একঝলক (৯ মার্চ, ২০২৪)

১ / ১৮
বোরো ধানের খেতে সেচ দিতে এক জমি থেকে আরেক জমিতে নিয়ে যাওয়া হচ্ছে সেচযন্ত্র। চিলারঝার, রংপুর, ৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৮
জমিতে বেড়ে উঠেছে বোরো ধান। সেই সঙ্গে বাড়ছে আগাছাও। দল বেঁধে আগাছা পরিষ্কার করছেন একদল নারী শ্রমিক। চিলারঝার, রংপুর, ৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৮
খেতে কাজ করতে করতে তৃষ্ণার্ত হয়ে পড়া একন শ্রমিক খেজুরের রস বিক্রেতাকে ডেকে রস পান করছেন। খটখটিয়া, রংপুর, ৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৮
হাওরের ঐতিহ্য পলো বাওয়া উৎসবে বিলে মাছ ধরায় ব্যস্ত শত শত শৌখিন মাছ শিকারি। মিঠামইন সদর, কিশোরগঞ্জ, ৯ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
৫ / ১৮
পাবনার নৃত্য সংগঠন ‘গন্তব্য’ আয়োজিত বসন্ত উৎসবে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। কৃষ্ণপুর, পাবনা, ৯ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৮
বিল থেকে ঘাস সংগ্রহ করে নৌকায় বাড়ি ফিরছেন এক ব্যক্তি। নগর সেতু এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ৯ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
৭ / ১৮
ভৈরব নদের চরে কাপড় ধুচ্ছেন একজন নারী। রেলগেট, খুলনা, ৯ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৮
গুদাম থেকে বাছাই করা রপ্তানিযোগ্য পাট নদীর ঘাটে আনার পর নামানো হচ্ছে। দৌলতপুর, খুলনা, ৯ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৮
আলু তোলার মৌসুম চলছে। জমি থেকে আলু নিয়ে সড়কের পাশে স্তূপ করে রাখতে যাচ্ছেন এই শ্রমিকেরা। সেখান থেকে ট্রাকে করে নেওয়া হবে হিমাগারে। মহব্বত খাঁ এলাকা, রংপুর, ৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৮
কৃষক আবদুল গফুর মিয়া গরু দিয়ে অন্যের জমিতে হালচাষ করেন। এ জন্য শতাংশপ্রতি জমিতে মজুরি নেন ২০ টাকা। যোগাইপুর গ্রাম, বগুড়া, ৯ মার্চ
ছবি: সোয়েল রানা
১১ / ১৮
জমিতে বোরো ধান রোপণের জন্য সেচ দেওয়া হচ্ছে। প্রকৃতিতে গরম পড়াও শুরু হয়েছে। তাই সেই কাদাপানিতে নেমে লুটোপুটি করছে একদল শিশু। কাইমাগিলি এলাকা, রংপুর, ৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৮
ডাঁটাশাকের বীজ সংগ্রহ করার জন্য ভারে করে পরিপক্ব ডাঁটাগাছ তুলে আনছেন কৃষক খলিলুর রহমান। সাগাটিয়া, গাবতলী, বগুড়া, ৯ মার্চ
ছবি: সোয়েল রানা
১৩ / ১৮
আগের দিনে কৃষকেরা তাঁদের নিজের জমিতে ফলানো আলু হিমাগারে সংরক্ষণ করতেন। এখন কৃষকদের কাছ থেকে আলু কিনে বড় বড় যানবাহনে নিয়ে হিমাগারে সংরক্ষণ করেন ব্যবসায়ীরা। জয়পুরপাড়া এলাকা, বগুড়া, ৯ মার্চ
ছবি: সোয়েল রানা
১৪ / ১৮
‘গাছ বাঁচাও, গাছ বাঁচলে মানুষ বাঁচবে’, ‘গাছ নেই, পাখিরা ফিরবে কোথায়?’, ‘সবুজ পৃথিবী চাই’ প্রভৃতি স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড সাইকেল ও গলায় ঝুলিয়ে গাছ কাটার প্রতিবাদে সাইকেল র‍্যালির আয়োজন করেন ‘শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী’। চারারগোপ এলাকা, নারায়ণগঞ্জ, ৯ মার্চ
ছবি: দিনার মাহমুদ
১৫ / ১৮
গ্রামাঞ্চলে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে মাটির চাড়ির চাহিদা অনেক। শৌচাগার নির্মাণের জন্য পালপাড়া থেকে মাটির চাড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। পশ্চিম গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ৯ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৮
প্লাস্টিকের পণ্য বুননের কারিগর পাহাড়ি গ্রামীণ নারীরা দল বেঁধে নিজ কর্মযজ্ঞে ব্যস্ত। হরেক রকমের ছোট, বড় ও মাঝারি আকারের এসব ঝুড়ির বেশ চাহিদা রয়েছে সারা দেশে। প্রতিটি ঝুড়ি ১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হয়। সড়কে চলাচলকারী ব্যক্তি ও পর্যটকেরা এগুলো কিনে নেন। বড়াদম বাজার সেতু এলাকা, রাঙামাটি, ৯ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ১৮
গ্রাম থেকে শহরে এসে রিকশা চালান এই চালকেরা। কাজের ফাঁকে গাছের ছায়ায় দুপুরের খাবার সেরে নিচ্ছেন তাঁরা। কমলাপুর এলাকা, ফরিদপুর, ৯ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৮ / ১৮
গ্রামের মাঝে এঁকেবেঁকে বয়ে চলা নদীর বুকে পানি নেই। সেখানে ধানের বীজতলা থেকে শুরু করে বিভিন্ন শাকসবজির চাষ হচ্ছে। রোস্তমপুর, আটঘরিয়া, পাবনা, ৯ মার্চ
ছবি: হাসান মাহমুদ