১ / ১৪
সড়কের পাশে রোদে শুকাতে দিয়েছেন প্লাস্টিকের কুচি। সেগুলো নেড়েচেড়ে দিচ্ছেন এই নারী। প্লাস্টিকের এসব কুচি দিয়ে নতুন প্লাস্টিকসামগ্রী তৈরি হবে। প্রতি মাসে এই কাজ করে একজন নারী ৬ থেকে ৭ হাজার টাকা পারিশ্রমিক পান। গোয়ালখালী, খুলনা, ১৯ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৪
মৌসুমের আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। তাই মাঠের পাশে বসেই চলছে দুপুরের খাবার খাওয়া। রামখণ্ড এলাকা, কানাইপুর, ফরিদপুর, ১৯ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৩ / ১৪
মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকাগামী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেই লাইন মেরামত করার কাজ চলছে। লেভেল ক্রসিং, ব্রাহ্মণবাড়িয়া, ১৯ নভেম্বর
ছবি: শাহাদৎ হোসেন
৪ / ১৪
ইটের ভাটায় স্বামী-স্ত্রী একসঙ্গে কাজ করছেন। দিগনগর এলাকা, কানাইপুর, ফরিদপুর, ১৯ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৫ / ১৪
সকালের রোদে পুকুরে থাকা গাছের গুঁড়িতে বসে আছে হাঁসের দল। মাকরকাঠি, রায়পাশা-কড়াপুর, বরিশাল, ১৯ নভেম্বর,
ছবি: সাইয়ান
৬ / ১৪
ধান কাটা এবং মাড়াই শেষে রোদে শুকাতে দিয়েছেন এই পাহাড়ি নারী। এরপর বাড়ি ফিরছেন তিনি। কুতুক ছড়িবাজার এলাকা, রাঙামাটি, ১৯ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৪
জাহাজ থেকে খালাস করার পর সারিবদ্ধভাবে রাখা হয়েছে গমের শত শত বস্তা। এখান থেকে বস্তায় করে গমগুলো নেওয়া হবে বিভিন্ন স্থানে। সদরঘাট এলাকা, চট্টগ্রাম ১৯ নভেম্বর
ছবি: সৌরভ দাশ
৮ / ১৪
পরিবেশবান্ধব ‘গ্রিন পেন’ বানাচ্ছেন গ্রামের নারীরা। ভবানন্দেরকুটি গ্রাম, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ১৯ নভেম্বর
ছবি: প্রথম আলো
৯ / ১৪
রস আহরণের জন্য খেজুরগাছ কেটে প্রস্তুত করছেন গাছি রশিদ মোল্লা। সাইবেরিয়া এলাকা, কানাইপুর, ফরিদপুর, ১৯ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৪
খেত থেকে তোলা হচ্ছে করলা। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৯ নভেম্বর।
ছবি: এম রাশেদুল হক
১১ / ১৪
জমিতে ইঁদুরের গর্ত খুঁড়ে ধান বের করছেন এই নারী। সঙ্গে এনেছেন নাতনিকে। দর্শনা এলাকা, রংপুর,  ১৯ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৪
একদিকে ভাটায় পুড়ছে ইট, অন্যদিকে পোড়ানোর জন্য কাঁচা মাটির তৈরি ইট রোদে শুকাতে দেওয়া হয়েছে। বাংলাবাজার, পাবনা, ১৯ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৪
পদ্মা নদীতে একজোড়া পানকৌড়ি। রাজশাহী, ১৮ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৪
পদ্মার চরে ছাগল-ভেড়া চরাতে এসেছে দুই রাখাল। সেখানেই বসেছে একদল শামুকখোল পাখি। মাজারদিয়ার, পদ্মার চর, রাজশাহী, ১৮ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ