রংপুরসহ আশপাশের জেলাগুলোয় এখন দেশি জাতের মাল্টা চাষ হচ্ছে। দামটাও নাগালের মধ্যে। বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে মাল্টা। সিটিপার্ক মার্কেট, রংপুর, ১৮ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
২ / ১২
কলার মোচায় বসেছে একটি কাঠঠোকরা। চৌধুরীখলা এলাকা, কুমিল্লা, ১৮ সেপ্টেম্বরছবি: এম সাদেক
৩ / ১২
চিচিঙ্গাখেতের পরিচর্যা করছেন এক কৃষক। জামমুড়া এলাকা, কুমিল্লা, ১৮ সেপ্টেম্বরছবি: এম সাদেক
৪ / ১২
খেত থেকে লাউ তুলে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন কৃষক। হাজীমুড়া, কুমিল্লা, ১৮ সেপ্টেম্বরছবি: এম সাদেক
৫ / ১২
গ্রাম থেকে সংগ্রহ করা পেঁপে কাগজে মোড়ানো হচ্ছে। এগুলো বিক্রি করা হবে স্থানীয় বাজারসহ আশপাশের শহরে। গোলাঘাট, শ্রীপুর, গাজীপুর, ১৮ সেপ্টেম্বরছবি: সাদিক মৃধা
৬ / ১২
বিভিন্ন এলাকা থেকে বিক্রির জন্য আখ নিয়ে এসেছেন চাষিরা। সাতমাথা, রংপুর, ১৮ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
৭ / ১২
ঝুড়িতে করে স্যান্ডেল নিয়ে বিক্রি করতে বের হয়েছেন এক বিক্রেতা। মাহিগঞ্জ, রংপুর, ১৮ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
৮ / ১২
দোকানে মশারি সাজিয়ে রাখছেন এক বিক্রেতা। চাঁদনী বাজার, বগুড়া, ১৮ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
৯ / ১২
সুরমা নদীতে জাল ফেলে মাছ ধরছেন দুই ব্যক্তি। কাজীরবাজার এলাকা, সিলেট, ১৮ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
১০ / ১২
প্রচণ্ড রোদের কারণে রিকশাভ্যানে সাজিয়ে রাখা জাম্বুরায় পানি ছিটিয়ে দিচ্ছেন এক খুচরা বিক্রেতা। কদমতলী এলাকা, সিলেট, ১৮ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
১১ / ১২
পাইকারিতে ধনে কিনে খুচরা বিক্রির জন্য দোকানে নেওয়া হচ্ছে। কদমতলী, সিলেট, ১৮ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
১২ / ১২
করাত কল থেকে সংগ্রহ করা কাঠের ভুসি রোদে শুকাচ্ছেন এক নারী। দড়ি কৃষ্ণপুর, ফরিদপুর, ১৭ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান