একঝলক (২৭ নভেম্বর ২০২৫)

১ / ২০
হেমন্তের সকালে সবুজ পাহাড়ের কোলে সাদা মেঘের ভেলা। ফুরোমোন পাহাড়, সাপছড়ি, রাঙামাটি, ২৭ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২০
পড়ন্ত বিকেলে হাওরের জলে নৌকা ভাসিয়ে মাছ শিকারে ব্যস্ত মৎস্যজীবীরা। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ২৭ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৩ / ২০
বাজারে বাঁশ–বেতের ঝুড়ি বিক্রি করতে এনেছেন তিনি। ঘাগড়া, রাঙামাটি, ২৭ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
গাছের ডালে বসে আছে লং-টেইলড শ্রাইক পাখি। বারৈজ্জার হাট, বরিশাল, ২৭ নভেম্বর
ছবি: সাইয়ান
৫ / ২০
টাঙ্গাইলের মধুপুর থেকে বিক্রির জন্য আনারস এনেছেন এই ব্যবসায়ী। খাসবাগ, রংপুর, ২৭ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২০
কার্গো ট্রলার পাড়ে উঠিয়ে মেরামত শেষে রঙের আঁচড় দিচ্ছেন রংমিস্ত্রি। বালিয়াঘাটা, ফরিদপুর, ২৭ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৭ / ২০
পথে ফেরি করে কুলা বিক্রি করছেন এই ব্যক্তি। মালতিনগর, বগুড়া, ২৭ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ২০
হাওরে পানি কমেছে, শুরু হয়েছে বোরো রোপণের প্রস্তুতি। হাওরের জমিতে বীজতলা তৈরি করতে জমি প্রস্তুত করছেন কৃষক। পারাইরচক, দক্ষিণ সুরমা, সিলেট, ২৭ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৯ / ২০
বাড়ির উঠানে সকালের নরম রোদে শিশুদের পড়াতে বসিয়েছেন এক নারী। ক্ষিদ্রধামা, বগুড়া, ২৭ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১০ / ২০
শুকিয়ে আসছে পদ্মা নদীর শাখা খালের পানি। সেখান দিয়ে হেঁটে পার হচ্ছেন নদীপারের মানুষেরা। বালিয়াঘাটা, ডিক্রির চর, ফরিদপুর, ২৭ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১১ / ২০
মাকড়সার জালে জমেছে শিশিরবিন্দু। ক্রাইক্ষ্যংপাড়া, বান্দরবান, ২৭ নভেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১২ / ২০
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চতুরবাড়ি ক্যাম্পের বিওপির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। পাটগ্রাম, লালমনিরহাট, ২৭ নভেম্বর
ছবি: সফিউল আলম
১৩ / ২০
জলাশয়ে মাছ ধরতে বড়শি ফেলেছেন তিনি। বাদুরগাছা, ডুমুরিয়া, খুলনা, ২৭ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২০
খেত থেকে তোলা বেগুন বাছাই করে বস্তায় ভরছেন কৃষকেরা। কমলাপুর, ধাক্কামারা, পঞ্চগড়, ২৭ নভেম্বর
ছবি: রাজিউর রহমান
১৫ / ২০
জলাশয়ের ধারে জোড়া মাছরাঙা। বানিয়াখালী, ডুমুরিয়া, খুলনা, ২৭ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২০
সন্ধ্যা নামার আগে বিদ্যুতের খুঁটিতে এসে বসতে শুরু করেছে চিলগুলো। জলকরকান্দি, সিলেট, ২৭ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
বিক্রির জন্য লাউয়ের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। কামালকাছনা, রংপুর, ২৭ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২০
পুরোদমে শুরু হয়েছে ভাটায় ইট তৈরির কাজ। পুরুষদের পাশাপাশি ভাটায় কাজ করছেন নারী শ্রমিকেরাও। পালডাঙ্গী, ফরিদপুর, ২৭ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২০
শহরের অলিগলি ঘুরে বাঁশের তৈরি গৃহস্থালি পণ্য বিক্রি করছেন ফেরিওয়ালা। মাহীগঞ্জ, রংপুর, ২৭ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২০
দিনব্যাপী চাকরি মেলায় আসা চাকরি প্রার্থীরা। রাজশাহী কলেজ প্রাঙ্গণ, ২৭ নভেম্বর
ছবি: শফিকুল ইসলাম