খুলনা শহরের অন্যতম প্রবেশপথ বয়রা বাজার মোড় থেকে মোস্তর মোড় বাইপাস লিংক সড়ক। এটি বড় একটি অংশ দীর্ঘদিন ধরে নির্মাণাধীন। ধুলায় অতিষ্ঠ চলাচলকারী ও এলাকাবাসী। রায়ের মহল, খুলনা, ২৩ মার্চছবি: সাদ্দাম হোসেন
২ / ২৫
নীলগলা ফিদ্দা পাখি সাধারণত একাকী থাকে। আর রাতে বিল বা জলাশয়ের ধারে ঝোপে অন্য পাখিদের সঙ্গে থাকে। এরা মূলত পরিযায়ী পাখি। যা শীতে আমাদের দেশে কিছুদিনের জন্য আসে তারপর আবার ফিরে যায়। কালিরকোল, পাবনা, ২৩ মার্চছবি: হাসান মাহমুদ
পাবনায় দীর্ঘদিন ধরে মাঠা ও বোরহানি বিক্রি করেন জাফর হোসেন টাক্কু। পবিত্র রমজানে ইফতারিতে অনেকেরই পছন্দ স্থানীয়ভাবে পরিচিত এই ‘টাক্কু ভাইয়ের মাঠা ও বোরহানি’। এবার প্রতি লিটার মাঠা ১৮০ টাকা ও বোরহানি ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। শহীদ মার্কেট, রূপকথা সড়ক, পাবনা, ২৩ মার্চছবি: হাসান মাহমুদ
৫ / ২৫
রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে পড়েছে। ছুটির দিনে বাড়ির পাশে মাঠে ঘুড়ি ওড়াতে ব্যস্ত দুই শিশু। পিয়ারপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৩ মার্চছবি: আলীমুজ্জামান
৬ / ২৫
বরিশালের ভোলা থেকে নদীপথে আসা তরমুজ আড়তে নিচ্ছেন শ্রমিকেরা। আকার অনুযায়ী এসব তরমুজ পাইকারি ৮০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। চারারগোপ ফলের আড়ত, নারায়ণগঞ্জ, ২৩ মার্চছবি: দিনার মাহমুদ
৭ / ২৫
গবাদিপশুর খাবারের জন্য মাঠ থেকে ঘাস সংগ্রহ করছেন এক গৃহবধূ। পসরা এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৩ মার্চছবি: আলীমুজ্জামান
তঞ্চঙ্গ্যাপাড়ার প্রায় অর্ধশত পরিবারের মানুষের শহরের সঙ্গে যোগাযোগমাধ্যম বাঁশের তৈরি এ সাঁকো। গ্রামবাসীর তৈরি প্রায় ২০০ মিটার লম্বা এ সাঁকো দিয়ে যাওয়া-আসা চরম ঝুঁকিপূর্ণ। তঞ্চঙ্গ্যাপাড়া, রাঙামাটি, ২৩ মার্চছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২৫
কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত নিকলী উপজেলায় মিষ্টি আলুর চাষ বেশি হয়েছে। জেলার মোট ১ হাজার ৩৭০ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে, এর মধ্যে নিকলীতেই চাষ হয়েছে ৩১০ হেক্টর জমিতে। জমি থেকে মিষ্টি আলু তুলে শত শত বস্তায় ভরে রাখা হচ্ছে। বেড়িবাঁধ এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ২৩ মার্চছবি: তাফসিলুল আজিজ
স্বাধীনতা দিবস উপলক্ষে ফুলের চাহিদা বেড়েছে। বাগান থেকে গোলাপ তুলছেন চাষি আনিসুল হক। এই ফুল যাবে পঞ্চগড় জেলা শহরে। পক্ষীফান্দা এলাকা, রংপুর, ২৩ মার্চছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৫
বৃষ্টিতে বেহাল হয়ে পড়ে চট্টগ্রাম নগরের স্ট্যান্ড রোড। এতে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় লোকজন ও চালকদের। আনুমাঝির ঘাট এলাকা, চট্টগ্রাম, ২৩ মার্চছবি: সৌরভ দাশ
১৪ / ২৫
ইফতারে শরবত বানানোর জন্য এখন তোকমার চাহিদা রয়েছে ব্যাপক। সেই সুযোগে ভ্যানে করে তোকমা বিক্রি করছেন এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি করছেন। মনোহরপুর এলাকা, কুমিল্লা, ২৩ মার্চছবি: এম সাদেক
১৫ / ২৫
ইন্টার্ন ডাক্তাররা বকেয়া বেতন-ভাতার দাবিতে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন। ঢাকা, ২৩ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বির আহমেদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি কলেজের সামনে মানববন্ধন করে। মহাখালী, ঢাকা, ২৩ মার্চছবি: সাজিদ হোসেন
১৮ / ২৫
ভুট্টাখেতের আগাছা পরিষ্কার করছেন চাষি। খেতে লাগানোর পর গাছে ভুট্টা আসতে ১৪০ থেকে ১৪৫ দিন সময় লাগে। বটতলা এলাকা, চাঁদপাশা, বাবুগঞ্জ, বরিশাল, ২৩ মার্চছবি: সাইয়ান
১৯ / ২৫
ধনেখেতে আগাছা পরিষ্কার করছেন ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. রিয়াজ হোসেন। পড়াশোনার পাশাপাশি তিনি কৃষিকাজ করেন। বটতলা এলাকা, চাঁদপাশা, বাবুগঞ্জ, বরিশাল, ২৩ মার্চছবি: সাইয়ান
২০ / ২৫
জমি থেকে মরিচ তুলছেন চাষিরা। প্রতি কেজি পাইকারি বিক্রি করছেন ৪০ টাকায়। সাহবাজপুর এলাকা, রংপুর, ২৩ মার্চছবি: মঈনুল ইসলাম
২১ / ২৫
গত দুই দিনের বৃষ্টিতে ইটভাটায় ইট নষ্ট হয়ে গেছে। সেখান থেকে বাছাই করে ইট পোড়াতে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। মমিনপুর এলাকা, রংপুর, ২৩ মার্চছবি: মঈনুল ইসলাম
২২ / ২৫
বৈশাখকে ঘিরে নানা রকম মাটির পাত্রের চাহিদা বেড়ে যায়। তাই কুমারেরা এখন মাটির পাত্র তৈরি ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন। মমিনপুর এলাকা, রংপুর, ২৩ মার্চছবি: মঈনুল ইসলাম
২৩ / ২৫
কৃষক জয়নাল আবেদীন মুন্সী নারী শ্রমিকদের নিয়ে ভালো মানের আলু বাছাই করে হিমাগারে সংরক্ষণ করার জন্য বস্তা করছেন। ঢাকারগাঁও, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ মার্চছবি: আবদুর রহমান ঢালী
২৪ / ২৫
মাটি কেটে স্তূপ করে রাখা হয়েছে। সেটি শিশুদের কাছে অনেকটা ‘পাহাড়ের’ মতো। শিশুরা সেই মাটির স্তূপের উঁচু স্থান থেকে নিচে পিছলে নামার খেলায় মেতেছে। লবণচরা, খুলনা, ২৩ মার্চছবি: সাদ্দাম হোসেন
২৫ / ২৫
খেত থেকে মরিচ উত্তোলন করার পর মালিকের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। যাঁরা মরিচ তোলার কাজ করেন, তাঁরা ১৫ ভাগের ১ ভাগ পান। ঢাকারগাঁও, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ মার্চছবি: আবদুর রহমান ঢালী