নিরাপদ পৃথিবীর জন্য জলবায়ু ন্যায্যতা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং দুর্যোগের ক্ষতিপূরণের দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে জলবায়ু ধর্মঘট করেছেন শিক্ষার্থীরা। স্কুলশিক্ষার্থীদের পরিচালিত দুটি সংগঠন এই জলবায়ু ধর্মঘটের আয়োজন করে। ‘দুর্যোগের ক্ষতিপূরণ ও নবায়নযোগ্য শক্তি, এতেই জলবায়ু সংকটের মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বৈশ্বিক কার্বন ও ঐতিহাসিকভাবে দায়ী রাষ্ট্রগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানায়। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল নগর, ২২ সেপ্টেম্বরছবি: সাইয়ান