একঝলক (১৫ জুলাই ২০২৫)

১ / ২৫
বৃষ্টিতে কাঠশালিক বেরিয়েছে খাবারের খোঁজে। মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ, খুলনা, ১৫ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২৫
রাজধানীতে দিনভর থেমে থেমে বৃষ্টি হয়। এতে চলাচলে ভোগান্তিতে পড়তে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ১৫ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ২৫
মুরগির বাচ্চা বিক্রি করছেন এক ব্যবসায়ী। লেয়ার ও ব্রয়লার জাতের এসব ছানা বিক্রি করছেন ১০ থেকে ১৫ টাকায়। বিনোদপুর, রংপুর, ১৫ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২৫
আষাঢ়ের শেষ দিনে অঝোর ধারায় ঝরেছে বৃষ্টি। পথের পাশে কচুপাতায় জমেছে বৃষ্টির পানি। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ জুলাই
ছবি: সাজেদুল আলম
৫ / ২৫
খেত থেকে চিচিঙ্গা সংগ্রহ করছেন ক্যএনু মারমা নামের এক ব্যক্তি। লম্বাঘোনা, বান্দরবান, ১৫ জুলাই
ছবি : মংহাইসিং মারমা
৬ / ২৫
বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ছাউনির নিচে জড়সড় হয়ে আছে কয়েকটি মুরগি। মোহনপুর, রাজশাহী, ১৫ জুলাই
ছবি: শফিকুল ইসলাম
৭ / ২৫
টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যাওয়া চিংড়িঘেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এর মালিকেরা। মঠবাড়ী, কয়রা, খুলনা, ১৫ জুলাই।
ছবি: ইমতিয়াজ উদ্দীন
৮ / ২৫
কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সন্তানেরা, বৃষ্টির মধ্যে বাইরে অপেক্ষায় অভিভাবকেরা। টেপাখোলা, ফরিদপুর, ১৫ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৯ / ২৫
বৃষ্টিতে গরম গরম পেঁয়াজু খাওয়ার মজাই আলাদা। ডাকবাংলা, খুলনা, ১৫ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৫
বৃষ্টির মধ্যে কুমার নদের পাড়ে দুটি হাঁস। মদনখালী, ফরিদপুর, ১৫ জুলাই
ছবি: আলীমুজ্জামান
১১ / ২৫
জমিতে দল বেঁধে আমন ধানের চারা রোপণ করছেন পাহাড়ি নারীরা। রেইছা, বান্দরবান, ১৫ জুলাই
ছবি: মংহাইসিং মারমা
১২ / ২৫
বৃষ্টিতে মোহনীয় সৌন্দর্য ছড়াচ্ছে রেইন লিলি ফুল। বাহাদুরপুর, গোয়ালন্দ, রাজবাড়ী। ১৫ জুলাই
ছবি: এম রাশেদুল হক
১৩ / ২৫
জমিতে পেঁপেগাছ রোপণ করেছেন এক চাষি। চাঁদপাশা, বাবুগঞ্জ, বরিশাল, ১৫ জুলাই
ছবি: সাইয়ান
১৪ / ২৫
সকাল থেকেই অঝোরে বৃষ্টি ঝরে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। সবুজবাগ কৃষি ফার্ম, বগুড়া, ১৫ জুলাই
ছবি: সোয়েল রানা
১৫ / ২৫
শালবাগানে জ্বালানি হিসেবে পড়ে থাকা পাতা ও ডাল সংগ্রহ করতে এসেছেন এক নারী। শাল্টিগোপালপুর, মিঠাপুকুর,রংপুর, ১৫ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৫
পাহাড়ি ঝুঁকিপূর্ণ পথে এভাবে গাড়িতে ঝুলে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। দীঘিনালা, খাগড়াছড়ি, ১৫ জুলাই
ছবি জয়ন্তী দেওয়ান
১৭ / ২৫
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে এক ছাতার নিচে আশ্রয় নিয়ে রিকশাভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন মানুষ। খাসতালুক, পীরগঞ্জ ,রংপুর, ১৫ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৫
বৃষ্টির পর যেন নিজের রং মেলে ধরেছে নীলাকাশ। মরা গাছের ডালে বসে আছে পোষা পায়রাগুলো। নাজিরপুর, পাবনা, ১৫ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২৫
ময়মনসিংহ নগরের চরপাড়া এলাকায় চার লেনের সড়কের এক লেন সব সময় হকারদের দখলে থাকে। ভ্যানগাড়িতে নানা পণ্যের পসরা নিয়ে থাকেন বিক্রেতারা। এতে সড়কে ভোগান্তি নিয়ে চলাচল করতে হয় নাগরিকদের। মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক, ময়মনসিংহ, ১৫ জুলাই
ছবি: মোস্তাফিজুর রহমান
২০ / ২৫
পাবনায় লাউয়ের উৎপাদন বেড়েছে। এসব লাউ স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় ঢাকায়। কাশিপুর, পাবনা, ১৫ জুলাই
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৫
জমি থেকে পাটগাছ কেটে জাগ দেওয়ার জন্য নিয়ে আসছেন চাষি। ২০ শতাংশ জমিতে চাষি পাট চাষ করেছেন। চাঁদপাশা, বাবুগঞ্জ, বরিশাল, ১৫ জুলাই
ছবি: সাইয়ান
২২ / ২৫
ঘুরে ঘুরে বেলুন বিক্রির মাঝে ছায়ায় বসে একটু বিশ্রাম নিচ্ছেন এই বৃদ্ধ। শিল্পকলা একাডেমি এলাকা, পাবনা, ১৫ জুলাই
ছবি: হাসান মাহমুদ
২৩ / ২৫
সড়ক পার হচ্ছে কয়েকটি রাজহাঁস। এ সময় উল্টো পথে ছুটে আসছে একটি মাইক্রোবাস। শেরেবাংলা নগর, ঢাকা, ১৫ জুলাই
ছবি: শামসুল হক টেংকু
২৪ / ২৫
বুনো ফুলে মধু আহরণে মৌটুসী পাখি। জুনুমাছড়া, কাউখালী, রাঙামাটি, ১৫ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
২৫ / ২৫
তিস্তা নদীর তীর রক্ষাকাজ পরিদর্শন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঘড়িয়াল ডাঙ্গা, রাজারহাট, কুড়িগ্রাম, ১৫ জুলাই
ছবি: প্রথম আলো