একঝলক (১৭ ফেব্রুয়ারি ২০২৪)

১ / ৩০
খাবারের খোঁজে গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে কাঠবিড়ালিটি। জিলা স্কুল, যশোর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ৩০
বিক্রির জন্য সারি করে রাখা হয়েছে সিমেন্টের তৈরি খুঁটি। পাশেই খুঁটি তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা। বকুলতলা এলাকা, কাউনিয়া, রংপুর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ৩০
ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। গ্রামের জামাইদের দাওয়াত দিয়ে আদর-আপ্যায়ন করা এখানকার রীতি। জামাইয়েরাও এ সময় মেলা থেকে বড় বড় মাছ কিনে নিয়ে যান শ্বশুরবাড়ি। কুড়িখাই মেলা, কটিয়াদী, কিশোরগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৪ / ৩০
সাইকেলের টায়ার নিয়ে মেঠো পথে খেলছে দুই শিশু। সারাই এলাকা, কাউনিয়া, রংপুর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৩০
গাছে ফুটেছে পলাশ ফুল। সেখানে পাখা মেলে উড়ছে পাখি। পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ, কিশোরগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৬ / ৩০
বুনো ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ধীতপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ৩০
সাপ্তাহিক চামড়ার হাটে ব্যস্ত ক্রেতা–বিক্রেতারা। মান অনুযায়ী ছাগলের চামড়া ১৫০ থেকে ২০০ টাকা আর গরুর চামড়া ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হয় এ হাটে। রাজারহাট, যশোর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ৩০
শসায় ফলন আসতে শুরু হয়েছে। পোকা নিধনে খেতে পাত্রে ফেমিন ফাঁদ বেঁধে রাখছেন কৃষক। কোমরপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ১৬ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৯ / ৩০
খেত থেকে টমেটো তোলার পরে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঢাকার কারওয়ান বাজারে প্রতি ক্যারেট টমেটো ৭০০ থেকে ৯০০ টাকায় বিক্রি করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ৩০
দিনভর রোদে শুকানোর পর চাতালে ধান জড়ো করে রাখছেন শ্রমিকেরা। আইকে সড়ক, ঈশ্বরদী, পাবনা, ১৬ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১১ / ৩০
যমুনা নদীর জেগে ওঠা চরাঞ্চলে গরু চরিয়ে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি। দীঘলকান্দি এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১২ / ৩০
গবাদিপশুর খাবারের জন্য শুকনা খড় বঁটি দিয়ে কাটছেন এক নারী। শোভারামপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ১৬ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৩ / ৩০
গ্রামে উৎপাদিত ফসল বিক্রি করতে শহরে আনা হয়েছে। বনরূপা সমতা ঘাট, রাঙামাটি, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ৩০
ফসলের খেতে বেড়া দিতে বাঁশের চাটাই তৈরি করছেন এক কৃষক। গোবিন্দপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ১৬ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৫ / ৩০
রান্নার জন্য জ্বালানি হিসেবে পাতা ব্যবহার করা হয়। পাতা কুড়ানোর পর বস্তায় ভরছেন এক নারী। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, ১৭ ফেব্রুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
১৬ / ৩০
তিস্তা নদীতে মাছ ধরতে নৌকা থেকে জাল ফেলছেন এক জেলে। গান্নারপাড় এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৬ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ৩০
বর্ষায় সুরমা নদী পানিতে টইটম্বুর থাকলেও শুষ্ক মৌসুমে ভেসে ওঠে বিবর্ণ রূপ। নদীর বিভিন্ন স্থানে জেগে ওঠে ময়লা-আবর্জনার চর। সেখানে নৌকা নামিয়ে ভাঙারি পণ্য খুঁজছেন দুজন। কাজীরবাজার এলাকা, সিলেট, ১৭ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৮ / ৩০
তিস্তায় জেগে ওঠা চরে ফুটবল খেলায় মেতেছে একদল শিশু-কিশোর। রাজবল্লভ এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৬ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ৩০
জামালপুরে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় চর জেগেছে। নদের বেশির ভাগ অংশে হাঁটুপানি। পুরোনো ফেরিঘাট এলাকা, জামালপুর, ১৭ জানুয়ারি
ছবি: প্রথম আলো
২০ / ৩০
শিমুলগাছের ওপর ওড়াউড়ি করছে চিল। খোজারখলা এলাকা, সিলেট, ১৭ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
২১ / ৩০
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে কাদামাটি দিয়ে শহীদ মিনার তৈরির প্রস্তুতি নিচ্ছে শিশুরা। ডিগ্রীচর, ফরিদপুর, ১৭ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২২ / ৩০
কালীগঙ্গা নদীর পৌর এলাকায় বালু তোলা বন্ধ এবং বালুমহাল ইজারা বাতিলের দাবিতে নদীর পাড়ে মানববন্ধন করেন এলাকাবাসী। আন্ধারমানিক, মানিকগঞ্জ, ১৭ জানুয়ারি
ছবি: আব্দুল মোমিন
২৩ / ৩০
শীত শেষে বসন্ত এলেও বাজারে শীতকালীন সবজি থাকবে বেশ কিছুদিন। গাজর, ওলকপি, ফুলকপি, শিম, বেগুনসহ শীতকালীন সবজি ট্রাকে করে বরিশালে পাঠানোর জন্য বস্তাবন্দী করে রাখা হয়েছে আড়তে। ছলিমপুর, ঈশ্বরদী, পাবনা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২৪ / ৩০
কলা নিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছেন এই চাষি। হলদিবাড়ি এলাকা, কাউনিয়া, রংপুর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২৫ / ৩০
দুর্ঘটনা এড়াতে রেললাইন তদারকিতে নেমেছেন রেলকর্মীরা। কাউনিয়া, রংপুর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২৬ / ৩০
ধুলাবালুতে নাকাল দৌলতদিয়া ফেরিঘাট। ফেরি থেকে গাড়ি নামা ও ওঠার সময় ধুলায় ছেয়ে যায় পুরো এলাকা। দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
২৭ / ৩০
খালের পানিতে মাছ শিকারে দুয়ারি জাল পেতে রাখছেন কাশেম শেখ। চর মাধবদিয়া, ফরিদপুর, ১৭ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৮ / ৩০
রসুন তুলতে খুব ভোরে মাঠে গিয়েছিলেন কৃষকেরা। বেলা গড়িয়ে যাওয়ায় এখন বাড়ি ফিরছেন তাঁরা। চর মাধবদিয়া, ফরিদপুর, ১৭ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৯ / ৩০
কৃষকের ঘরে উঠছে চৈতালি ফসল শর্ষে। খেত থেকে শর্ষে তুলে পাশেই যন্ত্র দিয়ে মাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন কৃষকেরা। গোলডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ১৭ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৩০ / ৩০
যমুনার চরাঞ্চলজুড়ে সবুজের সমারোহ। পাশেই রাখালেরা বাথানের গবাদিপশু চরাচ্ছেন। দীঘলকান্দি এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা