন। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২৮
মাসের শুরুতে বাসা বদল করেন অনেকেই। গাদাগাদি করে মালামালসহ ঝুঁকি নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ২ জুন
ছবি: আশরাফুল আলম
২০ / ২৮
বৃষ্টির পানির স্রোতে সড়কের এক পাশের মাটি ও ইট সরে গেছে। ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী যানবাহন। পূর্ব ইচলি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২ জুন
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৮
অনলাইন হাটে বিক্রির জন্য উটের ছবি তুলছেন খামারের এক কর্মী। দেওয়ানবাগ শরিফের উটের খামার, দক্ষিণ কমলাপুর, ঢাকা, ২ জুন
ছবি: দীপু মালাকার
২২ / ২৮
ধান পেকেছে। পাকা ধানের খেতের পাশে দুটি পাঁতিহাস। নাজিরপুর, পাবনা, ২ জুন
ছবি: হাসান মাহমুদ
২৩ / ২৮
হাতে ব্যাটারিচালিত ছোট্ট ফ্যান নিয়ে অভিভাবকের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছে দুই শিশুশিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ২ জুন
ছবি: আশরাফুল আলম
২৪ / ২৮
বাগানে পিঁপড়ার বাসা থেকে ডিম সংগ্রহে বেরিয়েছেন মাছশিকারি আফজাল শেখ। দয়ারামপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২ জুন
ছবি: আলীমুজ্জামান
২৫ / ২৮
এভারেস্টজয়ী বাবর আলীকে অভিবাদন জানিয়ে সাইকেল শোভাযাত্রার আয়োজন করে ভার্টিক্যাল ড্রিমার নামের একটি সংগঠন। অনন্যা আবাসিক এলাকা, চট্টগ্রাম, ২ জুন
ছবি: জুয়েল শীল
২৬ / ২৮
প্রচণ্ড গরমের মধ্যে আইসক্রিমের দোকানে স্কুলশিক্ষার্থীদের ভিড়। চকবাজার এলাকা, চট্টগ্রাম, ২ জুন
ছবি: জুয়েল শীল
২৭ / ২৮
ঝড়ে নুয়ে পড়া ধানগাছ টেনে তুলছেন এক চাষি। শালডাঙ্গা গ্রাম, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, ২ জুন
ছবি: মুজিবর রহমান খান
২৮ / ২৮
চারুকলা বিভাগের ভবন নির্মাণের জন্য কাটা হয়েছে শতাধিক গাঠ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ২ জুন
ছবি: আব্দুল্লাহ আল মামুন