প্রতিদিন বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। এতে শহরের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। পুরোনো বাসটার্মিনাল এলাকা, রাঙামাটি, ২৬ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৭
আমদানি করা কাঁচা মরিচ খুলনার পাইকারি বাজারে মান অনুযায়ী বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৭০ টাকায়। সোনাডাঙ্গা কেসিসি পাইকারি বাজার, খুলনা, ২৬ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৭
শীত মৌসুমে ব্যবহারের জন্য গাছের ছায়ায় বসে কাঁথা সেলাই করছেন তহুরা বেগম। জানকি ধাপেরহাট এলাকা, রংপুর, ২৬ আগস্টছবি: মঈনুল ইসলাম
৫ / ১৭
লাঠি ভর দিয়ে কোমরপানি ডিঙিয়ে ত্রাণ নিতে এসেছেন মিনুয়ারা বেগম। ত্রাণ পেয়ে হাসি ফুটেছে এই নারীর মুখে। শংকুচাইল এলাকা, বুড়িচং, কুমিল্লা, ২৬ আগস্টছবি: এম সাদেক
৬ / ১৭
বাগান থেকে পুঁইশাক তুলে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক কৃষক। ফুসরা এলাকা, কানাইপুর, ফরিদপুর, ২৬ আগস্টছবি: আলীমুজ্জামান
৭ / ১৭
সোনাডাঙ্গা-নতুন রাস্তা সড়কে একটু বৃষ্টিতেই পানি জমে যায়। চলাচলে ভোগান্তিতে পড়তে হয় যানবাহন ও মানুষকে। তার ওপর সড়কটির জায়গায় জায়গায় ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সেগুলোয় পানি জমে গত দুই দিনে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। লাঠিতে লাল কাপড় বেঁধে পানির নিচে ডুবে থাকা গর্তের কাছে বিপজ্জনক সংকেত তৈরি করছেন একজন। বড় বয়রা, খুলনা, ২৬ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৭
গ্রাম ঘুরে পিঁপড়ার ডিম সংগ্রহ করছেন তাঁরা। এই ডিম মৎস্যশিকারিদের কাছে বিক্রি করা হবে। পিঁপড়ার ডিম দিয়ে মাছ শিকার করা হয়। গোয়ালন্দ-ফরিদপুর আঞ্চলিক সড়ক, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৬ আগস্টছবি: এম রাশেদুল হক
৯ / ১৭
টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে ইট বিছিয়ে আপাতত মেরামতকাজ করছেন সড়ক বিভাগের কর্মীরা। মিঠাছড়া বাজার এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ২৬ আগস্টছবি: ইকবাল হোসেন
বন্যার কারণে বুড়িচং উপজেলার বেশির ভাগ এলাকায় নেই বিদ্যুৎ। বিদ্যুৎ না থাকায় অনেকে মুঠোফোন নিয়ে সংকুচাইল বাজারে এসে জেনারেটরের মাধ্যমে চার্জ দিচ্ছেন। বুড়িচং, কুমিল্লা, ২৬ আগস্টছবি: এম সাদেক
১২ / ১৭
মাঠে ছাগল চরিয়ে বাড়ি ফিরছেন এক নারী। নিজ বলাইল গ্রাম, সারিয়াকান্দি, বগুড়া, ২৬ আগস্টছবি: সোয়েল রানা
১৩ / ১৭
বাড়তি উপার্জনের জন্য বাড়ির সামনে বসে এই নারী বাঁশ দিয়ে মোড়া তৈরি করছেন। একেকটি মোড়া ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়। শাহপাড়া এলাকা, রংপুর, ২৬ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৭
প্রয়োজনীয় খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন বন্যাকবলিত এলাকার লোকজন। পূর্ব ফাজিলপুর, ফেনী, ২৬ আগস্টছবি: জুয়েল শীল
১৫ / ১৭
সকালে আমন ধানের খেতে সার ছিটাতে যাচ্ছেন এই কৃষক। কচি চারায় সবুজ হয়ে উঠেছে পুরো ধানখেত। কেরানীহাট এলাকা, রংপুর, ২৬ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৭
প্রখর রোদের মধ্যে ইটভাঙার কাজ করছেন এক ব্যক্তি। রোদ ঠেকাতে ছাতা টানিয়ে ইট ভাঙছেন তিনি। বালুচর এলাকা, সিলেট, ২৬ আগস্টছবি: আনিস মাহমুদ
১৭ / ১৭
জলাশয়ে পানি সেচে কাদার মধ্যে মাছ ধরার উৎসবে মেতেছেন এলাকাবাসী। গঙ্গাদাস এলাকা, রংপুর, ২৬ আগস্টছবি: মঈনুল ইসলাম