গাবতলী থেকে রাজধানীর নিউমার্কেটগামী সড়কে তীব্র যানজট। ছবিটি আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্যামলীর শিশুমেলা এলাকা থেকে তোলা। ঢাকা, ১৭ অক্টোবরছবি: মোছাব্বের হোসেন
২ / ২৬
‘ঝুমকা বড়শি’ দিয়ে কাপ্তাই হ্রদে মাছ শিকার। ধৈল্ল্যাছড়ি মুখ, জীবতলি, রাঙামাটি, ১৬ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২৬
শীতকালীন সবজির খেতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিন নিয়ে জমিতে যাচ্ছেন দুই কৃষক। গোলাবাড়ি এলাকা, কুমিল্লা, ১৭ অক্টোবরছবি: এম সাদেক
৪ / ২৬
বাজারে আসতে শুরু করেছে শীতকালের নানা ধরনের সবজি। এক ব্যক্তি সবজি ভ্যানে গুছিয়ে রাখছেন। এগুলো নিয়ে নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করবেন। ডিসি ঘাট এলাকা, বরিশাল, ১৭ অক্টোবরছবি: সাইয়ান
৫ / ২৬
কুমিল্লার গোমতী নদীর চরে ৮ শতাংশ জমিতে চাষ করেছেন ঝিঙে। ফলন আসতে শুরু করেছে। নিজের জমির পরিচর্যায় ব্যস্ত কৃষক মো. শিপন মিয়া। জালুয়াপাড়া এলাকা, কুমিল্লা, ১৭ অক্টোবরছবি: এম সাদেক
৬ / ২৬
ভোরবেলায় ভ্যানগাড়ি নিয়ে কাজে বের হয়েছেন এই চালক। বাড়ি রেললাইনের পাশে, তাই লাইনের বাধা পেরিয়ে চলাচল করতে হয় তাকে। এই কাজে তাঁকে সহযোগিতা করতে এসেছেন ঘরের নারী। কাশিনাথপুর, পাবনা, ১৭ অক্টোবরছবি: হাসান মাহমুদ
প্রতিবছরের মতো পদ্মা নদীর পাড়ে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন বয়স্ক মানুষও। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৬ অক্টোবরছবি: এম রাশেদুল হক
১১ / ২৬
হেমন্তের মিষ্টি রোদে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিশু শিক্ষার্থী। শুকানচকি এলাকা, রংপুর ১৭ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
হেমন্তের কাকডাকা ভোরে কুয়াশায় জড়ানো ধানখেতের আল ধরে মাছ ধরতে যাচ্ছেন এই ব্যক্তিরা। বুড়াইল এলাকা, রংপুর ১৭ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৬
হেমন্তের প্রথম দিনই সকালে ঠান্ডা অনুভূত হচ্ছে। শিশুকে গরম জামাকাপড় পড়িয়ে পথে হাঁটছেন মা। খটখটিয়া এলাকা, রংপুর, ১৭ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৬
বাড়ির পাশে নিজের জমিতে শাকসবজি লাগানোর জন্য খেত প্রস্তুত করছেন কৃষক রিপন খান। পূর্ব আলিয়াবাদ এলাকা, আলিয়াবাদ, ফরিদপুর, ১৬ অক্টোবরছবি: আলীমুজ্জামান
১৬ / ২৬
নির্বাচন কমিশনের অবিলম্বে পদত্যাগের দাবিতে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ করে। নির্বাচন ভবনের কাছে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। আইডিবি ভবন ২ নম্বর গেট, আগারগাঁও, ১৭ অক্টোবরছবি: আশরাফুল আলম
১৭ / ২৬
জাতীয় নির্বাচন সামনে রেখে তৈরি করে আনা স্বচ্ছ ব্যালট বাক্স নির্বাচন কমিশন ভবনে নেওয়া হচ্ছে। এখান থেকে তা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে। নির্বাচন কমিশন ভবন, আগারগাঁও, ঢাকা, ১৭ অক্টোবরছবি: আশরাফুল আলম
১৮ / ২৬
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন নারী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট, ঢাকা, ১৭ অক্টোবরছবি: সাজিদ হোসেন
১৯ / ২৬
ময়মনসিংহ সদর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, তারাকান্দার বিএনপির এই নেতা-কর্মীরা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। আদালতে শুনানির অপেক্ষায় থাকার সময়টুকু তাঁরা মাঠে বসে সময় কাটান। হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকা, ১৭ অক্টোবরছবি: সাজিদ হোসেন
২০ / ২৬
পাবনা-কুষ্টিয়া মহাসড়কে চলতি পথে চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় মালবোঝাই ট্রাকটি। এতে দীর্ঘ সময় এক পাশের যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় গাড়িটি সরিয়ে নেওয়া হয়। ত্রিমোহনী, পাবনা, ১৭ অক্টোবরছবি: হাসান মাহমুদ
২১ / ২৬
মিয়ানমার থেকে আনা আমদানি করা রসুন বগুড়ার আড়তে বিক্রয়ের জন্য খালাস করা হচ্ছে। খুচরা বাজারে আমদানি করা রসুন ১৮০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলবাড়ী বধ্যভূমি এলাকা, বগুড়া শহর, ১৭ অক্টোবরছবি: সোয়েল রানা
২২ / ২৬
সিলেটের বিভিন্ন হাওরে এখন হাঁটুপানি। পানি কমে যাওয়ায় হাওরের মধ্যখানে টানা জাল পেতে মাছ ধরছেন এক তরুণ। বাকগুল হাওর, সিলেট, ১৭ অক্টোবরছবি: আনিস মাহমুদ
বিদ্যালয়ে শিক্ষার্থীদের বছরের শুরুতে বিনা মূল্যে নতুন পাঠ্যবই দেওয়া হবে। সেই বই ট্রাক থেকে নামিয়ে গুদামে রাখার জন্য নেওয়া হচ্ছে। শিক্ষা অফিস, রংপুর, ১৭ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
২৫ / ২৬
শুক্রবার থেকে বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু। এ সময় ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দুর্গাপূজার পরই লক্ষ্মীপূজা। তাই আগেভাগেই লক্ষ্মীর প্রতিমা তৈরির কাজ শেষে রং করতে ব্যস্ত সময় পার করছেন মা-মেয়ে। লক্ষ্মীর এসব প্রতিমা আকার অনুযায়ী ৩০ থেকে ১৫০ টাকায় পাইকারি বিক্রি করবেন তাঁরা। সেনহাটি পালবাড়ী, দিঘলিয়া, খুলনা, ১৭ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
২৬ / ২৬
বিদ্যালয়ের সমাবেশে শপথবাক্য পাঠ করছে শিক্ষার্থীরা। ২৪ নম্বর পূর্ব আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, আলিয়াবাদ, ফরিদপুর ১৭ অক্টোবরছবি: আলীমুজ্জামান