বুকের ওমে ছানাদের জড়িয়ে নিয়ে রোদে বসে আছে মুরগি। পীরগঞ্জ, রংপুর, ১১ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
২ / ১৩
সূর্যের আলো পড়ে ঝিলমিল করছে নদীর পানি। পদ্মা ঘাট, পাবনা, ১১ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
৩ / ১৩
হাজারি বড়শিতে ধরা ১৬ কেজি ওজনের পদ্মা নদীর এই বোয়াল মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। গোয়ালন্দ, রাজবাড়ী, ১১ জানুয়ারিছবি: এম রাশেদুল হক
৪ / ১৩
গরু দিয়ে জমিতে মই দিচ্ছেন এক কৃষক। জমি তৈরি হলে মরিচের চারা রোপণ করবেন। মিঠাপুকুর, রংপুর, ১১ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৫ / ১৩
যান্ত্রিক বিভিন্ন পরিবহনের ভিড়ে রমজান গায়েন এখনো মহিষের গাড়ি চালিয়ে সংসার চালান। পাককোলা, দৌলতপুর, কুষ্টিয়া, ১১ জানুয়ারিছবি: কবির হোসেন
৬ / ১৩
শীতের শুষ্ক আবহাওয়ায় বাতাসে দূষণ ও ধুলার পরিমাণ বেড়ে গেছে। দূষিত বাতাস থেকে নিজেকে রক্ষা করতে এই সময় মানুষ মাস্কের ব্যবহার বেশি করেন। খুলনায় সড়কের ধারে বিক্রি হচ্ছে নানা ধরনের মাস্ক। ফুলবাড়ী গেট, খুলনা, ১১ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৩
রান্নার জন্য বাড়ির পাশে ডোবা থেকে কলমিশাক তুলছে একটি শিশু। দিগনগর, কানাইপুর, ফরিদপুর, ১১ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
৮ / ১৩
পাহাড়ি গ্রামগুলো থেকে কলা সংগ্রহের পর বিক্রির জন্য সেগুলো নৌপথে রাঙামাটি শহরে নিয়ে যাওয়া হচ্ছে। শশী দেওয়ানপাড়া, রাঙামাটি, ১১ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৩
১৯৪২ সালের ১৮ জুলাই নাৎসি ক্যাম্পের ভয়াবহতার মধ্যেও পোল্যান্ডের ওয়ারশ ঘেটোতে (বন্দী নিবাস) শিশুদের নিয়ে মঞ্চায়ন হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ডাকঘর’ নাটক। সেই সত্য ঘটনাকে কেন্দ্রে রেখে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটক বিনির্মাণ করেছে ফুলকি। ‘পোচতা’ নামের এই নাটক আজ মঞ্চায়ন হয় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে। নির্দেশনায় ছিলেন মুবিদুর রহমান সুজাত। ১১ জানুয়ারিছবি: সৌরভ দাশ
১০ / ১৩
তীব্র ঠান্ডায় গাছের ডালে জবুথবু হয়ে বসে আছে একটি কানাকুয়া পাখি। এই পাখিকে কানা কুবা নামেও ডাকা হয়। দীঘলি বাঁক, রাঙামাটি, ১১ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৩
কুয়াশায় মোড়া শীতের সকালে এখনো সূর্যের দেখা মেলেনি। পাতাহীন গাছের মগডালে বসে আছে কয়েকটি পাখি। চেলোপাড়া, বগুড়া শহর, ১১ জানুয়ারিছবি: সোয়েল রানা
১২ / ১৩
খেতে চাষাবাদে ব্যস্ত কিষান–কিষানি। পাশে দুরন্তপনায় মেতেছে এক শিশু। বিল সরলিয়া, গাবতলী, বগুড়া, ১১ জানুয়ারিছবি: সোয়েল রানা
১৩ / ১৩
তৈরি করা হচ্ছে নতুন বাস। ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। শ্রীপুর বাস টার্মিনাল, রাজবাড়ী, ১১ জানুয়ারিছবি: এম রাশেদুল হক