তালগাছ দিয়ে বানানো ছোট নৌকা নিয়ে বিল থেকে শাপলা তুলে ফিরছে শিশুরা। চাকই, অভয়নগর, যশোর, ১৭ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৬
আমন ধানের খেতে সেচ দিচ্ছেন কৃষক। পশ্চিম গঙ্গাবরদি এলাকা, কানাইপুর, ফরিদপুর, ১৬ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
৯ / ১৬
ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে বগুড়া থেকে রাজশাহী অভিমুখে তারুণ্যের রোড মার্চে নেতা–কর্মীদের উদ্দেশে হাত উঁচিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড, দুপচাঁচিয়া উপজেলা, ১৭ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
১০ / ১৬
ঢাকা-আরিচা মহাসড়কে নতুন পদচারী–সেতু নির্মাণের কাজ চলছে। নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকেরা। আমিনবাজার, ঢাকা, ১৭ সেপ্টেম্বরছবি: আশরাফুল আলম
১১ / ১৬
শীতলক্ষ্যা নদীতে অবাধে ফেলা হচ্ছে ময়লা–আবর্জনা। দূষিত হচ্ছে নদীর পানি। তেঁতুলঝোড়া, হেমায়েতপুর, সাভার, ১৭ সেপ্টেম্বরছবি: আশরাফুল আলম
১২ / ১৬
চামড়াশিল্প কারখানায় চলছে চামড়া ফিনিশিংয়ের কাজ। প্রক্রিয়াজাত করা এই চামড়া জুতা, পোশাক, ব্যাগ ও অন্যান্য জিনিস বানানোর কাজে ব্যবহার করা হবে। হেমায়েতপুর, সাভার, ১৭ সেপ্টেম্বরছবি: আশরাফুল আলম
১৩ / ১৬
গরমে হাঁসফাঁস, শ্রমজীবী মানুষের অবস্থা আরও করুণ। ক্লান্ত, শ্রান্ত এই রিকশাচালক বিশ্রাম নিতে আশ্রয় নিয়েছেন গাছের ছায়ায়। মৌলভীবাজারের কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল ও কলেজ মাঠে, ১৭ সেপ্টেম্বরছবি: প্রথম আলো
১৪ / ১৬
খেত থেকে ফুলকপি সংগ্রহের পর চলছে বস্তা ভর্তির কাজ। শীতকালীন এই সবজি গাড়িতে করে নেওয়া হবে ঢাকার বাজারে। লোকনাথপুর, দামুড়হুদা, চুয়াডাঙ্গা , ১৭ সেপ্টেম্বরছবি: শাহ আলম
১৫ / ১৬
জমিতে বড় হচ্ছে ধানের চারা। ভালো ফলন পেতে নিয়মিত পরিচর্যার অংশ হিসেবে জমিতে সার ছিটাচ্ছেন এই কৃষক। পিয়ারাখালী, ঈশ্বরদী, পাবনা, ১৭ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
১৬ / ১৬
শহর কিংবা গ্রামে মেয়েদের সাইকেল চালানোর প্রচলন বাড়ছে। প্রাইভেট পড়ে গ্রামীণ সড়কে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছে এক শিক্ষার্থী। বোকাইল এলাকা, গেরদা, ফরিদপুর, ১৭ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান