একঝলক (২৬ মার্চ ২০২৪)

১ / ১৪
বৃষ্টিতে বেড়েছে নদ-নদীর পানি। নতুন ঘোলা পানিতে নৌকায় করে মাছ শিকারের অপেক্ষায় দুই মৎস্যজীবী। চেঙ্গেরখাল এলাকা, সিলেট, ২৬ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২ / ১৪
ধুলায় ধূসর সড়ক। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়ক, মুন্সিখোলা, নারায়ণগঞ্জ, ২৬ মার্চ
ছবি: দিনার মাহমুদ
৩ / ১৪
মাঠ থেকে পাকা গম কাটছেন কৃষকেরা। পাঁচথুবী গ্রাম, কুমিল্লা, ২৬ মার্চ
ছবি: এম সাদেক
৪ / ১৪
বাঁশ দিয়ে বসার জন্য মোড়া তৈরি করছেন এই দম্পতি। প্রতিটি মোড়া বিক্রি করেন ২০০ থেকে ২৫০ টাকায়। বৈকুণ্ঠপুর এলাকা, রংপুর, ২৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৪
গত রাতের ঝোড়ো বৃষ্টিতে হেলে পড়েছে ঘাস। হেলে পড়া এসব ঘাস নষ্ট হওয়ার আশঙ্কায় কেটে ফেলছেন চাষিরা। শ্যামপুর এলাকা, রংপুর, ২৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৪
আসছে ঈদ। তাই রিকশায়  গ্রামের পথে থান কাপড় বিক্রি করতে বেরিয়েছেন এই ব্যবসায়ী। কাপড় দেখতে ভিড় জমছে নারীদেরও। কেরানীহাট এলাকা, রংপুর, ২৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৪
শারীরিক প্রতিবন্ধী সুজন দাস (৫৫)। এই প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে নিজ হাতে তৈরি করা বাঁশের গৃহস্থালি পণ্য ডালি ও কুলা নিয়ে গ্রামের পথে ঘুরে ঘুরে বিক্রি করেন তিনি। রাজেন্দ্রপুর এলাকা, রংপুর, ২৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৪
আকাশ মেঘাচ্ছন্ন। যেকোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তাই ইটভাটায় ইটের স্তূপ পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। লাহিড়ীহাট এলাকা, রংপুর, ২৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৪
সিলেট অঞ্চলের বিভিন্ন নদ-নদী থেকে বালু উত্তোলন করে তা নদীর পাড়েই বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়। সেখান থেকে ট্রাকে করে বালু নিয়ে যাওয়া হচ্ছে। বাদাঘাট এলাকা, সিলেট, ২৬ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৪
ঈদে যাত্রী পরিবহন করতে পুরোনো বাস মেরামত করে রং করছেন মিস্ত্রিরা। পূর্ব পালশা এলাকা, বগুড়া, ২৬ মার্চ
ছবি: সোয়েল রানা
১১ / ১৪
স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ স্বল্প আয়ের মানুষের জন্য কম মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি করছে। প্রতি ডজন ডিম ১০০ টাকা, প্রতি লিটার দুধ ৭০ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। সুলভ মূল্যে পণ্য নিতে মানুষ ভিড় করছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এলাকা, কুমিল্লা, ২৬ মার্চ
ছবি: এম সাদেক
১২ / ১৪
দাম বেশি পাওয়ার আশায় আলু এখন বিক্রি না করে হিমাগারে সংরক্ষণ করবেন। এ কারণে খেত থেকে আলু তোলার পর স্তূপ করে রাখা হচ্ছে। বিটেশ্বর, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ১৪
মিষ্টি আলুখেতের আগাছা পরিষ্কার করছেন এই চাষি। দক্ষিণ মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ১৪
সড়কের ধারে বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে জলডুগি  আনারস। পাইকারি দরে প্রতি কেজি আনারস ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। স্টেশন সড়ক, বগুড়া, ২৬ মার্চ
ছবি: সোয়েল রানা