একঝলক (১২ মে ২০২৫)

১ / ২১
ভুঁই ঢ্যাঁড়স জমির আল বা মাঠের ধারে জন্মে। ছোট আকারের সাদা বা গোলাপি রঙের ফুল ফোটে। চর শালুখা, সারিয়াকান্দি, বগুড়া, ১২ মে
ছবি: সোয়েল রানা
২ / ২১
পাটখেতে আক্রমণ করেছে বিছা পোকা। চর শালুখা, সারিয়াকান্দি, বগুড়া, ১২ মে
ছবি: সোয়েল রানা
৩ / ২১
সেদ্ধ ধান রোদে শুকাতে চাতালে ছড়িয়ে দিতে ব্যস্ত চাতালের শ্রমিকেরা। চুকনগর, ডুমুরিয়া, খুলনা, ১২ মে
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২১
গাছের লাউ বিক্রির জন্য আড়তে নিয়ে এসেছেন চাষি। আড়ত থেকে লাউ ঢাকায় নেওয়া হবে। আঠারোমাইল, ডুমুরিয়া, খুলনা, ১২ মে
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২১
সড়কের ফুটপাত ধরে লাগানো আছে সারি সারি জারুলগাছ। গাছভর্তি হালকা বেগুনি রঙের ফুল যে কাউকে মুগ্ধ করবে। নাদের হাজির মোড়, ছোট বনগ্রাম, রাজশাহী, ১২ মে
ছবি: শফিকুল ইসলাম
৬ / ২১
খাবারের সন্ধানে এদিক–সেদিক ঘুরছে একটি খ্যাঁকশিয়াল। এরা খেঁকি বা বাড়াল নামেও পরিচিত। পাহাড়পুর, বদলগাছী, নওগাঁ, ১১ মে
ছবি: হাসান মাহমুদ
৭ / ২১
সড়কের পাশে ফুটে থাকা আকন্দ ফুলের মধু পান করতে ছুটে এসেছে ছোট্ট মৌটুসি পাখি। আফুরিয়া, পাবনা, ১২ মে
ছবি: হাসান মাহমুদ
৮ / ২১
গাছের ডালে ঝুলছে রসালো ফল জামরুল। বর্তমানে ফলটির বেশ কয়েকটি জাত থাকলেও সাদা রঙের এই জাতটিই বহুল পরিচিত। মালিগাছা, পাবনা, ১২ মে
ছবি: হাসান মাহমুদ
৯ / ২১
বর্ষাকালে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত নৌকাটি গ্রামের ফসলের মাঠে ফেলে রাখা হয়েছে। উল্টে রাখা নৌকার ওপর খেলায় মেতেছে দুই শিশু। কলাকান্দি, তিতাস, কুমিল্লা, ১২ মে
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ২১
ফুটে আছে মনোলোভা সৌন্দর্যে কনকচূড়া ফুল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ১২ মে
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২১
রংপুরের বাজারে এসেছে স্থানীয়ভাবে আবাদ করা লিচু। সেই লিচু বিক্রি করতে গড়ে উঠেছে অস্থায়ী পাইকারি বাজার। নগরের পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ১২ মে
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটির পক্ষ থেকে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মধ্যে ভিজিএফ (চাল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে মৎস্যজীবীরা নৌকা নিয়ে এসেছেন ঘাটে। বিএফডিসি ঘাট, রাঙামাটি, ১২ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২১
লেয়ার জাতের মুরগির বাচ্চা মাথায় নিয়ে বিক্রি করতে গ্রামে ঘুরছেন এই নারী বিক্রেতা। প্রতিটি বাচ্চা বিক্রি করছেন ২৫ টাকায়। উত্তম বানিয়াপাড়া, রংপুর, ১২ মে
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২১
মিষ্টি স্বাদের জন্য দেশজুড়ে সুনাম আছে গাজীপুরের শ্রীপুরের লাল মাটির কাঁঠালের। এই অঞ্চলে যেখানে–সেখানে আছে কাঁঠালগাছ। আবহাওয়া অনুকূলে থাকলে প্রচুর ফলন হয়। সড়কের পাশে মাটি স্পর্শ করে ধরে আছে প্রচুর কাঁঠাল। শ্রীপুর, গাজীপুর। ১২ মে
ছবি: সাদিক মৃধা
১৫ / ২১
স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে কুড়িয়ে পাওয়া গাজরের টুকরা নিয়ে গাছের মগডালে বসে আছে বানরটি। খাবারের জন্য প্রায়ই এরা মানুষের বাড়িঘরে এসে পড়ে। বরমী, শ্রীপুর, গাজীপুর। ১২ মে
ছবি: সাদিক মৃধা
১৬ / ২১
ব্যস্ত সড়কে এভাবে বাঁশ ভর্তি করে তিন চাকার বাহন চালানো হচ্ছে। কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের উজানচর এলাকা, ১২ মে
ছবি: তাফসিলুল আজিজ
১৭ / ২১
মাড়াই শেষে নতুন ধানের খড় মাঠ থেকে তুলে ভ্যানে সাজিয়ে বাড়ি নিচ্ছেন কৃষক। পসরা, কৈজুরী, ফরিদপুর, ১২ মে
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২১
দূর থেকে উড়ে এসে কলাপাতায় বসল একটি শঙ্খচিল। বগাদিয়া, কিশোরগঞ্জ, ১১ মে
ছবি: তাফসিলুল আজিজ
১৯ / ২১
সিলেটে আজ সোমবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দিনভর বৃষ্টির মধ্যেও থেমে নেই নগরজীবন। কেউ ছাতা, কেউ ভিজেই বের হয়েছেন। বারুতখানা, সিলেট, ১২ মে
ছবি: আনিস মাহমুদ
২০ / ২১
মে ফ্লাওয়ার ফুটেছে। মে মাসে ফুলটি ফোটে। শোভাবর্ধন করেছে রাঙামাটির রাজ বনবিহার প্রাঙ্গণের। রাজ বনবিহার, রাঙামাটি, ১২ মে
ছবি: সুপ্রিয় চাকমা
২১ / ২১
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান করার দাবিতে বিক্ষোভ করে ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি, রাজশাহী। মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, রাজশাহী, ১২ মে
ছবি: শহীদুল ইসলাম