সড়কের পাশে রোদে শুকাতে দিয়েছেন প্লাস্টিকের কুচি। সেগুলো নেড়েচেড়ে দিচ্ছেন এই নারী। প্লাস্টিকের এসব কুচি দিয়ে নতুন প্লাস্টিকসামগ্রী তৈরি হবে। প্রতি মাসে এই কাজ করে একজন নারী ৬ থেকে ৭ হাজার টাকা পারিশ্রমিক পান। গোয়ালখালী, খুলনা, ১৯ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকাগামী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেই লাইন মেরামত করার কাজ চলছে। লেভেল ক্রসিং, ব্রাহ্মণবাড়িয়া, ১৯ নভেম্বরছবি: শাহাদৎ হোসেন
সকালের রোদে পুকুরে থাকা গাছের গুঁড়িতে বসে আছে হাঁসের দল। মাকরকাঠি, রায়পাশা-কড়াপুর, বরিশাল, ১৯ নভেম্বর,ছবি: সাইয়ান
৬ / ১৪
ধান কাটা এবং মাড়াই শেষে রোদে শুকাতে দিয়েছেন এই পাহাড়ি নারী। এরপর বাড়ি ফিরছেন তিনি। কুতুক ছড়িবাজার এলাকা, রাঙামাটি, ১৯ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৪
জাহাজ থেকে খালাস করার পর সারিবদ্ধভাবে রাখা হয়েছে গমের শত শত বস্তা। এখান থেকে বস্তায় করে গমগুলো নেওয়া হবে বিভিন্ন স্থানে। সদরঘাট এলাকা, চট্টগ্রাম ১৯ নভেম্বরছবি: সৌরভ দাশ