একঝলক (২৭ এপ্রিল ২০২৪)

১ / ২৩
চলমান তাপপ্রবাহে পানির অভাবে পুড়ে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। সেই রোদ উপেক্ষা করে জমিতে সেচ দিতে নেমেছেন এই কৃষক। মালঞ্চী, পাবনা, ২৭ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২ / ২৩
প্রচণ্ড রোদে খোলা মাঠে ধান কাটতে গিয়ে কিছুক্ষণ পরপর হাঁপিয়ে উঠছেন কৃষক। ঘামে ভিজে একাকার তাঁরা। এ অবস্থায় পানি খেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছেন এক কৃষক। ইলাইপুর, রূপসা, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২৩
অসহনীয় গরমে বেড়েছে বৈদ্যুতিক পাখার চাহিদা। দোকান থেকে নতুন পাখা কিনে নিয়ে যাচ্ছেন তাঁরা।  নয়াসড়ক এলাকা, সিলেট, ২৭ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৪ / ২৩
মধুর খোঁজে ফুলে ফুলে ঘুরছে প্রজাপতি। নৈহাটি, রূপসা, খুলনা, ২৭ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২৩
রোদের মধ্যে কাজের ফাঁকে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন কয়েকজন কৃষক। পাবনায় টানা চলমান তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ভুরভুরিয়া, মালঞ্চী, পাবনা, ২৭ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৬ / ২৩
মান্দার ফুলে বসন্তবাউরি। ফুরমোন পাহাড় এলাকা, রাঙামাটি, ২৭ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৩
তাপপ্রবাহ থাকার কারণে শিশুদের অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি থাকে। চিকিৎসকেরা বলেছেন, সবাইকে পর্যাপ্ত পানি পান করতে হবে। এক শিশুকে পানি পান করাচ্ছেন তার বাবা। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল, ২৭ এপ্রিল
ছবি: সাইয়ান
৮ / ২৩
মাঠ থেকে ধান কেটে বাড়িতে নিচ্ছেন চাষিরা। অভিরাম এলাকা, রংপুর, ২৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২৩
গরমের কারণে অনেকেই প্রশান্তি পেতে কীর্তনখোলা নদীর তীরে পার্কে ঘুরতে আসেন। অভিভাবকের সঙ্গে ঘুরতে আসা এক শিশু গরমে তৃষ্ণা মেটাতে মালাই খাচ্ছে। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল, ২৭ এপ্রিল
ছবি: সাইয়ান
১০ / ২৩
বোরো ধান কাটা শুরু হয়েছে। ফলন ভালো হওয়ায় চাষি সাবু মিয়ার মুখে হাসি। বত্তর বিল এলাকা, রংপুর, ২৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২৩
গরমে ক্লান্ত হয়ে প্রশান্তি পেতে ভ্যান গাছের নিচে রেখে তার ওপর ঘুমিয়ে পড়েছেন এক দিনমজুর। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল, ২৭ এপ্রিল
ছবি: সাইয়ান
১২ / ২৩
পাহাড়ি দুই কিশোরী নাটাইয়ে সুতা গেটে নিচ্ছে, আরেক তরুণী দোপাট্টা পিনোন বোনার কাজে ব্যস্ত। তৈমিদুং গ্রাম, রাঙামাটি, ২৭ এপ্রিল
ছবি:  সুপ্রিয় চাকমা
১৩ / ২৩
চরাঞ্চলে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারের দামও যাচ্ছে বেশ ভালো। বাড়ির উঠানে ভুট্টা রোদে শুকাচ্ছেন গৃহবধূ হাসনা বেগম। বাজারে প্রতি মণ ভুট্টা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভাসানচর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২৭ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২৩
গরমের মধ্যে ছাগলের পালকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বুড়িরহাট এলাকা, রংপুর, ২৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৩
হাঁসফাঁস গরমে খেয়ে ফেলে দেওয়া তরমুজের স্বাদ নিচ্ছে কাকটি। গোয়ালখালী, খুলনা, ২৭ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২৩
হাওরের সর্বত্র এখন ধানমাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা। ধানের খড় শুকানো ও স্তূপ করে রাখা হচ্ছে খলায়। মজলিশপুর এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ২৭ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
১৭ / ২৩
অতিরিক্ত গরমে অতিষ্ঠ নগরবাসী। রোদ থেকে সুরক্ষা পেতে হাতে থাকা জিপফাইল দিয়ে মাথা আড়াল করার চেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৭ এপ্রিল।
ছবি: সাজিদ হোসেন
১৮ / ২৩
বিল থেকে কচুরিপানা ফুল তুলে ধানখেতের আল দিয়ে বাড়ি ফিরছে দুরন্ত শিশুরা। বত্তর বিল, রংপুর, ২৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২৩
সড়কে উন্নয়নকাজের অব্যবস্থাপনায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। চরম ভোগান্তিতে চলাচলকারীরা। দয়াগঞ্জ এলাকা, ঢাকা, ২৭ এপ্রিল।
ছবি: দীপু মালাকার
২০ / ২৩
গরমে অস্থির দশম শ্রেণির শিক্ষার্থী কারিশমা রায় গাছের ছায়ায় বাঁশের তৈরি মাচায় বসে লেখাপড়া করছে। মধ্য অভিরাম এলাকা, রংপুর, ২৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৩
বৈদ্যুতিক তার স্থাপনের জন্য সড়ক খুঁড়ে কাজ করছে ডিপিডিসি। চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন যাতায়াতকারীরা। শান্তিনগর এলাকা, ঢাকা, ২৭ এপ্রিল
ছবি: দীপু মালাকার
২২ / ২৩
কৃষক রনি শিকদার নিজের জমিতে আবাদ করা ঢ্যাঁড়স সংগ্রহ করছেন। বর্তমানে প্রতি কেজির দাম ৩০ টাকা। তিনি প্রতিদিন ২০ কেজি করে টানা ৩০ দিন ধরে তাঁর ১২ শতক জমি থেকে ঢ্যাঁড়স সংগ্রহ করছেন। ইছাপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ এপ্রিল
ছবি: আবদুর রহমান ঢালী
২৩ / ২৩
গরমে একটু প্রশান্তির জন্য গাছের ছায়ায় বস্তা দিয়ে দোলনা তৈরি করে দুলছে দুই শিশু। অভিরাম এলাকা, রংপুর, ২৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম