একঝলক (৫ নভেম্বর ২০২৩)

১ / ১২
মরা গাছের ডালে ডানা মেলে বসে আছে ফড়িং। রশীদপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ৫ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ১২
প্রতিবছর বিস্তৃত চলনবিলের পানি শুকালে সেই নরম মাটিতে শুরু হয় রসুন রোপণ। কোনো রকম চাষ ছাড়াই রোপণ করা হয় এই রসুন। বিনা চাষে রসুন রোপণের এই পদ্ধতি পাবনার বিলাঞ্চলগুলোতে বেশ জনপ্রিয়। খৈলশেগাড়ি বিল, বিলচলন, চাটমোহর, পাবনা, ৫ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৩ / ১২
কবুতরের হাটে ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলা। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৫ নভেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৪ / ১২
পাটের বাজার মন্দা হলেও হাসিমুখে পাট বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন চাষিরা। কিশোরগঞ্জ-কটিয়াদী আঞ্চলিক মহাসড়ক, ৫ নভেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
৫ / ১২
কুয়াশার ওপার থেকে উঁকি দিয়েছে ভোরের সূর্য। প্রাতর্ভ্রমণের উপযুক্ত এই সময়ে রাস্তায় হাঁটতে বের হয়েছেন দুই ব্যক্তি। মূলগ্রাম, চাটমোহর সড়ক, পাবনা, ৫ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৬ / ১২
কৃষকের খেত থেকে মরিচ তুলে দিচ্ছেন গ্রামের নারীরা। এ কাজে তাঁরা কেজিপ্রতি ১৫ টাকা পারিশ্রমিক পান। তাতে একেকজন নারী ১৫ থেকে ২০ কেজি মরিচ তুলে ১৫০ থেকে ২০০ টাকা পারিশ্রিক পান। পাচ্চর এলাকা, কৃষ্ণনগর, সদর উপজেলা, ফরিদপুর, ৫ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৭ / ১২
ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন চিকিৎসকেরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর, ৫ নভেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৮ / ১২
আউশ ধান কাটার পর পা দিয়ে মাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন মার্মা জনগোষ্ঠীর একটি পরিবারের সদস্যরা। মুরালিপাড়া এলাকা, কাপ্তাই উপজেলা, রাঙামাটি, ৫ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১২
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশের পাশাপাশি পদ্মা নদীতে অনেক পাঙাশ মাছ ধরা পড়ছে। গোয়ালন্দ বাজারে ভ্যানে করে এভাবে পাঙাশ বিক্রি করতে দেখা যায়। গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
১০ / ১২
নদ-নদী খাল-বিলে পানি কমায় ধরা পড়ছে প্রচুর মাছ। পদ্মা নদীতে টানা জাল দিয়ে মাছ ধরছে দুই শিশু। মুন্সি ডাঙ্গী এলাকা, ডিগ্রিচর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর ৪ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১১ / ১২
নদীতে পানি কমে গেছে। তাই পানির নিচে জমে থাকা শেওলা (হেলা) সংগ্রহ করছেন কয়েকজন ব্যক্তি। এসব শেওলা মাছের খাবার হিসেবে ব্যবহার করা হবে। রসুলপুর, বরিশাল নগর, ৫ নভেম্বর
ছবি: সাইয়ান
১২ / ১২
দোহাজারী-কক্সবাজার রেললাইন ধরে পরিদর্শন ট্রেন যায় কক্সবাজার পর্যন্ত। এ সময় বিভিন্ন স্থানে মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে। ডুলাহাজারা, চকরিয়া, কক্সবাজার, ৫ নভেম্বর
ছবি: জুয়েল শীল