নদীর দুই ধার ছেয়ে গেছে শুভ্র কাশফুলে। এর মাঝে জেগে থাকা চরে ছিপ দিয়ে মাছ শিকার করছেন এক মৎস্যশিকারি । চর সদিরাজপুর, পাবনা, ১৫ অক্টোবরছবি: হাসান মাহমুদ
২ / ১৮
কদিন বাদেই ঘরে উঠবে নতুন ধান। কিন্তু সেই পাকা ধান খেতে জমিতে ঝাঁক বেঁধে নামে পাখিরা। সেই ক্ষতি ঠেকাতে জমিতে বসে পাহারা দিচ্ছেন এই কৃষক। চর সদিরাজপুর, পাবনা, ১৫ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৩ / ১৮
মাটির তৈরি টব বিক্রির জন্য ভ্যানে দল বেঁধে ছুটছেন বাজারে। দমদমা এলাকা, রংপুর ১৫ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৪ / ১৮
শীত এলেই চাহিদা বেড়ে যায় লেপ-তোশকের। এখন লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। প্রতিটি লেপ ১ হাজার থেকে ১ হাজার ৫০০ এবং প্রতিটি তোশক ১ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বারপাড়া চৌমুহনী এলাকা, কুমিল্লা, ১৫ অক্টোবরছবি: এম সাদেক
৫ / ১৮
লোহা ও স্টিলের পাত দিয়ে বালতি তৈরি করে বিক্রি করেন মো. আবদুল রশিদ। সাধারণত গৃহের নির্মাণকাজে এই বালতি ব্যবহৃত হয়। প্রতিটি বালতি আকারভেদে ১২০ থেকে ৫২০ টাকার মধ্যে পাইকারি বিক্রি করেন। চাঙ্গিনি এলাকা, কুমিল্লা, ১৫ অক্টোবরছবি: এম সাদেক
৬ / ১৮
আঁটিপাড়া গ্রামের বাসিন্দা মোসলেহ উদ্দিন স্থানীয় জিংলাতলী গ্রামের মাঠ থেকে প্রতিদিন সকালে বের হন। পরিবারে দুই সদস্য নিয়ে হেঁটে হেঁটে শাপলা-ঢ্যাব সংগ্রহ করেন। পরে আঁটি বেঁধে ২০ টাকায় বিক্রি করেন। পাঠানতলী বাজার, দাউদকান্দি, কুমিল্লা,১৫ অক্টোবরছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১৮
বাসাবাড়ি কিংবা সড়কের নির্মাণকাজে খোয়া দরকার হয়। নৌকায় খোয়া তুলছেন দুই শ্রমিক। সালুটিকর এলাকার, গোয়াইনঘাট, সিলেট, ১৫ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৮ / ১৮
গাছের সরু ডাল সংগ্রহ করেছে চিল। সেই ডাল নিয়ে ছুটছে নিজের মতো করে বাসা তৈরিতে। ভার্থখলা এলাকা, সিলেট, ১৫ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৯ / ১৮
ব্যস্ত সড়ক পার হচ্ছে ভেড়ার পাল। এর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এভাবে অনেক সময় দুর্ঘটনা ঘটে। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৫ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১০ / ১৮
ফলের আড়তে ট্রাকে করে আনা হয়েছে কলা। ট্রাক থেকে কলা নামাচ্ছেন শ্রমিক। বছরজুড়ে কলার চাহিদা থাকায় কলার আড়ত সব সময় থাকে জমজমাট। কদমতলী, সিলেট, ১৫ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১১ / ১৮
বিদ্যালয়ে এসে ক্লাস শুরুর আগে মনের আনন্দে লাটিম দিয়ে খেলছে শিশুশিক্ষার্থীরা। কদমতলা এলাকা, রংপুর, ১৫ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১২ / ১৮
সকালে কাজের খোঁজে শহরে ছুটছেন এক দিনমজুর। চব্বিশহাজারী এলাকা, রংপুর ১৫ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৮
নানা জাতের শাপলা জলাশয় থেকে তুলে তা বিক্রি করতে বেড়িয়েছেন আবদুর রহমান। শহরতলির পান্ডারদীঘি এলাকা, রংপুর, ১৫ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৮
সাত সকালেই মাঠে জৈব সার নিয়ে যাচ্ছেন এক কৃষক। টেংকুগাড়ি গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৫ অক্টোবরছবি: সোয়েল রানা
১৫ / ১৮
শারদ সকালে ধানখেতে জমে থাকা শিশিরকণা মুক্তার মতো ঝলমল করছে। মানিকদিপা, শাজাহানপুর, বগুড়া, ১৫ অক্টোবরছবি: সোয়েল রানা
১৬ / ১৮
বাড়ির পাশের জলাশয়ে ফুটে আছে দৃষ্টিনন্দন লাল শাপলা। মানিকদিপা, শাজাহানপুর, বগুড়া, ১৫ অক্টোবরছবি: সোয়েল রানা
১৭ / ১৮
সকালে খেত থেকে করলা তুলছেন কৃষক সোহেল আহমেদ। করলাগুলো বিক্রির জন্য হাটে নিবেন তিনি। হাটে পাইকারিতে প্রতি মণ করলা ২০০০ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। টেংকুগাড়ি, শাজাহানপুর, বগুড়া, ১৫ অক্টোবরছবি: সোয়েল রানা
১৮ / ১৮
কাল শরৎ শেষ হয়ে আসছে হেমন্ত। প্রকৃতিতে শরতের এই রেশ থেকে যাবে আরও কিছুদিন। কাশফুলে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে একঝাক ‘বাংলা-বাবুই’ পাখি। চর সদিরাজপুর, পাবনা, ১৫ অক্টোবরছবি: হাসান মাহমুদ