প্রতিদিনের মতো আড়ত থেকে পেয়ারা সংগ্রহ করে রাস্তার ধারে ভ্যানে খুচরা বিক্রি করেন রাসেল শেখ। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ভ্যানটিকে সাজিয়েছেন কৃত্রিম ঘাস দিয়ে। গোয়ালচামট, ফরিদপুর, ১৮ মার্চছবি: আলীমুজ্জামান
৩ / ১০
গাছে থোকায় থোকায় বরই ধরেছে। সেই বরই তুলছেন এক গৃহিণী। হরনারায়ণপুর, মিঠাপুকুর, রংপুর, ১৮ মার্চছবি: মঈনুল ইসলাম
৪ / ১০
দুর্গ নগরী মহাস্থান। প্রাচীন এই নগরীর ধ্বংসাবশেষ দেখতে প্রতিদিন প্রচুর পর্যটক এখানে আসেন। শীলা দেবীর ঘাট, শিবগঞ্জ, বগুড়া, ১৮ মার্চছবি: সোয়েল রানা
৫ / ১০
মোটরসাইকেলের পরিত্যক্ত টায়ার নিয়ে ফাঁকা সড়কে খেলছে এক শিশু। ভক্তিপুর, মিঠাপুকুর, রংপুর, ১৮ মার্চছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
গাছে ফুটে আছে চোখজুড়ানো মান্দার ফুল। তেলিপুকুর, বগুড়া, ১৮ মার্চছবি: সোয়েল রানা
৭ / ১০
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী কৃষিশ্রমিকেরা দলবদ্ধভাবে বোরো ধানের চারা রোপণ করছেন। পানবাড়ি, রংপুর, ১৮ মার্চছবি: মঈনুল ইসলাম
৮ / ১০
সড়কের ধারে ফুটে আছে থাকা এসব ছোট হলুদ ফুলকে স্থানীয়ভাবে নাক ফুল বলা হয়। কানিকাটা, কিশোরগঞ্জ, ১৮ মার্চছবি: তাফসিলুল আজিজ
৯ / ১০
গরমে চাহিদা বেড়েছে তরমুজের। নৌকাভর্তি তরমুজ বিক্রির উদ্দেশ্যে শহরে নিয়ে যাচ্ছেন চাষিরা। পুরানপাড়া, রাঙামাটি, ১৮ মার্চছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১০
নিজের খেত থেকে মটরশুঁটি তুলছেন আদিবাসী নারী। মরংছড়ি, রাঙামাটি, ১৮ মার্চছবি: সুপ্রিয় চাকমা