বর্ষা এলে সীতাকুণ্ডের ঝরনাগুলোতে পর্যটক বাড়তে থাকে। প্রতিটি ঝরনায় যেতে হলে ঢাকা-চট্টগ্রাম রেললাইন পার হয়ে যেতে হয়। সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের বড়দারোগাহাট এলাকার রূপসী ঝরনায় যেতে এ লেভেল ক্রসিং পার হতে হয়। কিন্তু সেখানে নেই কোনো প্রতিরোধক, নেই কোনো গেটম্যান। বেলা দুইটা, রূপসী ঝরনা এলাকা, সীতাকুণ্ড, ১৯ আগস্টছবি: কৃষ্ণ চন্দ্র দাস