একঝলক (১৬ মার্চ ২০২৫)

১ / ১৮
সচেতন নাগরিক কমিটি’র জেলা শাখার আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সামনে, রংপুর, ১৬ মার্চ। ছবি: মঈনুল ইসলাম
২ / ১৮
বসন্তে মধু আহরণের মৌসুম মৌমাছির। সাপছড়ি পাহাড়, রাঙামাটি, ১৬ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৮
হিমাগারে সংরক্ষণের জন্য উত্তরবঙ্গ থেকে আনা আলুভর্তি ট্রাক সারি সারি দাঁড়িয়ে আছে। রাজশাহী-পাবনা মহাসড়ক, নাটোর, ১৬ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৮
গাছের ডালে ঝুলছে হলুদ রঙের ডেউয়া ফল। কেউবা বলে বড়াল। বারোপুর, বগুড়া, ১৬ মার্চ
ছবি: সোয়েল রানা
৫ / ১৮
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ–টিআইবির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সামনে, ঢাকা, ১৬মার্চ
ছবি: সাজিদ হোসেন
৬ / ১৮
হাওরাঞ্চলে এবার কাঁচা মরিচের ফলন ভালো হয়েছে। খেত থেকে লাল মরিচ তুলে কৃষক রোদে শুকাচ্ছেন। হিলচিয়া, বাজিতপুর, কিশোরগঞ্জ, ১৫ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
৭ / ১৮
সিপিডি কার্যালয়ে বাজেট নিয়ে প্রেস ব্রিফিং। ধানমন্ডি, ঢাকা, ১৬ মার্চ
ছবি: জাহিদুল করিম
৮ / ১৮
অশ্বত্থগাছ ভরে উঠেছে নতুন পাতায়। ছড়ি পাহাড়, রাঙামাটি, ১৬ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৮
সবুজের মধ্যে ঝুলে আছে লাল চুকাই ফল। এটি চুকাই, চুকুর, চুকুরি, চুপুরি, চুকোর, চুপড়, চুকা, চুক্কি, চুই, মেস্তা, খিইরুপ, মেস্তা বা টক ফল নামেও পরিচিত। লক্ষ্মীপুর, নাটোর, ১৬ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৮
গাছের ডালে বসে ঘুমিয়ে আছে জোড়া বুলবুলি। নতুনপাড়া, রাঙামাটি, ১৬ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৮
চৈত্র মাসে বেড়েছে রোদের তীব্রতা, তার সঙ্গে বেড়েছে তাপমাত্রাও। রোদ থেকে বাঁচতে এক তরুণ মাথা ঢেকে চলাচল করছেন। সদর রোড, বরিশাল, ১৬ মার্চ
ছবি: সাইয়ান
১২ / ১৮
নিজের জমিতে চাষ করা ফুলকপি শহরে বিক্রির জন্য এনেছেন এই কৃষক। কলেজ সড়ক, রংপুর, ১৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৮
নাটোর শহর থেকে ৯ কিলোমিটার দক্ষিণে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ১৩টি গ্রামজুড়ে ঔষধিগাছের চাষাবাদ হয়। এই এলাকায় সবচেয়ে বেশি উৎপাদন হয় অ্যালোভেরার। এমনই এক বাগানে পরিচর্যার কাজ করছেন কৃষক। খোলাবাড়িয়া, লক্ষ্মীপুর, নাটোর, ১৬ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৮
বুনো ফুলে মধু সংগ্রহে রঙিন প্রজাপতি। সবুজ সংঘ, দৌলতপুর, খুলনা, ১৬ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৮
বাজারে উঠেছে মৌসুমি ফল বাঙ্গি। সড়কের পাশে ভ্যানে বাঙ্গি সাজিয়ে বিক্রি করছেন বিক্রেতা। আকারভেদে প্রতিটি ১০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। গোয়ালচামট, ফরিদপুর, ১৬ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৮
বৈদ্যুতিক তারে বসে আছে কসাই পাখি। নতুন বসতি, মানিকগঞ্জ, ১৫ মার্চ
ছবি: আবদুল মোমিন
১৭ / ১৮
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে ইলিশের অভয়াশ্রমে মাছ শিকার করছেন জেলেরা। নড়িয়া, শরীয়তপুর, ১৬ মার্চ
ছবি: সত্যজিৎ ঘোষ
১৮ / ১৮
নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। চৌরঙ্গী মোড়, নীলফামারী, ১৬ মার্চ
ছবি: প্রথম আলো