একঝলক ( ২৬ নভেম্বর,২০২৩)

১ / ১৭
কাপ্তাই হ্রদে ভোররাতে জাল ফেলেছিলেন জেলেরা। সেই জাল টানতে টানতে ভোরের আলো ফুটেছে। মানিকছড়ি সেতু এলাকা, রাঙামাটি, ২৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৭
সামনে বোরো মৌসুম। ধানের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করেছেন কৃষক রিপন শেখ। এবার সেখানে বীজ ছিটাচ্ছেন। আলালপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৬ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৩ / ১৭
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। সে লক্ষ্যে বিদ্যালয়গুলোয় পৌঁছে দেওয়া হচ্ছে বই। নতুন এসব বই গাড়িতে করে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় এক শিক্ষক। সরকারি অগ্রগামী বিদ্যালয় প্রাঙ্গণ, সিলেট, ২৬ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৭
ধানের চারা রোপণের জন্য বীজতলা প্রস্তুত করছেন কৃষক সোহেল মল্লিক। পসরা এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৬ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৫ / ১৭
চলছে নবান্নের আমন ধান ঘরে তোলার মৌসুম। মাঠের এক পাশে ধান কেটে মাড়াইয়ের কাজ করছেন কৃষকেরা। আরেক পাশে সেদ্ধ ধান রোদে শুকাচ্ছেন দুই গৃহবধূ। ভাজনডাঙ্গা এলাকা, আলিয়াবাদ, ফরিদপুর, ২৬ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৭
বিদ্যুৎসাশ্রয়ী বাতি ও চার্জার বাতির চাহিদা বেড়েছে। বাতিগুলোর দাম ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত। নবীগঞ্জ গুদারাঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ২৬ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ
৭ / ১৭
মাছ আহরণের জন্য হ্রদে জাল ফেলা হয়েছে। সেই জালের বয়ার ওপর বসে আছে একটি বক। কাটাছড়ি গ্রাম এলাকা, রাঙামাটি, ২৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৭
মাড়াইয়ের পর বাতাস দিয়ে ধানে থাকা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। শুকরছড়ি খামারপাড়া, রাঙামাটি, ২৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৭
শীতের সময় তোশকের চাহিদা বাড়ে। বিক্রেতা শাহ আলম শেখ ভ্যানে করে গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে বিক্রি করছেন তোশক। আকারভেদে প্রতিটি তোশক ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করেন তিনি। জয়দেবপুর এলাকা, মাচ্চর, ফরিদপুর, ২৫ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৭
সিলেটে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। একই সঙ্গে বাড়ছে কম্বলের চাহিদা। ফুটপাতে কম্বল বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা। প্রতিটি কম্বলের দাম ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত। বন্দরবাজার এলাকা, সিলেট, ২৬ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৭
সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় মাটির হাঁড়ি তৈরি হয়। ভ্যানে করে সেই হাঁড়ি দোকানে নেওয়া হচ্ছে। কাজীরবাজার সেতু এলাকা, সিলেট, ২৬ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৭
ধলেশ্বরী নদীর পাড়ে গড়ে ওঠা ভাটায় পোড়ানো হচ্ছে ইট। ভাটার চুল্লি দিয়ে বের হওয়া ধোঁয়া বাতাসে মিশে দূষিত করছে পরিবেশ। বক্তাবলী এলাকা, নারায়ণগঞ্জ, ২৬ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ
১৩ / ১৭
রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বিদ্যালয়ে চলছে বার্ষিক পরীক্ষা। পরীক্ষা দিতে একসঙ্গে বিদ্যালয়ে যাচ্ছে শিশুশিক্ষার্থীরা। তেররতন এলাকা, সিলেট, ২৬ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৭
ঝুঁকি নিয়ে নিষিদ্ধ যানবাহনে চলাচল। লাহিড়ীহাট এলাকা, রংপুর, ২৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৭
ধান কেটে সাইকেলে নিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। বালাচড়া এলাকা, রংপুর, ২৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৭
বাজারে বিক্রির জন্য জমি থেকে লাউশাক তুলছেন এক কৃষক। কেশবপুর এলাকা, রংপুর, ২৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৭
পেঁয়াজের বীজতলায় নিড়ানি দিচ্ছেন কৃষক কাশেম উদ্দীন। রামজীবন এলাকা, রংপুর, ২৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম