কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে। কাউনিয়া, বরিশাল, ১৫ এপ্রিলছবি: সাইয়ান
৪ / ১৮
সাংগ্রাই জল উৎসব বা মৈত্রী পানিবর্ষণের গেট তৈরি করা হয়েছে অনুষ্ঠানস্থলে। অনেকেই এসে ছবি তুলছেন স্মৃতি ধরে রাখতে। চিংম্রং বৌদ্ধ মন্দির প্রাঙ্গণ, রাঙামাটি, ১৫ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৮
মাইলাম ফল। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি থেকে এনে সড়কে ঘুরে ঘুরে বিক্রি করছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ী শাহ আলম। রাজগঞ্জ বাজার, কুমিল্লা, ১৫ এপ্রিলছবি: আবদুর রহমান
৬ / ১৮
কালবৈশাখীর ঝোড়ো বাতাসে কৃষকের রোপণ করা বোরো ধান নুয়ে পড়েছে। অপরিপক্ব সেই ধান কেটে নিচ্ছেন কৃষক। সারসি, কাশিপুর, বরিশাল, ১৪ এপ্রিলছবি: সাইয়ান
৭ / ১৮
সড়কের পাশে ফুটে থাকা বনফুলে বসেছে রঙিন প্রজাপতি। পালপাড়া, কুমিল্লা, ১৫ এপ্রিলছবি: আবদুর রহমান
৮ / ১৮
ব্রাহ্মণবাড়িয়ার কলিকুণ্ডা গ্রামে পণ্যের বিনিময়ে শুঁটকির ঐতিহ্যবাহী মেলায় এসেছেন ক্রেতা–বিক্রেতারা। নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ১৫ এপ্রিলছবি: শাহাদৎ হোসেন
৯ / ১৮
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা, হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। একাডেমিক ভবনের সামনে, সুনামগঞ্জ, ১৫ এপ্রিলছবি: প্রথম আলো
১০ / ১৮
হল খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা ‘দুর্বার বাংলা চত্বরে’ অবস্থান নেন। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা, ১৫ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৮
মারমা জনগোষ্ঠীর সামাজিক উৎসব সাংগ্রাই জল উৎসব বা মৈত্রী পানি বর্ষণ শুরু হয়েছে মঙ্গলবার দুপুরে। কাপ্তাই, রাঙামাটি, ১৫ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৮
ভরা বর্ষায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মাছ শিকার করলেও অল্প পানিতে দলবদ্ধ হয়ে মাছ শিকার করা স্থানীয় ঐতিহ্য। নলি বিল, কিশোরগঞ্জছবি: তাফসিলুল আজিজ
১৩ / ১৮
৬ দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করায় ভোগান্তিতে পড়েন পথচারীরা। শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর, রাজশাহী, ১৫ এপ্রিলছবি: শহীদুল ইসলাম
১৪ / ১৮
রসালো ফল আনারসের মৌসুম এখন। বাজারে পাওয়া যাচ্ছে আনারস। শ্রীমঙ্গল থেকে আনারস এনে সিলেটের পাইকারি বাজারে নামানো হচ্ছে। এখান থেকে খুচরা বাজারে যাবে এসব আনারস। কদমতলী, সিলেট, ১৫ এপ্রিল।ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৮
রাজশাহীতে দুটি ঘড়িয়াল পুকুরে ছেড়ে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন করে সামাজিক বন বিভাগ, রাজশাহী। বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ নার্সারি পুকুর, রাজশাহী, ১৫ এপ্রিলছবি: শহীদুল ইসলাম রাজশাহী
১৬ / ১৮
বৈশাখ মাসে হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা। ধান কাটার সরঞ্জাম নিয়ে মৌসুমি শ্রমিকেরা ছুটছেন হাওরে। বৈশাখ এলেই এমন চিত্রের দেখা মেলে। কদমতলী, সিলেট, ১৫ এপ্রিল।ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৮
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত দুই দিনব্যাপী বৈশাখী মেলায় মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র বিক্রি হচ্ছে। বাইতুল ইজ্জতের বিজিবি প্রশিক্ষণ মাঠ, সাতকানিয়া, চট্টগ্রাম, ১৫ এপ্রিল।ছবি: মামুন মুহাম্মদ
১৮ / ১৮
খেলার মাঠ দখল করে মাসব্যাপী চলছিল বৈশাখী বিভিন্ন পণ্যের মেলা। পাশাপাশি বিনোদনের জন্য বসানো হয়েছিল নানা রকম খেলনার উপকরণ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক অভিযানে মেলার স্টলগুলো উচ্ছেদ করা হচ্ছে। মিরপুরের পল্লবী প্যারিস রোড, মিরপুর, ১৫ এপ্রিলছবি: জাহিদুল করিম