একঝলক (১৪ মার্চ ২০২৪)

১ / ২১
সূর্যমুখী ফুলের পাপড়িতে লেডিবাগ। কৃষকের জন্য উপকারী পোকা হলো লেডিবাগ। গিলাতলা, খুলনা, ১৪ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২১
রাজধানীর সদরঘাট-পোস্তগোলা সড়কে নিয়মিত দাপিয়ে চলছে ফিটনেসবিহীন হিউম্যান হলার। যার দরজা বা জানালা কিছুই নেই। ঝুঁকি নিয়েই যাত্রী পরিবহনের এই বাহনের প্রতি নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। শ্যামবাজার এলাকা, ১৪ মার্চ
ছবি: দীপু মালাকার
৩ / ২১
বিভিন্ন এলাকা থেকে ব্যবহৃত বস্তা খুচরা কিনে তা মেরামত করে আবার পাইকারি বিক্রি করেন ইব্রাহিম হোসেন। উত্তরবঙ্গে পাঠানো এসব বস্তা আলু পরিবহনের কাজে ব্যবহার করা হয়। প্রতিটি বস্তা পাইকারি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি করেন তিনি। বড় ব্রিজ এলাকা, পাবনা, ১৪ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৪ / ২১
সপ্তাহের শেষ কর্মদিবসে অফিস ছুটির পর রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট। মধ্য বাড্ডার প্রগতি সরণিতে, ১৪ মার্চ
ছবি: দীপু মালাকার
৫ / ২১
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে লড়াই করতে ইচ্ছুক স্থানীয় নেতারা নির্বাচনী প্রচারে নেমেছেন। এ নির্বাচনে দলীয় মনোনয়ন ও প্রতীক বরাদ্দের বিষয় না থাকায় সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজেরাই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। তাঁদের প্রচারণার ব্যানার, ফেস্টুন তৈরি হচ্ছে বিভিন্ন প্রিন্টিং প্রতিষ্ঠানে। ঘোড়াস্ট্যান্ড, পাবনা, ১৪ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৬ / ২১
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারের কাছে একটি ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দ্বিতীয় তলায় কার্পেটের গুদাম ছিল। ঢাকা, ১৪ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ২১
শিকারের অপেক্ষায় ডালে মাছরাঙা। রহমতপুর, বাবুগঞ্জ , বরিশাল, ১৪ মার্চ
ছবি: সাইয়ান
৮ / ২১
গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে মেয়ে কমলা ও ভাগনে লালন হাসপাতালে ভর্তি। তাদের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন নুরজাহানের অপেক্ষা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে অন্তত ৩৬ জন দগ্ধ হন। এর মধ্যে ৩৪ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৮-১০ জনের অবস্থা গুরুতর। ঢাকা, ১৪ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ২১
পাইকারেরা আলু কিনে রিকশাভ্যানে আড়তে নিয়ে যাচ্ছেন। হরনারায়ণপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৪ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২১
রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে কিনছেন এসব পণ্য। মানিক মিয়া অ্যাভিনিউতে, ১৪ মার্চ
ছবি: সাজিদ হোসেন
১১ / ২১
আমসহ বিভিন্ন ফলদগাছের চারা বিক্রি করতে যাচ্ছেন এই ব্যক্তি। শেখপাড়া এলাকা, রংপুর, ১৪ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
দেশে দুর্লভ কাবাসি পাখি খাবারের সন্ধানে লোকালয়ে। আড়ংঘাটা, খুলনা, ১৪ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২১
সারা বছর জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য গাছ কেটে সারিবদ্ধ করে শুকাতে দিচ্ছেন কৃষক মফিজুল ইসলাম। দোঘর, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ২১
জমি থেকে ধনেপাতা তুলে আঁটি বাঁধছেন বাজারে বিক্রির জন্য। শফিকুল ইসলাম ও আবদুল জলিল। বর্তমানে প্রতি কেজি ধনেপাতার দাম ১৫০ টাকা। দক্ষিণপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ২১
হুদহুদ পাখিটি খাবারের সন্ধানে মাটিতে। মনোহরপুর গ্রাম, মেহেরপুর, ১৪ মার্চ
ছবি: আবু সাঈদ
১৬ / ২১
রমজানে কলার চাহিদা বেড়ে যাওয়ায় আড়তে দাম বাড়িয়েছেন বিক্রেতারা। মানভেদে প্রতি হালি কলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকায়। এক সপ্তাহ আগেও খুচরা বাজারে কলার হালির দাম ছিল ২০ থেকে ৩০ টাকা। কদমতলী ফলের আড়ত, সিলেট, ১৪ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২১
বোরো জমিতে নিড়ানি দিতে ব্যস্ত একদল নারী। সারা দিন জমিতে নিড়ানি দিয়ে একজন নারী মজুরি পান ৩০০ থেকে ৪০০ টাকা। সোন্দাবাড়ী গ্রাম, গাবতলী, বগুড়া, ১৪ মার্চ
ছবি: সোয়েল রানা
১৮ / ২১
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনায় মত্ত শিক্ষার্থীরা। আকন্দপাড়া গ্রাম, গাবতলী, বগুড়া, ১৪ মার্চ
ছবি: সোয়েল রানা
১৯ / ২১
পোকামাকড় শিকার করতে ডানা মেলে ওড়াউড়ি করছে লাল ফড়িং। শিববাড়ি এলাকা, সিলেট, ১৪ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২০ / ২১
জলাশয়ের পানিতে খাবারের খোঁজে বিরল প্রজাতির শামুকখোল। উত্তর চাঁদপুর, কুমারখালী, কুষ্টিয়া, ১৪ মার্চ
ছবি: তৌহিদী হাসান
২১ / ২১
রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে পোস্তগোলা এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা। ১৪ মার্চ
ছবি: দীপু মালাকার