জোয়ারের পানিতে ভদ্রা নদীর বাঁধ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কবিতা বিশ্বাসের কাঁচা ঘরটি ভেঙে গেছে। ভিজে গেছে সব। একটু রোদ দেখে ভিজে যাওয়া পুরোনো সু৵টকেসে থাকা প্রয়োজনীয় কাগজ শুকাতে দিচ্ছেন। কালীনগর, পাইকগাছা, খুলনা, ২৪ আগস্টছবি: সাদ্দাম হোসেন
২ / ১৯
কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে গেছে রাঙামাটি শহরের সাধনাপুর লুম্বিনী সড়ক। সড়কের পানি মাড়িয়ে শহরে সাপ্তাহিক হাটে পণ্য বিক্রি করতে যাচ্ছেন কয়েকজন। সাধনাপুর লুম্বিনী সড়ক, রাঙামাটি, ২৪ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৯
বন্যার পানিতে ডুবে আছে সড়ক। এর মধ্যেই এক বৃদ্ধাকে কোলে করে সড়ক পার করছেন এক যুবক। খানেবাড়ি গোবিন্দপুর, তিতাস, কুমিল্লা, ২৪ আগস্টছবি: আবদুর রহমান ঢালী
৪ / ১৯
চরে আটকে যাওয়া মাছ ধরার নৌকা ঠেলে গভীর নদীতে নিয়ে যাচ্ছেন মৎস্যশিকারিরা। পাঞ্জরভাঙ্গা এলাকা, কাউনিয়া, রংপুর, ২৪ আগস্টছবি: মঈনুল ইসলাম
৫ / ১৯
পুরোদমে চলছে আমন ধান রোপণের মৌসুম। ধান রোপণের জন্য খেত প্রস্তুত করছেন কৃষকেরা। ব্রাহ্মণকান্দা এলাকা, ফরিদপুর ২৪ আগস্টছবি: আলীমুজ্জামান
৬ / ১৯
বাঁশের তৈরি গৃহস্থালি পণ্য নিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছেন এই ব্যক্তি। তকিপলবাজার, কাউনিয়া, রংপুর, ২৪ আগস্টছবি: মঈনুল ইসলাম
৭ / ১৯
বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল গঠনের উদ্দেশে সাধারণ শিক্ষার্থীরা অর্থ সংগ্রহ করছেন। বঙ্গবন্ধু সড়কের ডিআইটি এলাকা, নারায়ণগঞ্জ, ২৪ আগস্টছবি: দিনার মাহমুদ
৮ / ১৯
খালে জাল ফেলে মাছ শিকারের চেষ্টা চলছে। দাঁড়িগাছা গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২৪ আগস্টছবি: সোয়েল রানা
৯ / ১৯
বন্যার কারণে নিরাপদ স্থানে ছুটছে মানুষ। ফাজিলপুর রেলস্টেশন এলাকা, ফেনী, ২৪ আগস্টছবি: জুয়েল শীল
১০ / ১৯
কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতু, রাঙামাটি, ২৪ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৯
টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ২৪ আগস্টছবি: দীপু মালাকার
১২ / ১৯
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পানি মাড়িয়ে বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন। গাজীপুর এলাকা, বুড়িচং, কুমিল্লা, ২৪ আগস্টছবি: এম সাদেক
গরুর খাবারের জন্য চা-বাগান থেকে ঘাস কেটে বাড়ি ফিরছেন এক চা-শ্রমিক। দলদলি চা-বাগান, সিলেট, ২৪ আগস্টছবি: আনিস মাহমুদ
১৫ / ১৯
পাহাড়ি ঢলের পানির কারণে কসবা উপজেলার বায়েক ইউনিয়নে তিন দিন ধরে ১০টি গ্রাম বিদ্যুৎহীন। সালদা নদীর গ্যাসক্ষেত্র থেকে বিদ্যুতের তারের মাধ্যমে সংযোগ এনে মুঠোফোন চার্জ করছেন এলাকাবাসী। কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ২৪ আগস্টছবি: শাহাদৎ হোসেন
১৬ / ১৯
সাইকেলে থান কাপড় সাজিয়ে গ্রামের পথে বিক্রি করতে চলেছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। রামচন্দ্রপুর এলাকা, কাউনিয়া, রংপুর, ২৪ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৯
জোয়ারের পানির চাপে ভদ্রা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় ১৩টি গ্রাম। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের কাজ করছে। কালিনগর, পাইকগাছা, খুলনা, ২৪ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১৮ / ১৯
বন্যাকবলিত মানুষের জন্য শহরজুড়ে ত্রাণ সংগ্রহ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন। অলকার মোড় এলাকা, রাজশাহী, ২৪ আগস্টছবি: শহীদুল ইসলাম
১৯ / ১৯
কসবা উপজেলার বায়েক, কাইয়ুমপুর ও গোপীনাথপুর ইউনিয়নের সড়কগুলো পাহাড়ি ঢলে ডুবে গেছে। নয়নপুর সড়ক, বায়েক, ব্রাহ্মণবাড়িয়া, ২৪ আগস্টছবি: শাহাদৎ হোসেন