একঝলক (১১ ডিসেম্বর ২০২৫)

১ / ২১
খাবারের খোঁজে ডালে বসে আছে ছোট্ট মৌটুসি পাখি। তঞ্চঙ্গ্যাপাড়া, রাঙামাটি, ১১ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
অগ্রহায়ণের শেষেই শীত ঝেঁকে বসেছে। শীতের জামাকাপড় জড়িয়েছে সকালে কাজের উদ্দেশে বের হয়েছেন কয়েকজন। মোস্তফার মোড়, খুলনা, ১১ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২১
নিজের চাষ করা বরবটি তুলছেন পাহাড়ি এই নারী। আলুটিলা গ্রাম, রাঙামাটি, ১১ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২১
জাল গুছিয়ে মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এক মৎস্যজীবী। ভাঙার পাড়, চরবাড়িয়া, বরিশাল, ১১ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৫ / ২১
আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে মিনি ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। বাসস্টেশন, বান্দরবান, ১১ ডিসেম্বর
ছবি: মং হাই সিং মারমা
৬ / ২১
কুয়াশাচ্ছন্ন কীর্তনখোলা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে বের হয়েছেন কয়েকজন। লামচরী, চরবাড়িয়া, বরিশাল, ১১ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৭ / ২১
মাচায় ধীরে ধীরে বড় হচ্ছে শিম। রামচন্দ্রপুর, বগুড়া, ১১ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ২১
বুনো ফুলে মধু খেতে বসেছে মৌমাছি। কালাঘাটা, বান্দরবান, ১১ ডিসেম্বর
ছবি: মং হাই সিং মারমা
৯ / ২১
হাঁসের দল নিয়ে দূরে কোথাও জলাশয়ের খোঁজে যাচ্ছেন এই খামারি। দেড়হালিয়া, রংপুর, ১১ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২১
বীজতলার জন্য জমি প্রস্তুত করছেন এক কৃষক। নোয়াপাড়া, বান্দরবান, ১১ ডিসেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১১ / ২১
আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে। ঈশ্বরপুর, রংপুর, ১১ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
পুরোনো পেঁয়াজের পাশাপাশি বাজারে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ। দেশের বিভিন্ন স্থানে পাঠানোর প্রস্তুতি চলছে। কাশিনাথপুর বাজার, সাঁথিয়া, পাবনা, ১১ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২১
সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে বেনেবউ বা ইষ্টিকুটুম পাখি। দৌলতপুর, খুলনা, ১১ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২১
হাওরে তৈরি করা বোরো ধানের বীজতলায় পানি সেচ দিতে যাচ্ছেন এক কৃষক। দামারি হাওর, সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১১ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২১
আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মিনি ম্যারাথন প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা। রাজার মাঠ, বান্দরবান, ১১ ডিসেম্বর
বি: মং হাই সিং মারমা
১৬ / ২১
নৌকায় করে আনা বালু বিক্রির জন্য স্তূপ করে রাখা হবে নদীর তীরে। টুকরি দিয়ে নৌকা থেকে বালু নামাচ্ছেন দুই শ্রমিক। সিঙ্গাইর নদ, সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১১ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২১
খেজুরগাছের রস সংগ্রহে কাজ করছেন এই গাছি। পারসিদাই, আটঘরিয়া, পাবনা, ১১ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২১
এসব ইভিএম মেশিনের মাধ্যমে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট নেওয়া হয়। সেসব মেশিন এখন পাঠানো হচ্ছে নির্বাচন কমিশন কার্যালয়ে। উপজেলা মডেল মসজিদ, ঈশ্বরদী, পাবনা, ১১ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২১
শর্ষে ফুলে চিকচিক করছে শিশিরবিন্দু। শাহবাজপুর, রংপুর, ১১ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২১
কীর্তনখোলা নদীর তীরে বেঁধে রাখা হয়েছে বেদে পরিবারের নৌকা। এই নৌকাতেই বেদে পরিবারের বসবাস। চরবাড়িয়া, বরিশাল, ১১ ডিসেম্বর
ছবি: সাইয়ান
২১ / ২১
পাতা খাওয়া পোকা রোধে কার্পাস তুলার গাছে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন কৃষক। খিদিরপুর, আটঘরিয়া, পাবনা, ১১ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ